![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
অবশেষে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সাহারা খাতুন বাউনিয়া ও বাদালদির গরিব দুঃখীদের মাঝে কম্বল দান করলেন। যদিও ৬০০ কম্বল প্রয়োজনের তুলনায় কম ছিল তারপরও তার এহেন ভাল কাজ কে সাধুবাদ জানাই। সাহারা খাতুন গত কালকে উলুদাহ নামক জায়গায় এই কম্বল বিতরন করেন । সেখানে যাওয়ার রাস্তা অবর্ণনীয় খারাপ। তার মত বয়স্ক মানুষের সেখানে যেতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। এত কষ্ট করে সেখানে যাওয়ার জন্য তাকে ধন্যবাদ এবং আশা করি এই অঞ্চলের মানুষ রাস্তার জন্য কত দুর্ভোগ করছেন তাও তিনি বুঝতে পেরেছেন।রাস্তা সংস্কার এই এলাকার মানুষের প্রানের দাবি এবং সাহারা খাতুনের নির্বাচনীয়ও ওয়াদার প্রথম ভাগেই এটা ছিল। মাননীয় মন্ত্রী যদি রাস্তা করার ব্যাপারে কোন পদক্ষেপ না নেয় তবে তৃনমূল আওয়ামী নেতাদের জনগনের কাছে যাওয়া খুব দুস্কর হয়ে যাবে।
বর্তমান পরিস্থিতে বাউনিয়ার মানুষের আরেকটা প্রানের দাবি হচ্ছে ড্রেনেজ সিস্টেম। বাউনিয়া এলাকার জনবসতি দিন দিন বেরেই চলছে তাই অনতিবিলম্বে ড্রেনেজ সিস্টেম এর কাজ না আরম্ভ করলে মানুষের দুর্ভোগ বাড়বে।
তাই আশা করি এই এলাকার এমপি হিসেবে মাননীয় মন্ত্রী সাহারা খাতুন অতি শীঘ্রই রাস্তা ঠিক করা এবং ড্রেনজ সিস্টেম এর ব্যাপারে পদক্ষেপ গ্রহন করবেন।
©somewhere in net ltd.