![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহু আকবার (আল্লাহ সর্বশ্রেষ্ঠ)- ৪ বার
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ (আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই)- ২বার
আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলাল্লাহ (আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসুল)- ২বার
হায়া আলাস সালাহ (নামাযের দিকে এসো)- ২ বার
হায়া আলাল ফালাহ (কল্যাণের দিকে এসো)- ২ বার
আল্লাহু আকবার (আল্লাহ সর্বশ্রেষ্ঠ)- ২ বার
লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই)- ১ বার
শুধু ফজরের আযানের সময় নিচের লাইনটি যুক্ত হবে 'হায়া আলাল ফালাহ' এবং 'আল্লাহু আকবার' এর মাঝখানে--
আসসালাতু খাইরুম মিনান নাওম (ঘুম হতে নামায উত্তম)- ২ বার
২| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১৯
নীল বেদনা বলেছেন:
আজানের শব্দ কানে গেলে অনেকের অস্থির লাগে, পাগলা পাগলা ফিল হয়, বালিশ দিয়া কান চাপা দিতে মঞ্চায়।
তার ছোট্ট একটা নমুনা লাল দালানে দেখাইলো। আমার বিশ্বাস কোন মুসলিম ব্যাক্তি এই পোষ্টে মাইনাস দিতে পারেনা।
৩| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৪
নুরুন নেসা বেগম বলেছেন: ইউটিউবে পাওয়া যায় শব্দ সহ, লিংক দেন। ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৮
তালহা তিতুমির বলেছেন: আপা আমার এখান থেকে ইউটিউবে ঢোকা যায় না। দু:খিত।
৪| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫১
িরয়াজ উিদ্দন বলেছেন: শ্রীঘর এর মুখে পেসাব দিলাম।
আর কিছু কইবার নাই।
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৫
তালহা তিতুমির বলেছেন: এভাবে বলা উচিত হয়নি। নবীজি কিন্তু সবসময় নম্র ব্যবহারের মাধ্যমে মানুষকে আপন করে নিতেন।
৫| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫২
শ্রীঘর বলেছেন: আপনে যে আরবি বর্ণ দিয়া মসজিদ-মিনার বানাইছেন, ভালভাবে খেয়াল করলে দেখা যায়-
র্ব্ণগুলা তলোয়ার, ত্রিশুল, ঢাল, ছুরি, বর্শা্, ইত্যাদি মনে হয়। আরবি ভাষা টাই বর্বর-অসভ্যদের দ্বারা তৈরী।
আর আযান তারই প্রতিফলন।
সেইটা বুঝা যায়।
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৯
তালহা তিতুমির বলেছেন: আপনি খারাপ ইনটেনশান নিয়ে কমেন্ট করেছেন। তাই অযথা কথা বাড়ানোর কোন মানে হয় না।
৬| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৪
ম দ ন বলেছেন:
@শ্রীঘর
তুই নিজেকে কি মনে করিস ?
৭| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৭
শ্রীঘর বলেছেন: "শ্রীঘর এর মুখে পেসাব দিলাম।"
ধর্ম এবং ধার্মিকদের কাছ এ নতুন কিছু নয়।
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০২
তালহা তিতুমির বলেছেন: তো আপনারও তো সংযতভাবে কমেন্ট করা উচিত ছিলো, তাই না !
৮| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৮
সুবিদ্ বলেছেন: ধন্যবাদ
৯| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:০০
শ্রীঘর বলেছেন: "তুই নিজেকে কি মনে করিস?"
মানুষ, কিন্ত মুসলিম নয়।
১০| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১৩
শ্রীঘর বলেছেন: লেখক ভাই, আপনাকে ধন্যবাদ।
বাকী কমেনটরদের কমেন্ট দেখেন।
উগ্রভাবের আমাদেরকে আর পাকিস্তানের দিকে তাকাতে হবে না।
১১| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:১৪
নীরব আহমেদ বলেছেন: @শ্রীঘর..তুই নিজেকে কি মনে করিস????
১২| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২৪
শ্রীঘর বলেছেন: "তুই নিজেকে কি মনে করিস?"
মানুষ, কিন্ত মুসলিম নয়।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:২৯
এস এইচ খান বলেছেন:
৯০% মুসলিমের দেশে মালাউনদের আস্ফালন দেখলে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। অবশ্য এ জন্য নামধারী মুসলিমরা দায়ী। নামধারী মুসলিমরা আজ মুসলিম পরিচয়ে হীনমন্যতায় ভোগে অথচ রাজনৈতিক বা বাংগালী পরিচয়ের পশ্চাতে নিজেদের শতদাবিভক্ত করে ফেলেছে। অনুসন্ধানে দেখা যাবে, এই যে বিভক্তি এর পিছনেও ওদের চাপিযে দেয়া সাংস্ক্বতির নামে কালো হাত সক্রিয়। অতপর, বিভক্তির সব সুযোগটুকু ওরা কড়ায় গন্ডায় নিবে । তারই একটি নমুনা শ্রীঘর দাদার উপরের মন্তব্যে। ওরা কখনও হিনমন্যতায় ভোগে না যা বিশ্বাস করে তা প্রাকটিক্যাল করে । প্রমান হিসেবে দেখেন ওর নিকের ছবিটা। আফসুস, একটি মুসলিম দেশে মালাউনরা এ ধরনের মন্তব্য করার সাহস পায়।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩০
শ্রীঘর বলেছেন: "তো আপনারও তো সংযতভাবে কমেন্ট করা উচিত ছিলো, তাই না?"
