নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে ভালোবাসুন।

মুহামমদল হািবব

Nothing just simple.

মুহামমদল হািবব › বিস্তারিত পোস্টঃ

\'\' লে বাবা ঠ্যালা সামলা\'\' আই জি পি

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৭



ব্যক্তির অপরাধের দায়ভার বাহিনীর ওপর চাপানো অসঙ্গত- ডি এম পি 'র বিজ্ঞপ্তি।
রাব্বী যা করেছেন তা ফৌজদারি অপরাধ: আইজিপি
এসআই মাসুদের আচরণ ‘পুলিশসুলভ’ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
গত দুই দিনে ওপরের কথা গুলি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আই জি পি মহোদয় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনা প্রসঙ্গে।
আজ পুলিশেরই এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন, সবাই জানেন ইতিমদ্য এস আই মাসুদকে বরখাস্ত করা হয়েছে
এবং তদন্ত কমিটি তদন্ত করছে, এখন আই জি পি মহোদয়র এই মন্তব্বের পর তথাকথিত তদন্ত কমিটি কি রিপোর্ট দেবে?
তিনি বলেন মুষ্টিমেয় দুই একটি ঘটনা নিয়ে পুরো পুলিশকে দোষারোপ করা উচিৎ নয়, উনার সাথে পুরো একমত হয়েও বলা যায়
একমন দুধের মদ্য ময়লা পরলে পুরো দুধই নষ্ট হয়ে যায় তেমনি পুলিশের ভালো কাজগুলি গুরুত্ব পায় না।
তিনি আরো বলেন পুলিশ গনতন্ত্র রক্ষা করে চলেছে এখানেই উনার আসল পরিচয় প্রকাশ হয়ে পরে
পুলিশের গনতন্ত্র রক্ষার নমুমা মানুষ দেখেছে গত সিটি কর্পোরেশন ও পোঁরসভা নির্বাচন।
এভাবেই পুলিশের অন্যায় কাজগুলিকে জায়েজ করা হলে পুলিশের ''মনোবল'' যে বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
আইজিপি মহোদয়কে নিয়ে দুটা কথা না বললেই নয়,
চার দলীয় জোটের সময় তখনকার সরকারের একান্ত ভক্ত ছিলেন, নিন্দিত ও নন্দিত ১/১১ র সময় শুরুর দিকে একটু চাপে থাকলেও খুব দ্রুত চাপ মুক্ত হন, এরই ধারাবাকিতাই ১৪ দলীয় জোট ক্ষমতায় আসার পর তিনি দিন দিন উন্নতি করতে থাকেন।
আজকের এই লোভনীয় পদ তার উন্নতিরই পুরুস্কার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.