![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
করমচাদ গান্ধীর বৃটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের একপর্যায়ে জনগণ যখন থানায় আগুন দিয়ে ১৮৪ জনকে মেরেছিল তখন তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন," কারো যদি সহিংস আন্দোলন করতে ইচ্ছে হয় তবে যেন তিনি তার নিজের গায়ে, বাড়ী অথবা সম্পত্তিতে আগুন দেয়".
বঙ্গবন্ধু তার ৭ই মার্চের ভাষণে বলেছিলেন," বাস, ট্রেন, লঞ্চ হরতালের ভিতর চলবে যাতে গরীব মানুষের দুর্ভোগ না হয়".
আবু বকর (রা জিহাদের ভিতরো কোন ফলজ বৃক্ষ যেনো পড়ানো না হয় এই ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। জিহাদ এর মত অবস্থাতেও যেখানে এতো সতর্ক থাকতে বলা হয়েছে সেখানে আজ আন্দোলনের নামে ইচ্ছা মতো গাড়ি ভাঙচুর, মারামারি , বোমাবাজি করা হয়।
আমাদের সবাইকে বুঝতে হবে ধর্ম এবং রাজনীতি দুইটাই মানুষের কল্যাণের জন্য। যখনি দেখা যাবে ধর্ম এবং রাজনীতির মাধ্যমে অকল্যাণ সাধন হচ্ছে তখন বুঝতে হবে এর দায়িত্বে যারা আছে তারা ভুল পথে আছে।
আমাদের দেশে এখন একজন বড় মাপের সমাজ সংস্কারক দরকার
২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭
তাজমুল আক্তার বলেছেন: আল্লাহ জানে
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৩
নিরব বাংলাদেশী বলেছেন: সহমত, কিন্তু পামু কই?