![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
তাদের কোন দোষ ছিলো না। তারা কাউকেই হত্যা, ধর্ষণ করেনি কিংবা কোন দুর্ধর্ষ অপরাধী ছিলেন না।
তাদের দোষ ছিলো একমাত্র তারা আওয়ামী লীগ করতো। হ্যা , ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শুধু মাত্র আওয়ামী লীগ করার জন্য ২০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ নেতা বলে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো আহসানউল্লাহ মাষ্টার, শাহ এম এস কিবরিয়া সহ আরো অনেক নেতাদের। শুধু তাই না তারা আওয়ামী লীগকে জীবনের তরে ধ্বংস করে দেওয়ার জন্য ঘটিয়েছিলো ২১শে আগস্টের গ্রেনেড হামলা। আওয়ামী লীগ কি করেছিলো?? কিছুই করেনি শুধুমাত্র ভেবেছিলো ১৯৯৬ তে বিএনপি ক্ষমতার পট পরিবর্তনের সময় যে প্রহসন করেছিলো তা আওয়ামী লীগের ২০০১ এ সুন্দরভাবে ক্ষমতার পালা বদল দেখে শিখবে। কিন্তু আওয়ামী লীগ ভূল করেছিলো সাপ চিনতে। সেই ভূলের মাশুল হিসেবে প্রান দিয়েছিলো আওয়ামীলীগের অসংখ্য নেতা কর্মী। এমনকি জামাত-বিএনপি জোট বিরোধী দলে থাকা অবস্থাতেও তাদের হাতে যে কত আওয়ামী লীগের প্রান দিয়েছে তার ইয়ত্তা নাই।
এখনো প্রায়ই শোনা যায় বিভিন্ন এলাকার আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর হত্যার ঘটনা।তাদের একমাত্র দোষ তারা আওয়ামীলীগ করে। বিএনপি জামাতের রাজনীতি মূলত হত্যার রাজনীতি। এই দুইটি দল তাদের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কত নির্দোষ মানুষ মেরেছে তার ইয়ত্তা নাই। আমরা বিএনপির মতো বড় রাজনীতিক দল থেকে কি পেয়েছি!!! এই দলটার কারনে জামাত শিবির তথা স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে পুনর্বাসিত হয়েছে, স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে রাজনীতি করার অনুমতি দিয়েছে, হিজবুল বাহার নামক সমুদ্র যাত্রা নামে প্রথম ছাত্র রাজনীতিতে অর্থের অনুপ্রবেশ ঘটিয়ে ছাত্র রাজনীতি নষ্ট করে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, যুদ্ধাপরাধীর বিচার বাতিল করেছে, দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে, স্বাধীনতাবিরোধীদের গাড়িতে ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে পাওয়া পতাকা ঝুলাতে দিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জংগী যেমন জেএমবিকে প্রত্যক্ষ মদদ দিয়েছে, দুর্নীতিতে বাংলাদেশকে টানা ৫ বার চ্যাম্পিয়ন করেছে।।এবং সর্বশেষ ৫ই জানুয়ারীর নির্বাচনে অংশ না নিয়ে বহু এলাকার মানুষকে ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত করেছে, শুধু তাই না এখন যেসব কেন্দ্রে ভোট হবে তাতে বোমা মেরে মানুষের ভিতর আতংক তৈরি করে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। হ্যা, আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে নাই কিন্তু শুধু এই কথা বলেই কি এতো এতো লাশ, এতো এতো অর্থনীতির ক্ষতি এড়িয়ে যাওয়া যায়???? বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে কারচুপি করে কেউ ক্ষমতায় যেতে পারে নাই। আপনারা নির্বাচনে অংশ নেওয়ার পর যদি আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করতো তবে শুধু আপনারা না জনগণই তা প্রত্যাখ্যান করতো। সিদ্ধান্তটা কতই না জনগনের কল্যাণমূলক হতো। আসলে বিএনপির কাছে এমন প্রত্যাশা করাও হাস্যকর, যেখানে তারা দেশের স্বার্থ রক্ষার্থে কোন আন্দোলনই করেন নাই। সবসময়ই তাদের রাজনীতি আবর্তিত হয়েছে ক্ষমতাকেন্দ্রিক।এমনতর রাজনৈতিক দল একটা দেশের অভিশাপ ভিন্ন কিছু না। কাল ৫ই জানুয়ারী ১০ম জাতীয় নির্বাচন। আশা করি যেসব আসনে ভোট হচ্ছে সেখানে মানুষ আতংককে জয় করে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। ইতিমধ্যেই এইটা নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে যাচ্ছে। আশা রাখি বাংলাদেশ আওয়ামী তাদের উন্নয়নের ধারা বজায় রাখবে এবং নতুন একটা দল শক্তিশালী হওয়ার পরিবেশ তৈরি করবে যারা বাংলাদেশের কল্যাণ তথা স্বাধীনতার পক্ষের শক্তি হবে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
ভোরের সূর্য বলেছেন: তাদের দোষ ছিলো একমাত্র তারা আওয়ামী লীগ করতো। হ্যা , ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শুধু মাত্র আওয়ামী লীগ করার জন্য ২০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
৫বছরে ২০ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল????? ভাই এই পরিসংখ্যানটা কোথায় থেকে পেলেন জানাবেন কি? আপনার তথ্যের একাধিক সূত্র উল্লেখ করুন আর যদি আপনার মনগড়া কথা হয়ে থাকে তাহলে আপনার উচিৎ হবে এরকম মিথ্যা তথ্য দেয়ার জন্য এই ব্লগে মাফ চাওয়া।শুধু তাই নয়।আপনার তথ্যের সুত্রগুলো যদি মিথ্যা হয় তাহলেও আপনাকে মাফ চাইতে হবে তাদের হয়ে এরকম মিথ্যা তথ্য পরিবেশন করার জন্য।
আপনার সৎ সাহস থাকলে কুরুচিপূর্ণ কথা না বলে অবশ্যই আমার মন্তব্যের উত্তর দিবেন তথ্য সূত্র সহ।আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
সামুরাই হান বলেছেন: আহারে বি এন পি এত্তগুলো পচা ...আর এক হেফাজতের সমাবেশেই কত জনরে খুন করেছে পেয়ারে হিন্দুস্তানি বামুলীগ হিসাবটা আছে ??? লজ্জা লাগেনা এমন একটা ইলেকশনের পক্ষে কথা বলতে ??? চরিত্র পাল্টান জাতি কিন্তু খেইপা আছে ভাইডি।