নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রজনীয় কথা

কাজের চেয়ে অকাজের কথা বেশি বলি

গণ্ড মূর্খ

তথ্য-উপাত্ত খনন শ্রমিক

গণ্ড মূর্খ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকদের পদমর্যাদা, রাস্ট্রের কাছে প্রশ্ন

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৪

প্রশ্নটা হচ্ছে, আমাদের রাস্ট্রযন্ত্র দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত নাগরিকদের ভবিষ্যৎ কেমন দেখতে চায়। রাস্ট্র যদি মনে করে, দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত নাগরিকদের ভবিষ্যৎ রাস্ট্রের সামস্টিক উন্নয়নের জন্য তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, বা তাদের (দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত) ভবিষ্যৎ বিবেচ্য বিষয় নয়, তাহলে রাস্ট্রের আমলাদের সুবিধামত যেকোন একটা মর্যাদা বা বেতন কাঠামো শিক্ষকদের দিলেই হল। যাদের পোষাবে তারা থাকবে, যাদের পোষাবে না তারা চলে যাবে। সরল হিসাব, কোন মারপ্যাচ নাই। যারা এখন হাউ-কাউ, কাউ-কাউ করছে তারা এক সময় ক্লান্ত হয়ে এমনিতেই থেমে যাবে। আমাদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারন নাই। উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের সন্তানেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে সহজেই, উচ্চহারে টিউশন ফি দিয়ে পড়াশুনা করে, নিজেদের জীবন গড়ে নিবে। তাদের নিয়ে রাস্ট্র নিজের মত করে এগিয়ে যাবে।

কিন্তু, রাস্ট্র যদি মনে করে তার সামস্টিক উন্নয়নের জন্য, দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত নাগরিকদের উন্নয়ন গুরুত্বপূর্ণ, অথবা দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে ভাবার তার (রাস্ট্রের) প্রয়োজন আছে, তাহলে—শিক্ষকদের মর্যাদা নিয়ে রাস্ট্রের আমলারা যা করছে তা মোটাই কাম্য নয়। যা হচ্ছে, তা হতে দিলে—যোগ্য শিক্ষকদের কেউ যাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, কেউ যাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুলোতে বাড়তে থাকবে অযোগ্যদের ভীড়। এক সময় এই প্রতিষ্ঠানগুলো অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের মত পরিণত হবে অপদার্থদের আড্ডাখানায়।

আমি রাস্ট্রের দরিদ্র অথবা নিম্ন মধ্যবিত্ত নাগরিক। আমার সন্তানদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বিদেশের কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ আমার হবে না। তারা (আমার সন্তানেরা) পাড়তে যাবে সেসব অপদার্থদের আড্ডাখানায়, মানুষ না হয়ে, হবে অমানুষ। কিন্তু এর জন্য দায়ী হবে কে? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অমানুষ বানানোর কারখানা বানাচ্ছে কে? এই রাস্টা নয় কি? আর এই জন্যই কি, আমি আমার হাড় ভাঙ্গা খাটুনি, মাথার ঘাম পায়ে ফেলা রোজগার দিয়ে (নিয়মিত কর দিয়ে, মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স বাড়িয়ে, সস্তায় শ্রম দিয়ে গার্মেন্টস শিল্পে রাপ্তানী আয় বাড়িয়ে) এই রাস্ট্রযন্ত্র সচল রেখেছি? রাস্ট্র তুমি কি এর জবাব দিবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.