কি জানি লেখক ভাই? আমিত খুবই সংযত, বাকিরাত পারে না কম্পিউটারের ভিতর দিয়া আমারে----
১৫| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৪
শ্রীঘর বলেছেন: বাংলাদেশ "মুসলিম দেশ" জানা ছিল না।
১৬| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪২
শ্রীঘর বলেছেন: এস এইচ খান ভাই,
ভাল বলেছেন। জোতি বসু যে মালাউন তাও জানা ছিল না। আমার ত অনেক সাহস। ঠিকানা দিমু? আইসা "আল্লাহু আকবর কইয়া---আমারে---"
১৭| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৭
বৈকুন্ঠ বলেছেন: লেখক ভাইসাব আপনে মনে অয় কুনু আরবি দেশে থাকেন। আন্দাজ করলাম এই কারনে যে আপনে একজাগায় কৈলেন আপনের ঐখান থেইকা ইউটিউবে ঢোকা নিষেধ। যদ্দুর জানি ইউটিউব সহ বেশ কিসু সাইট আব্রি কয়েকটা দেশে ব্যান আসে। যদিও হারামজাদার বাচ্চা আব্রিরা ইউরোপ আম্রিকা গিয়া ফুর্তি করতে কম করেনা। কিন্তু নিজ দেশটারে ভৈরা রাখছে নানান বিধিনিষেধের বেড়াজালে
২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১০
তালহা তিতুমির বলেছেন: আন্দাজ বা অনুমান নির্ভর কথা না বলাই ভালো। অনেক অফিসেই ইউটিউব ব্যবহার করা যায় না।
১৮| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৫১
বৈকুন্ঠ বলেছেন: @ শ্রীঘর আপনে কি জ্যোতি বসুর পাংখা? ব্যাক্তিগতভাবে ঐ লোকটারে অনেক বছর যাবৎ চিনতো এমন একজনের সংগে কিছুদিন আগে আমার পরিচয় এবং অনেক্ষন কথাবার্তা হৈসিল। সব কথা লেখার মতন ধৈর্য্য আমার নাই। তবে একটা কথা সেই লোকটা বলছিল যে, কয়েকশ মৃত শকুনের আত্মা জোড়া দিয়া ইশ্বর জ্যোতিবসুর আত্মা তৈরি করসিল.... বাকিডা বুইঝা লন
১৯| ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৩
শ্রীঘর বলেছেন: মডু ভাইজান, যে আমার মুখে পেসাব করে তার কি করলেন?
২০| ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:১৮
তালহা তিতুমির বলেছেন: ইংরেজরা একটা জিনিস খুব সফলতার সাথে করতে পেরেছে, তা হলো উপমহাদেশের হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দেয়া।
২১| ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৩
রাতপ্রহরী বলেছেন: @শ্রীঘর, অাপনার ইনটেনশন টা কি ???
২২| ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৩
নিশাচর নাইম বলেছেন: আপনার বল্গে শ্রীঘর কে ব্লক করা উচিত।@তালহা তিতুমির ভাই
রাতপ্রহরী বলেছেন:@শ্রীঘর, অাপনার ইনটেনশন টা কি ???
২৩| ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২১
রাতপ্রহরী বলেছেন: @শ্রীঘর, উত্তর নাই কেন ???????????????
যদি কিছু বলার থাকে, উত্তর দিন.................
২৪| ২৬ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:১২
তারিকুল ঐক্য বলেছেন: "শ্রীঘর বলেছেন: আপনে যে আরবি বর্ণ দিয়া মসজিদ-মিনার বানাইছেন, ভালভাবে খেয়াল করলে দেখা যায়-
র্ব্ণগুলা তলোয়ার, ত্রিশুল, ঢাল, ছুরি, বর্শা্, ইত্যাদি মনে হয়। আরবি ভাষা টাই বর্বর-অসভ্যদের দ্বারা তৈরী।
আর আযান তারই প্রতিফলন।
সেইটা বুঝা যায়। "
ঊজবুক আর কারে বলে !
অ্যাভাটারটা দেখে বানর, উল্লুক, ইত্যাদি মনে হয়।এই ব্যাটা নিজেই তো বর্বর।
অ্যাভাটারটা তারই প্রতিফলন।
অনেক কিসুই বোঝা যায়।
২৫| ২১ শে মে, ২০১৩ রাত ১:২৯
উড়োজাহাজ বলেছেন: এই পোস্টের কমেন্ট পড়ে মনে হোলো, সত্যিই মানুষ কতটা জঘন্য হতে পারে!
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:১৪
ছোট সরকার বলেছেন: যিনি মাইনাস দিছেন, আমার মনে হয় তিনি হাদীস কে খুব ভয় পান।