নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

তাজুল ইসলাম মুন্না

একসময় ব্লগ দিয়ে দুনিয়া বদলানোর স্বপ্ন দেখতাম। এখন সাংবাদিকতায় সেই স্বপ্ন দেখি। ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/ItsTajul

তাজুল ইসলাম মুন্না › বিস্তারিত পোস্টঃ

♫♫♫আমি শুনেছি সেদিন তুমি - মৌসুমী ভৌমিক... (আমার খুব পছন্দের একটি গান। esnips এবং mediafire-এ আপলোড করে দিয়েছি...)

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৮

বেশি কিছু বলবো না। শুধু বললো গানটার মধ্যে কি যেন আছে। শুনলেই মনটা খারাপ হয়ে যায়। অসাধারণ একটি গান। আমি লিখে দিতে পারি যে কেউ এই গানটা শুনে "খারাপ লেগেছে" বলতে পারবেন না...



লিরিক্স:

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে,

নীল জল দিগন্ত ছুয়ে এসেছো;

আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে,

বহুদূর বহুদূর হেটে এসেছো।

আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে;

কখনো রাখিনি চোখ, ডানামেলা গাঙচিলে।

আবার যখন তুমি সমুদ্রস্নানে যাবে,

আমাকেও সাথে নিও, নেবে কি আমায়;

বলো নেবে কি আমায়।



আমি শুনেছি সেদিন নাকি, তুমি তুমি তুমি মিলে;

তোমরা সদলবলে সভা করেছিলে।

আর সেদিন তোমরা নাকি, অনেক জটিল ধাধা;

না বলা অনেক কথা কথা বলেছিলে।



কেন শুধু ছুটে চলা, একই একই কথা বলা;

নিজের জন্য বাচা নিজেকে নিয়ে।

যদি ভালবাসা নাই থাকে, শুধু একা একা লাগে;

কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে;

বলো কোথায় গিয়ে।



আমি শুনেছি তোমরা নাকি, এখনো স্বপ্ন দেখো;

এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে;

মানুষের বাচামরা এখনো ভাবিয়ে তোলে,

তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে।



আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ,

তোমাদের কাছে এসে দু’হাত পেতেছি;

আমি দু’চোখে, শূন্যতা দেখি শুধু;

রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখিনা।



তাই স্বপ্ন দেখবো বলে,

আমি দু’হাত পেতেছি;

তাই তোমাদের কাছে এসে,

আমি দু’হাত পেতেছি।



তাই স্বপ্ন দেখবো বলে,

আমি দু’হাত পেতেছি।







শুনতে চাইলে এখানে ক্লিক করুন (esnips লিংক)



মিডিয়াফায়ার ডাউনলোড লিংক (এখান থেকে ডাউনলোড করলে রিজিউম সাপোর্ট পাবেন)

মন্তব্য ৩৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৯

আউলা বলেছেন: মুন্না এই গান তুমি এতদিন পরে শুনলা কেন????????

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৪০

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এতোদিন পরে শুনিনাই। আগে থেকেই প্রিয়। শেয়ার করার কথা মাথায় আসলো এখন... :)

২| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৪০

আউলা বলেছেন: কেমন আছো? পড়াশুনার কি খবর?

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৪

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি ভালো আছি। লেখাপড়া মোটামুটি চলছে। আপনি কেমন আছেন আপু...?

৩| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৪৪

নিমা বলেছেন: হুমম অনেক প্রিয় একটি গান

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: প্রিয় হবার মতোই গান... :)

৪| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৪৬

টেকি মামুন বলেছেন: এই টাইপের গানগুলো ভালোই লাগে ডাউনলোডিংংংংংংংংংংং

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভালো লাগবে বলে আশা করছি...

৫| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৩

দুখী মানব বলেছেন: ধন্যবাদ:)

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৯

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৬| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:০০

যে আছো অন্তরে বলেছেন: বাজে গান। ন্যাকামি

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:১৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাই নাকি! ভালো ...

