নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা কে জানতেই আমি বেশি আগ্রহী

আবু তালেব শেখ

রুজি রুটির সন্ধ্যানে ব্যস্ত থাকি অলটাইম। একটু সময় পেলে ডু মারি সামুতে

আবু তালেব শেখ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে কবি (অগোছালো কবিতা)

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

কুয়াশা মিশ্রিত দ্বিবার সূচনায়,
আলস্য নয়নে অলৌকিক যন্ত্রের স্ক্রিনে,
তাকিয়ে আছি অবাক দৃষ্টিতে,
এ কেমন রশিকতা?নাকি দুঃস্বপ্ন?
নাহ, পূর্বের ন্যায় ছেড়া কাঁথার নীচে শায়িত।
দুঃসপ্ন মোরে উঠাইয়াছে কবির মঞ্চে
পুষ্পমাল্যে গলদেশ শোভিত,
নিচে ভক্তের হাততালি আর বাহবায়,
প্রশংসায় মুখরিত ময়দান।
কবির প্রতি ভক্তের অকৃত্রিম ভালবাসা,
করতালি আর প্রশংসার তেলবাজিতে,
ফিরে এলো সম্বিৎ, জাগ্রত হইলো চেতনা
নাহ,ভাংগা খাটে আছি আধশোয়া।
মিছেমিছি কবি হওয়ার সপ্নে বিভোর,
শিশু কন্যার আদুরী আলতো ছোয়ায়,
গিন্নি রুক্ষ স্বর,আরে উঠনা বাপু,
নিদ্রার মাঝে হইলে কি তুমি?
স্বঘোষিত কবি ?

ছবি গুগল থেকে

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


স্বপ্নই হয়তো শুরু, কোন কোন স্বপ্ন মানুষকে বিমোহিত করে

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪

আবু তালেব শেখ বলেছেন: কিছু স্বপ্ন হইতো কেবল স্বপ্নই থেকে যায়, বাস্তবে হইতো শুধু আশায় থেকে যায়।
ধন্যবাদ গাজী আংকেল

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: স্বপ্নেও যে কবি হয়,সে কি কবি না হয়ে পারে?
সাধু ভাষায় কবিতা এখন কমই দেখি।
ধন্যবাদ কবিকে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

আবু তালেব শেখ বলেছেন: স্বপ্নের মধ্যই বাস্তবতা বিরাজমান।
স্বপ্ন অনুসরন করলে লক্ষে পৌছানো অধিক সহজ।
ধন্যবাদ মুল্যবান মন্তব্যের জন্য আলিফ ভাই

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

আবু তালেব শেখ বলেছেন: পারি না তবুও যা মাথায় আসলো লিখলাম। স্বপ্নটা যদিও সত্য ছিল আপু
ধন্যবাদ আপনাকে

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

ওমেরা বলেছেন: সুন্দর কবিতা ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১২

আবু তালেব শেখ বলেছেন: সবাই তো কমবেশি লেখে, ভাবলাম আমিও চোখ বুজে একখানা লিখে দিই।
ধন্যবাদ ওমেরা আপু

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

মো: নিজাম গাজী বলেছেন: দরুন লেখনী। তবে স্বপ্ন ঘুমিয়ে নয়,জেগে দেখবেন। শুভকামনা।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২

আবু তালেব শেখ বলেছেন: ভালোই বলেছেন কবি ঘুমের সপ্ন শুধুই স্বপ্ন থেকে যায়

৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

বিদেশে কামলা খাটি বলেছেন: সুন্দর।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

আবু তালেব শেখ বলেছেন: ধন্যবাদ কামলা ভাই

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিনিয়ামিন পিয়াস কে ?

আপনি না অন্য কেউ।

এ নামে ব্লগে একজন ব্লগিং করেন।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

আবু তালেব শেখ বলেছেন: না ভাই চিনিনা। আমার নিজের নামেই ব্লগ । গতকাল একটা পোস্টের অপরাধে সামু কতৃপক্ষ আমাকে প্রথম পাতায় ব্যান করেছে। এটার থেকে রেহাই পাওয়ার উপায় জানা আছে???

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবার সুন্দর ও যথাযথ মন্তব্য করুন।

মাঝে মাঝে ভাল পোস্ট দিন।

হয়তো ঠিক হয়ে যাবে। না হলে সামুর মডারেটদের মেইল করুন।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

আবু তালেব শেখ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.