![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।
আমার কর্মস্থল কারখানায় প্রতিদিন ঠিক সকাল ১১টা এবং বিকাল ৫টায় একটা গান বাজে। গানটি হচ্ছে মুক্তিযুদ্ধের কালজয়ী গান “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”। প্রতিদিনই গানটা বাজার সময় রক্তে আগুন জ্বলে। কিন্তু আজ দুইবারই গানটি বাজার সময় খুব ম্রিয়মান হয়ে গিয়েছিলাম, সাথে সাথে স্তব্ধ। আসলে এশিয়া কাপ শুরু হওয়ার পর পরই কিছু পাকিস্তানের সমর্থকদের লম্ফ ঝম্ফে বুকটা বিদীর্ণ হয়ে যাইতেছে। সেই কষ্ট বহুগুনে বৃদ্ধি পাইতেছে পাকিস্তানের সমর্থক নামের কিছু বাংলাদেশীদের হাতে, গালে ,শরীরে পাকিস্তানের জাতীয় পতাকা দেখে।
মনের ভিতর শুধু একটা প্রশ্নই উকি দেয় একজন মানুষ বাংলাদেশী হয়ে কিভাবে পারে পাকিস্তানের পতাকা গায়ে জড়াতে??
১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের নিজেদের দেশ, নিজেদের পতাকা, নিজেদের জাতীয় সংগীত আরো নানা কিছু নিজেদের। মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের আত্বত্যাগের মাধ্যমে আমরা সরিয়ে দিতে সক্ষম হয়েছিলাম পাকিস্তানের জাতীয় পতাকা, জাতীয় সংগীত আরো অনেক কিছু।
হে মহান বাংলাদেশী তুমি কি জানো তোমার গায়ে , গালে যখন পাকিস্তানের পতাকা অংকিত হয় তখন ত্রিশ লক্ষ আত্বা একসাথে হু হু করে কেঁদে ওঠে। মুক্তিযুদ্ধে মানুষ জীবন দিয়েছে পাকিস্তানের পতাকা সরিয়ে বাংলাদেশের পতাকা প্রতিষ্ঠিত করার জন্য, একটা নতুন দেশের জন্য। আর সেই দেশের পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র, ভোটার আইডি কার্ড , জন্ম নিবন্ধন নিয়ে তুমি কিভাবে পারো পরিত্যাজ্য দেশের পতাকা গায়ে জড়াতে?
আমার খুব জানতে ইচ্ছা করে সেইসব পাকিবীর্যদের অতীত সম্পর্কে।
জানতে ইচ্ছা করে তাদের পাকিস্তান প্রীতির পিছনের আসল রহস্য।
জানতে ইচ্ছা করে তাদের পরিবারে ঠিক কি শিক্ষা দেওয়া হয়েছিলো যে তারা মুক্তিযুদ্ধে শহীদদের অপমান করে পাকিস্তানের পতাকা গায়ে জড়ায়?
জানতে ইচ্ছা করে তারা ঠিক কোন স্কুল কলেজে পড়েছে যেখানে তাদের নিজ দেশের জাতীয় সংগীত বাদ দিয়ে অন্য দেশের জাতীয় সংগীত প্রিয় হয়ে উঠলো??
মাননীয় সরকার যারা এই স্বাধীনতার মাসে গণহত্যাকারী পাকিস্তানের কেতন উড়িয়েছে আমি তাদের বিচার চাই?
আমি বিচার চাই তাদের যারা ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের পবিত্র আত্বা মাড়িয়ে পাকিস্তানের পতাকা নিয়ে লাফিয়েছে তাদের?
আমি বিচার চাই সেইসব দলবদ্ধ শুয়োরের যারা সেই জাতীয় সংগীতের সময় বুকে হাত দিয়ে দাড়িয়েছিলো যেই জাতীয় সংগীত বিতাড়িত করার জন্য বাংলাদেশীরা টানা নয় মাস যুদ্ধ করেছিলো??
মাননীয় সরকার আপনি হয় এইসব নরপশুদের বিচার করেন পরবর্তী নরপশু জন্ম নেবার পূর্বেই।
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪
তাজমুল আক্তার বলেছেন: এইটাই দরকার
২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: আগামী বছর আমি আসছি, এদের থামিয়ে দেবো: কোন বাংগালী পাকিদের পক্ষ নিতে পারবে না।
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪
তাজমুল আক্তার বলেছেন: আপনার অপেক্ষায়
৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:১৬
বাংলার আকাশ বলেছেন: oi m chod tui khelar moddhe politics ni aily ken ? tor bap er desh er potaka nia lafaile kono dosh nai na ? toder moto bishakto der protidin ekbar kore latthi mara dorkar.
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫
তাজমুল আক্তার বলেছেন: আপনার অসংলগ্ন মন্তব্যটি রিপোর্ট করা হলো।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
বাংলার আকাশ বলেছেন: কি রে M চোদ আজকের খেলা দেখছিস , তোর দাদাদের শত্রু দেশ কে কিভাবে হারাইলাম !!!!
আমার কথা অসংলগ্ন না ,তুই ফাউল পোষ্ট দিছিস ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: ১৫/২০ জন একত+রিত হয়ে এদের একটা ধোলাই দেন।