![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
মাঝে মাঝে ভাবি শেখ হাসিনা কি আসলেই তার বাবা মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী? প্রধান মন্ত্রি কি জানেন বঙ্গবন্ধু কিসের জন্য, কাদের জন্য , কাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছে? বঙ্গবন্ধু কন্যা কি জানেন বঙ্গবন্ধু কিভাবে লড়াই করছে? তিনি কেন মুসলিম লীগ ত্যাগ প্রথমে আওয়ামী মুসলিম পরে আওয়ামী লীগের সাথে ছিলেন? আমার তো মনে হয় না প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার বাবার অসমাপ্ত আত্মজীবনীও পড়েন নাই। অন্তত এই বইটাও যদি মন দিয়া পড়তেন তবে তিনি বুঝতে পারতেন বঙ্গবন্ধু অন্যায় আর অত্যাচারীর বিরুদ্ধে লড়ছেন,আজীবন সাধারন মানুষের জন্য লড়াই করছে এবং তার প্রধানতম শত্রু ছিল ধর্ম ব্যাবসায়িরা। যারা বঙ্গবন্ধুর নামে হেন কোন অপবাদ নাই যা দেয় নাই কিন্তু বঙ্গবন্ধু তাতে কক্ষনো টলেনি কারন তিনি জানতেন তিনি কে? কি তার লক্ষ্য? তিনি জানতেন যারা তার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে তারা ধর্ম ব্যাবহার করে সাধারন মানুষকে বিভ্রান্ত করতে চায়। যারা নিজেদের সুবিধার্থে ধর্ম ব্যাবহার করে বঙ্গবন্ধু আজীবন তাদেরকে যুক্তির মাধ্যমে দমন করতে চাইতেন। তিনি কখনই অন্যায়ের সাথে আপোষ করে নাই। সত্য প্রতিষ্ঠার জন্য তার অনেক জেল জুলুম সহ্য করতে হয়েছে কিন্তু তারপরও তিনি কখনই ভণ্ডদের প্রশ্রয় দেয় নাই। খুব কষ্ট লাগে যখন দেখি সবাই ক্ষমতার জন্য ধর্মকে আশ্রয় হিসেবে ব্যাবহার করে। কষ্ট আরও বেড়ে যায় যখন দেখি রাষ্ট্র প্রধান অন্যায়কারী আর ভণ্ডদের প্রশ্রয় দেয়। কোন অবস্থাতেই প্রতারকদের প্রশ্রয় দেওয়া উচিৎ না তা সে যত ক্ষমতাশালীই হোক না কেন কিংবা তার যত বিশালই উগ্র সমর্থকগোষ্ঠী থাকুক না কেন।
রাষ্ট্রযন্ত্র এভাবে ভণ্ডদের কাছে তখনই ভেঙে পড়ে যখন রাষ্ট্র অন্যায়ের মাঝে নিমজ্জিত থাকে। এসমস্ত দেখে আপনাদের কেমন লাগছে জানি না তবে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১
তাজমুল আক্তার বলেছেন: আচ্ছা। তাইলে আপনি খুশি তো
২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: খুশি মানে বেপুক খুশি..................
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: সুপার গ্লু দীয়ে জোরা লাগায় দেন..................