নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রজনীয় কথা

কাজের চেয়ে অকাজের কথা বেশি বলি

গণ্ড মূর্খ

তথ্য-উপাত্ত খনন শ্রমিক

গণ্ড মূর্খ › বিস্তারিত পোস্টঃ

আমরা চাই অন্যরা আমাদের সম্মান করুক কিন্তু আমরা কাউকে সম্মান করব না

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

আমরা এমন এক সময় এসে উপনীত হয়েছি যেখানে, কেউ আর কাউকে সম্মান করতে রাজি নয়। শুধু চায় অন্যরা তাদের সম্মান করুক। কী হাস্যকর! আমরা ভুলেই গেছি সম্মান না করে সম্মন পাওয়া যায় না।



বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চায় জুনিয়রা তাদের সম্মান করুক। কেউ সম্মান না করলে যেন কুরুক্ষেত্র করে ফেলে। কিন্তু তারা সিনিয়রদের সম্মান করা না, শিক্ষকদের সম্মান করে না। শিক্ষকরা চান যেন ছাত্রাছাত্রীরা তাদের সম্মান করে, পছন্দ করে। কিন্তু তাঁরা ছাত্রাছাত্রীদের সাথে এমন ব্যবহার করে যেন তাঁরা প্রভু আর ছাত্রাছাত্রীরা ক্রীতদাস।



বাংলাদেশে রাস্তাঘাটে হাঁটতে গেলে মনে হবে সবাই খুব রেগে আছে। যেন, যে যত বেশি রেগে থাকবে সে তত বেশি পাওয়ারফুল। রাস্তায় কারো দিকে চোখ পড়লে মুখটা এমন করে রাখে যেন তার আমাশা (ডিসেন্ট্রি) হইছে। কিন্তু তারাই চায় অন্যরা যেন তাদের সাথে ভাল করে, মিষ্টি করে কথা বলে।



আমরা চাই অন্যেরা আমাদের না ঠকাক। কিন্তু সুজোগ পেলেই আমরা অন্যদের ঠকাতে চাই। বাজারে গেলে আমি চাই আমার সন্তানের জন্য ফরমালীন মুক্ত ভাল আমটা কিনি কিন্তু আমি অন্যের বাসায় যে গরুর দুধটা বিক্রি করি সেটাতে পানি মিশিয়ে দেই।



আমরা চাই আমাদের রেজাল্টকে মুল্যায়ন করা হোক কিন্তু সে রেজাল্টা করতে চাই যেকোন অসৎ উপায়ে। মেধা অর্জন না করেই আমরা মেধাবী হিসেবে মুল্যায়ন চাই।



আমরা চাই ভাল একটা সমাজ পেতে কিন্তু ভাল কাজ করি না। সবার একটাই চিন্তা, এই পঁচা সমাজটা ছেড়ে কিভাবে বিদেশ পাড়ি দেওয়া যায়। তারপরই পেয়ে যাবে একটা ভাল সমাজ। এভাবে আর কত অন্যের উপর নির্ভর করে থাকব। কখনো কি ভাববো না ঐ ভাল সমাজটা ঐ সমাজের লোকেদের ভাল কাজের ফসল?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

আমিনুর রহমান বলেছেন:



এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ... বাকীটা কষ্ট করে ভেবে নিতে হবে :P


যথার্থ বলেছেন। সহমত আপনার সাথে।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

গণ্ড মূর্খ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৪

বর্নীল অরন্য বলেছেন: যথার্থই বলেছেন । অনেক সময় মনে হয় আমাদের মানবীয় গুনগুলোই এখন অস্তিত্বহীন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

গণ্ড মূর্খ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

নুর ইসলাম রফিক বলেছেন: মানবীয় গুনগুলোই এখন অস্তিত্বহীন

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

গণ্ড মূর্খ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

আদম_ বলেছেন: ঠিক।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

গণ্ড মূর্খ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

ইমিনা বলেছেন: স্বামীরা চায় স্ত্রীরা তাদের সম্মান করুক আর স্ত্রীরা চায় স্বামীরা তাদের ভালোবাসুক ( অথচ সম্মান আর ভালোবাসার ভিত্তিটা যে কোথায় সেটাও তাদের জানা নাই) :-B

................
পোস্ট অসাধারন লেগেছে। আমাদের মধ্যকার সত্য কথাগুলোই ফুটে উঠেছে।
শুভকামনা।।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

গণ্ড মূর্খ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

রাফা বলেছেন: সব কিছু রেডিমেড পাওয়ার আশা বাদ দিতে পারলে...পুরো সমাজটাই পাল্টে যেতো।আর সমাজ পাল্টে গেলে দেশটাও সুন্দর হয়ে যেতো।

কিন্তু দুঃখের বিষয় আমার কাজটাই আমি ঠিক মত করছিনা।আশা করছি আর সবাই ঠিক হয়ে গেলেইতো হয়।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩

গণ্ড মূর্খ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। এটাই হচ্ছে।


ভালো থাকবেন ভ্রাতা। হ্যাপি নিউ ইয়ার ।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

গণ্ড মূর্খ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.