নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমি বাঙালি। বাংলা আমার ভাষা। বাংলা আমার দেশ।\'

ব্রহ্মপুত্র .

আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায় ..

ব্রহ্মপুত্র . › বিস্তারিত পোস্টঃ

কবি শুমারী

০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:১১

এ দেশে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি।
সত্যিই ছিলো কোন এক কালে,
এখন শুনে যতই হাসো, উপহাসের হাসি।

তুমি নাই, আমি নাই, কে শোনে কার ডাক।
উপরে দেখি শকুন চারপাশে সহস্র কাক।

কবিদের কবিতার খাতা,
আজ প্রতিদিনের হিসেবের পাতা।

নতুন করে কবিশুমারী, হোক আর একবার।

না হয় গিয়েছে চলে
জীবন আমাদের,
কুড়ি কুড়ি বছরের পার।

শুমারী শেষে যদি হয় দেখা,
আবার তোমার আমার!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩০

অপ্‌সরা বলেছেন: এই কবিতা তো কেউ পড়তেই পারবেনা..... এত ছোট ছোট লেখা তাও আবার ছবির মধ্যে!!

০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৭

ব্রহ্মপুত্র . বলেছেন: ধন্যবাদ । ছবি সরিয়ে টেক্সট দিয়েছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.