নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমি বাঙালি। বাংলা আমার ভাষা। বাংলা আমার দেশ।\'

ব্রহ্মপুত্র .

আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায় ..

ব্রহ্মপুত্র . › বিস্তারিত পোস্টঃ

বুড়িয়ে হয়তো গেছে খানিকটা কিন্তু ফুরিয়ে যায় নি রিয়াদ

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৮




❝২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদ কে রাখা উচিত না কি না? ❞, এমন একটা প্রশ্নকে সামনে রেখে বিতর্ক আয়োজন করলে আমার ব্যাক্তিগত ধারণা, মাহমুদউল্লাহ কে না রাখার পক্ষেই বেশিরভাগ 'ক্রিকেট বোদ্ধা' অনেক যুক্তি দেখাবেন।

তাঁদের অনেকেই একটা কথা প্রায়শই বলেন, ❝ আবেগ দিয়ে ক্রিকেট চলেনা। ❞ শুনতে বেশ 'প্রফেশনাল' এবং আধুনিক ক্রিকেট এর বিবেচনায় 'জ্ঞানের কথা' বা 'যৌক্তিক কথা' মনে হয় হয়তো-বা। কিন্তু 'আবেগ' টা কে এত খাটো করে দেখা টাও কি উচিত হবে আমাদের?

বাঙালির আবেগ যে খুব ভয়াবহ একটা 'শক্তি' হয়ে ওঠে কখনও কখনও তা আমরা কি করে ভুলে যাই? মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ রা কি শুধুই কয়েকজন প্রফেশনাল ক্রিকেটারের নাম? ওরা কি আমাদের প্রতিদিনকার আবেগ অনুভূতির অংশ নয়?

বাংলাদেশ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের প্রেম, আবেগ এর প্রতি শ্রদ্ধা না দেখালে তো জাতি হিসেবে একটা মস্ত বড়ো পাপ হবে আমাদের জন্য। ২০১৫ বিশ্বকাপ শুধু নয়, বাংলাদেশ ক্রিকেটে মাহমুদউল্লাহর সকল অর্জনের প্রতি করা হবে এক ধরনের বেইমানি।

বাঙালির সকল অর্জনের পথকে বেগবান করেছে আমি মনে করি বাঙালির আবেগ। ২০২৩ বিশ্বকাপ মিশনেও তার ব্যাতিক্রম হবে না। মাহমুদউল্লাহ খানিকটা বুড়িয়ে হয়তো গেছে, কিন্তু ফুরিয়ে যায় নি।

সুযোগ পেলে আর পেছনে আমাদের প্রেম থাকলে মাহমুদউল্লাহ বাঙালির সেই 'চিরায়ত' আবেগের বেগেই আমাদের অর্জনে অর্জুনের ভূমিকায় অবতীর্ণ হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

২| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.