নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রজনীয় কথা

কাজের চেয়ে অকাজের কথা বেশি বলি

গণ্ড মূর্খ

তথ্য-উপাত্ত খনন শ্রমিক

গণ্ড মূর্খ › বিস্তারিত পোস্টঃ

বাক স্বাধীনতা (ফ্রী স্পিচ) পরীক্ষার সম্মুখীন?

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪





একজন কানাডিয়ান মুসলীম বাক স্বাধীনতাকে (ফ্রী স্পিচ) পরীক্ষার সম্মুখীন করেছেন। তিনি ৯/১১ এবং হলকাস্ট নিয়ে কৌতুক করে টুইটারে পোস্ট দেন। আর এতেই তাঁকে পুলিশি তদন্তের সম্মুখীন হতে হয়েছে।



জেরি রেড্ডিক তাঁর টুইটারে আহবান জানান ‘দেখি বাক স্বাধীনতার (ফ্রীডম অব স্পিচ) কি হয়, যদি মুসলীম ছাড়া অন্য কাউকে অসম্মান করা হয়।’ এই টুইটের পরপরই শার্লি হেবডোর মত করে অনেকগুলো অসম্মানজনক টুইট করা হয়।

এই ঘটনায় জেরি রেড্ডিকের টুইটার একাউন্ট ডিলিট করা হয়েছে এবং কতৃপক্ষ এ নিয়ে তদন্ত শুরু করেছে।

মূলঃ Click This Link



শার্লি হেবডোর এক কার্টুনিস্ট ইহুদিদের অপমান করে কার্টুন আঁকায় শার্লি হেবডো ঐ কার্টুনিস্টকে চাকরিচ্যুত করে।

মূলঃ Click This Link



শুধু মুসলমানদের বিপক্ষে গেলে বাক-স্বাধিনতা? তা না হলে বাকও নাই স্বাধীনতাও নাই?













যার জন্ম না হলে হয়ত আমরা বাংলাদেশ পেতাম না, সেই বঙ্গবন্ধুকে নিয়ে তারেক জিয়া অসম্মানজনক মন্তব্য করায়, অধ্যাপক জাফর ইকবাল বলেন -

‘খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বঙ্গবন্ধুকে শুধু অস্বীকার করেনি, তাঁকে অসম্মান করার জন্য এমন আপত্তিকর শব্দ ব্যবহার করেছে যেটি আমার পক্ষে কাগজেও লেখা সম্ভব নয়। যে কোনো রাজনৈতিক দলই ছোট-বড় ভুল করে থাকে, কাজেই বিএনপিও যে ভুল করবে না তা নয়। কিন্তু তারেক রহমানের বক্তব্যকে মেনে নিয়ে কিংবা তার পক্ষে সাফাই গেয়ে তারা সম্ভবত রাজনীতির সবচেয়ে বড় ভুলটি করে বসেছে। বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারা সম্ভবত তাদের কফিনে এখন পাকাপাকিভাবে পেরেক ঠুকে দিয়েছে। এই দলটি এখন কি এই দেশের মানুষের কাছে কোনো সমবেদনা খুঁজে পাবে?’

মূলঃ Click This Link

তার মানে এখানে তারেক জিয়ার মত প্রকাশের স্বাধীনতা নাই?



পোপ ফ্রান্সিস শার্লি, হেবডোকে নিয়ে, যথার্থই বলেছেন বাক 'স্বাধীনতার সীমা থাকা উচিত।'

মূলঃ Click This Link



ফ্রান্সের ঘটনা নিন্দনীয়, তবে শার্লি এবদো আমি নই!

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.