![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা তোমাদের পিতা ইবরাহীমের ধর্মে কায়েম থাক। তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমন্ডলীর জন্যে। সুতরাং তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর। তিনিই তোমাদের মালিক । অতএব, তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী।
(সুরা হাজ্ব-৭৮)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯
তালহা তিতুমির বলেছেন: A nation is a territory or country as political entity or a grouping of people who share real or imagined common history, culture, language or ethnic origin.
Ummah (Arabic: أمة) is an Arabic word meaning "community" or "nation".
In the context of Islam, the word ummah is used to mean the diaspora or "Community of the Believers" (ummat al-mu'minin), and thus the whole Muslim world.
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০
সেলিম৬২৫১ বলেছেন: অবশ্যই মুসলমানদের জাতির পিতা ইবরাহীম [আ:]
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৩
নরাধম বলেছেন:
তাতে সমস্যা কি? মুসলমানদের জাতির পিতা ইব্রাহীম (আঃ) আর বাংলাদেশীদের জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা তো আপনার বায়োলজিকাল পিতা না !! আমি বাংলাদেশী আবার মুসলমান। মুসলমান হিসেবে আমার জাতির (যদিও জাতি কথাটা এখানে সঠিক নয়!) পিতা ইব্রাহীম (আঃ) এবং বাংলাদেশী হিসেবে বংগবন্ধু। দুটা বা তারও অনেক বেশী ভিন্ন নন-কনফ্লিকটিং স্নত্ত্বা মানুষের থাকে, তাতে কোন সমস্যা নেই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
তালহা তিতুমির বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৯
সাইফুল আকন্দ বলেছেন: একটি মগবাজার প্রকাশনা
এবং মাইনাস
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৮
সেলিম৬২৫১ বলেছেন: অবশ্যই মুসলমানদের জাতির পিতা ইবরাহীম [আ:] এতে সন্দেহ নাই
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৯
হিমু ব্রাউন বলেছেন: সাইফুল আকন্দ বলেছেন: একটি মগবাজার প্রকাশনা
এবং মাইনাস
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫০
কালের কুতুব বলেছেন: হিমু ব্রাউন বলেছেন: সাইফুল আকন্দ বলেছেন: একটি মগবাজার প্রকাশনা
এবং মাইনাস
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৫
রেজা হামিদ বলেছেন: তাতে আপনার সমস্যা কি?
সাইফুল আকন্দ বলেছেন: একটি মগবাজার প্রকাশনা
এবং মাইনাস
৯| ১৩ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৬
সেলিম জাহাঙ্গীর বলেছেন: আগে জানতে হবে জাতী কাকে বলে। আগে বুজতে হবে আপনি কি বলতে চাচ্ছেন। আমার ধারনা আপনি একজন শিবির কর্মী। মানে আপনি কোরআনের এই আয়াতটি বলে বোঝাতে চাচ্ছেন বঙ্গবন্ধু জাতীর পিতা নন এইতো? আরে ভাই বঙ্গবন্ধু কে বলা হয়েছে বঙালী জাতীর পিতা। কারন তার নেত্রীত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তায়। কিসের ভিতর কি আর পাত্তা ভাতে ঘি। আমি মনে করি এটা আপনার জানার ভুল। ইব্রাহীম (আঃ) হচ্ছেন ইসলামী জাতীর পিতা কারন তিনিই ইসলামের ধর্মের শুরু করেছেন। কোরআনে বলা আছে } শুম্মা আইহাইনা আলাইকা আবাত্তানি মিল্লাতি ইব্রাহীমা হানিফান ওমা কানা মিনাল মুশরিকিন{ মুহম্মদ (সাঃ) কে এই আয়াতে বলা হয়েছে ইব্রাহীমের ধর্মই শ্রেষ্ঠ, তুমি কেবল তার ধর্ম অনুসরণ কর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না--------বোঝাতে পারলাম কি??????
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩১
মোস্তাক খসরু বলেছেন: আগে বুঝতে হবে জাতী বলতে আপনি কি বোঝেন।তারপর বলব।