![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেনমার্কের একটি পত্রিকায় ২০০৬ সালে ইসলামের মহানবী (সা.)কে নিয়ে প্রকাশিত কার্টুন এবং পরবর্তী ঘটনাবলি যেন ছিল ইউরোপের সেই বোধোদয় আর এর সঙ্গে সম্পর্কিত পরিবর্তিত চেতনারই একটি মাইলফলক, ইসলাম ধর্মকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলকভাবে চালানো উসকানির নগ্ন প্রকাশ আমরা যেখানে দেখতে পাই। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এটাও হচ্ছে পরমত, পরের ধর্মের প্রতি দেখানো অসহিষ্ণু আচরণেরই অন্য এক বহিঃপ্রকাশ। পরবর্তী সময়ে এগিয়ে আসতে দেখা যায় ডেনমার্কের কার্টুনিস্ট, নরওয়ের উগ্র জাতীয়তাবাদী হত্যাকারী এবং ইউরোপীয় সমাজের আরও কিছু অংশকে। শার্লি এবদোকে সেই একই পথের অনুসারী আখ্যায়িত করা মাত্রাতিরিক্ত শোনাবে না। বছরের পর বছর ধরে ইসলাম ধর্ম, ইসলামের মহানবী (সা.) এবং ধর্মীয় আচরণ নিয়ে অশ্লীলতাপূর্ণ কার্টুন ছেপে ফ্রান্সের সংখ্যালঘু মুসলমানের মনে আঘাত দিয়ে যাওয়া একটি পত্রিকাকে আর যা-ই হোক, পরমতসহিষ্ণু আখ্যায়িত করা হবে সত্যের অপলাপমাত্র। [মনজুরুল হক]
পুরোটা পড়তে এখানে গুতা দেন ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১২
গণ্ড মূর্খ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮
নিজাম বলেছেন: নন-মুসলিমদের প্রতি উদাত্ত আহ্বান তারা যেন আমাদের ধর্মের ব্যাপারে সহনশীলতা প্রকাশ করেন, উস্কানিমূলক আচরণ না করেন। আর মুসলমানাদের প্রতি আহ্বান সহনশীলতা ও ধৈর্য্যের। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।