৭| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:০১

নিশম বলেছেন: গানটা বেশি বেশি ভালো লাগে। তবে শুনলে একা একা লাগে :(

ডাউনলোডালাম। ধন্যবাদ ভাইয়া

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:১৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আসলেই গানটা শুনলে একা একা লাগে... :(

৮| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:১৭

মোতাব্বির কাগু বলেছেন: আমি শুনেছি সেদিন তুমি মোটরবাইকে চেপে
জনৈক ব্যবসায়ীকে মেরে এসেছ
আমি শুনেছি সেদিন তুমি গুলি ভরা পিস্তল নিয়ে
বহুজনকে হুমকি দিয়েছ
আমি কখনো যাইনি জেলে কখনো থাকিনি সেলে
কখনো রাখিনি হাত গুলি ভরা পিস্তলে
আবার যেদিন তুমি অপারেশানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায় , বল নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি তুমি পিন্টু-বিল্টু মিলে
তোমরা সদলবলে কলকি টেনেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক গোপন খবর
পরস্পরের কাছে ফাঁস করেছিলে
কেন শুধু খুন খুন করা , একে একে গুম করা
টাকার লাভে থাকা জীবনের ঝুকি নিয়ে
যদি প্রাণটাই নাই থাকে , টাকা কি কাজে লাগে
কোথায় কবর দিব কোথায় নিয়ে , বল কোথায় নিয়ে
আমি শুনেছি তোমরা নাকি এখনো ফন্দি আঁটো
এখনো মদ খাও , মাতাল হও রাতভরে
তোমাদের ধরার জন্য এখনো পুলিশ ছোটে
লাইসেন্স হারানো এই পিস্তল নিয়ে আমি আজ
তোমাদের খুজতে এসে ফেঁসে গিয়েছি
আমি দু'হাতের কব্জিতে হ্যান্ডকাপ দেখি শুধু
রাতঘুমে আমি কোন জামিননামা দেখি না
তাই জামিননামা দেখব বলে দ'চোখ খুলেছি
তাই পুলিশের কাছে আমি দ'হাত পেতেছি
উ উ উ ......উ উ উ .....উ উ উ .....উ উ উ উ ....

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:২২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এখন লিখলেন নাকি আগেই লিখা ছিল! মিয়া, আপনে জিনিস একটা... :)

৯| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:৩৬

মুভি পাগল বলেছেন: জসীলা হইছে।

কিন্তু আপনার গানটার চেয়ে মোতাব্বরী কাণ্ডের রেপটা জোশ

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:৪২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: হ। চরম রেপ মারছে... ;)

১০| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:৩৮

চানাচুর বলেছেন: তুই এইবার এসএসসি দিবি?

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:৪৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারে দিয়া কয়বার এসএসসি দেওয়াইবা চানাচুর? আমি এখন কলেজে পড়তেছি... ইন্টার ফার্স্ট ইয়ার.. :)

১১| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:৪৫

শোশমিতা বলেছেন: সত্যি খুব সুন্দর গান হৃদয় ছুয়ে যায় ।

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:৪৯

তাজুল ইসলাম মুন্না বলেছেন: :)

১২| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ৯:০৬

জিসান শা ইকরাম বলেছেন: অসম্ভব ভালো লাগা একটা গান আমার।
মনে করিয়ে , লিরিক দেহায় +++


@@@ ভাল লাগ্লো তোমাকে দেখে ;)

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১১:০৭

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ। আমারো ভাল লালেগেছে আপনাকে দেখে ... :)

ভালো থাকবেন...

১৩| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:১৬

রাষ্ট্রপ্রধান বলেছেন: সোনা বাবু ভালানি =p~ =p~ কি ঘটনা জানি B:-) B:-)

০২ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: কি ঘটনা???

১৪| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৩:০৮

টানজিমা বলেছেন: মারামারিমারামারিমারামারিমারামারি

০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪৩

তাজুল ইসলাম মুন্না বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৫| ১৪ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০৪

মুভি পাগল বলেছেন:
গানটা এত ভাল লাগে কেন?

১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৫

তাজুল ইসলাম মুন্না বলেছেন: জানিনা... /:)

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬

চার্ত্রুজ-বী বলেছেন: গানটা আমার ও ভাল লাগত - ছোট্ট একটা খুঁত কানে বাজার আগে পর্যন্ত। এই লিঙ্কটা দেখুন Click This Link

২৩ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৭

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এখনি দেখছি লিঙ্কটা... :)

মন্তব্যের জন্য ধন্যবাদ.

১৭| ২৩ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:১১

লেডি বার্ড বলেছেন: গান এইটাত হুনতে হুনতে ত্যানা ত্যানা কইরা ফালাইছি। আর কত হুনুম! /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.