নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া এবং তার গংকে কিছু কথাঃ-

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩





আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম?

কারন আমরা কাদের মোল্লার রায় শুনে অপমানিত বোধ করেছিলাম।



আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম?

কারন আমরা আর কলঙ্ক নিয়ে বসবাস করতে চাই না তাই এসেছিলাম।



আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম?

কারন আমরা চাই বাংলাদেশে কোন স্বাধীনতাবিরোধী যেন না থাকে।



আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম?

কারন আমরা স্বাধীনতার অমিমাংসিত অধ্যায়ের মিমাংসা চাই।



আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম?

কারন আমরা চাই দেশের প্রতিটা মানুষ যেন স্বাধীনতার চেতনা ফিরে পায়।



আপনি কি বলতে পারবেন আমাদের এই চাওয়াগুলো অমুলক?

আপনি কি বলতে পারবেন স্বাধীন দেশের প্রতিটা মানুষের এই চাওয়াতে একমত হওয়া উচিৎ কিনা?

আপনি কি বলতে পারবেন আমাদের এই চেতনা পুনুরুদ্ধারের জন্য আমরা কখনো সহিংস হয়েছি কিনা?



আমি জানি একজন প্রেসিডেন্ট এবং সেক্টর অধিনায়কের স্ত্রী হিসেবে আপনি আমাদের চাওয়ার বাহিরে যেতে পারবেন না।

কিন্তু আপনি তো একটি দলের চেয়ারপার্সন সেই দল কেন আমাদের চাওয়ার সাথে একমত হতে পারে না। যেই দল একজন বীর মুক্তিযোদ্ধা দ্বারা গঠিত সেই দল আজ কেন স্বাধীনতার চেতনার থেকে এত দূরে? কেন এই রাজনীতি আর ভোটের স্বার্থে একটা স্বাধীনতাবিরোধী, ধর্মব্যাসায়ি এবং জঙ্গি দলের পিছু ছাড়তে পারছে না?



আমার মত সাধারন মানুষরা কষ্টে আছে এই নির্বাচনের আগে। একদিকে আপনারা স্বাধীনতাবিরোধীদের সঙ্গে অপর দিকে নানা কারনে বিতর্কিত আরেকদল। আমরা কোনদিকে যাব বলতে পারবেন?



আপনি কি দেখতেসেন না প্রতিদিন জামায়াত শিবিরের তাণ্ডব? কিভাবে চোখ বুজে থাকেন আপনি? মানুষের ভোগান্তি কি আপনাকে একটুও নাড়া দেয় না?



৭১ এর মুক্তিযুদ্ধে ওরা মুক্তিকামী মানুষকে হত্যা করেছে আর ২০১৩ তে ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী জনগনের মুখোমুখি অবস্থান নিয়েছে।



পরিশেষে বলতে চাই জামায়াত শিবিরকে যদি আপনারা পরিত্যাগ না করেন তবে হয়তো মানুষের সালাম পাবেন কিন্তু মানুষের ভোট পাবেন না।



মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

বর্ণালী পাল বলেছেন: প্লাস +++++++++++++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

তাজমুল আক্তার বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

নায়করাজ বলেছেন: এরা কখনও জামায়াত শিবিরকে ছেড়ে যাবে না। আামরা ওদের চিনতে ভুল করেছি। এবার আমাদেরই ওদেরকে ছেড়ে দিতে হবে।

আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে ভোট দেয়ার কথা ভাবেন।


Click This Link


Click This Link


Click This Link

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

তাজমুল আক্তার বলেছেন: হুম ঠিক বলেছেন কিন্তু তার আগে স্বাধীনতাবিরোধী মুক্ত করতে হবে দেশকে।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

এম আর সুমন বলেছেন: জামায়াতের সাথে কি বিএনপি বিবাহবন্ধনে আবদ্ধ যে ছেড়ে যেতে হবে? এটা একটা নির্বাচনী জোট। ৯৬ তে আওয়ামী লীগও করেছিল। আর জামাত জামাত বলে গলা না ফাটিয়ে জামাত বিএনপির সাথে থাকতে থাকতে কেন নিষিদ্ধ করছে না সরকার? এটা তারা চাইলেই তো পারে। এত নাটক তো ভাই ভাল লাগে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

তাজমুল আক্তার বলেছেন: আওয়ামীলীগের খেতা পুরি ওরা যদি এখন জামায়াতরে লগে লয় তাইলে অগরে চুমা দিমু। আসল কথা হইলো নিসিদ্ধ করার আগেই জামায়াত শিবিরকে সব রাজনৈতিক দলগুলার একঘরে কইরা রাখতে হইব।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

চলতি নিয়ম বলেছেন: সুমন সাহেব, এতবড় একটা পোস্টের শুধু লাস্ট লাইন টাই চোখে পড়ল? দেশের ভালো মন্দের চিন্তা কি শুধু সরকারের একার?

দুঃখ জনক হলেও সত্য যে, ইদানিং বি এন পি আর জামাতের মতামতের খুব বেশী পার্থক্য নাই। অধিকাংশ ক্ষেত্রে একই সুরে কথা বলে। তিনটা রায়ের কোনটাতেই উনাদের খুশি হতে দেখলাম না। দুর্ভাগ্য আমাদের।


অন্তত, রাজাকার ইস্যুতে দেশের সবাইকে এক থাকতে হবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

তাজমুল আক্তার বলেছেন: রাজাকার ইস্যুতে দেশের সবাইকে এক থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.