![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
মীর জাফর বাংলাকে ২০০ বছর পিছে ফেলাইছে
আর ১৫ আগস্ট এর কুচক্রীরা বাংলাদেশকে কত বছর পিছে ফেলাইছে তা এখনো অনীরূপন যোগ্য।
এখনো তার চলে যাওয়ার শূন্যতা পূরন হয়নি নিশ্চিতভাবেই। সেই দিন তার শূন্যতা পূরন হবে যেদিন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে,যেদিন এই রাস্ট্র ধর্মনিরেপক্ষ হবে, যেদিন রাস্ট্র গণতন্ত্র আর সমাজতন্ত্রের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হবে,যেদিন রাস্ট্রের প্রত্যেকের বুকে বাংলাদেশী জাতীয়তাবাদ থাকবে,যেদিন বাংলাদেশের সমস্ত নেতারা নিজেদের চাইতে জনগনকে মূল্য দিবে ।
আশা করি সেইদিন একদিন আসবে, একদিন বংগবন্ধুর মতো একদিন নেতা পাবো।
জাতীয় শোক দিবসে বংগবন্ধুর প্রতি রইলো অগাধ শ্রদ্ধা আর সম্মান। আল্লাহ যেনো তাকে বেহেশত নসীব করেন।
©somewhere in net ltd.