![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
আসিফ মহিউদ্দিন বাদে অন্য যেসব ব্লগারদের ধরা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা দেশের স্বার্থে লিখত এটাই কি তাদের অপরাধ? তারা দেশকে ভালোবাসতো এটাই কি তাদের অপরাধ? তারা যুদ্ধাপরাধীর বিচার চাইছে এটাই কি তাদের অপরাধ? তারা জামাত -শিবিরের নিষিদ্ধ চাইছে এটাই কি তাদের অপরাধ? তারা অন্যায়ের প্রতিবাদ করতো এটাই কি তাদের অপরাধ? প্রতিবাদের জন্য তারা অস্রের বদলে কিবোর্ড ব্যাবহার করছে এটাই কি তাদের অপরাধ? তারা দেশপ্রেমিক, এটাই কি তাদের অপরাধ? একদিন এই দেশে কোন দেশপ্রেমিক মুক্ত থাকবে না। স্বাধীন দেশে দেশকে ভালোবাসার অপরাধে সবার স্থান হবে অন্ধ প্রকোষ্ঠে। দেশপ্রেমিকদের আজ জেলে পুরছে স্বাধীনতাবিরোধীদের হুংকার শুনে। তাই জেলের বাহিরে থেকে কেন জানি নিজেকে দেশদ্রোহী মনে হচ্ছে। স্বাধীনতাবিরোধী আর দেশদ্রোহী চক্রের আস্ফালন চোখে জ্বালা ধরিয়ে দেয়। মনে হয় ৩০ লক্ষ শহিদ আর ২ লক্ষ মা বোনের সাথে বেঈমানি করছি।
মাননীয় প্রধানমন্ত্রী হয় দেশপ্রেমিকদের মুক্তি দেন নতুবা সকল দেশপ্রেমিকদের জেলে পুরে ফেলুন।
১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
তাজমুল আক্তার বলেছেন: বাক স্বাধীনতার নামে সেচ্ছাচারিতা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। আমি ব্যাক্তিগতভাবে কাউকে ব্যাক্তিগত আক্রমন করাকেই গর্হিত কাজ মনে করি সেখানে আসিফ মহিউদ্দিন যিনি মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে তার জন্য মুক্তি কামনা করা আমার পক্ষে সম্ভব না। যারা সমাজে হিংসা ছড়ায় তারা খুবই ভয়ঙ্কর। সেই দিক দিয়ে আসিফ মহিউদ্দিন আর মাহমুদুর রহমান এক পাল্লাতে দাড়িয়ে। যদিও দুজনের রাস্তা আলাদা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কিছু মানুষ যে মানুষ না, এই পোস্ট তার জলন্ত প্রমাণ
১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
তাজমুল আক্তার বলেছেন: ভাই এই কথা বলার কারন কি জানতে পারি?
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
পুংটা বলেছেন: ভাই, আচিপ কি দোষ করলো?