নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
যেই পোস্টটি সোনা ব্লগ থেকে মুছে দেয়া হয়েছে, থাবা বাবার হত্যার পেছনে যারা দায়ী
জামাতি অপপ্রচারের জবাব
http://nuranichapa.wordpress.com/
যাকে থাবা বাবার ব্লগ বলে প্রচার করা হচ্ছে, তার সত্যতাঃ
ব্লগটি দেখাচ্ছে ২০১২ সালে কিন্তু এলেক্সাতে এর কোন রেকর্ড নেইঃ Click This Link
ব্লগটি ১ বছর আগে হলে ওয়েব আর্কাইভ এ এর কোন হুদিস নেইঃ Click This Link
কিছু লেখা একই দিনে একই তারিখে লেখা, যা সন্দেহজনক। আপনিই বলুন আপনার একটা ব্লগ থাকলে ৫-৭টা লেখা কি একই দিনে লেখবেন নাকি কয়েক দিন পর পর লেখবেন?
এত সমালোচিত লেখা অথচ একটাও কমেন্ট নেই? কেন? এধরনের একটা লেখা দিলেই তো কমেন্ট এর বন্যা বয়ে যায়।
এর মানে কি? এর মানে WordPress এর এই ব্লগটি ১-২ দিন আগে তৈরী করা, এবং লেখাগুলো আগের তারিখ দিয়ে পাবলিশ করা -হ্যা এটা সম্ভব!
এরপর থাবা বাবার নাম দিয়ে লেখা যেন তার খুনের মামলা চাপা পড়ে যায় আর আমরা তাকে ঘৃনা করি।
তাহলে কে এগুলো লেখলো? অবশ্যই যারা তার খুনের সাথে জড়িত। যদি ২০১২ সালে কেউ এব্যাপারে লেখে থাকে তাহলে তো তার খুন হত ২০১২ সালে তাই না?
এটা হল তাদের চক্রান্ত যারা চায় শাহাবাগ আন্দোলন ভন্ডুল হয়ে যাক। লেখাটি অবশ্যই শেয়ার করবেন আর একটা কমেন্ট দিবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
তালপাতারসেপাই বলেছেন: ব্লগটি দেখাচ্ছে ২০১২ সালে কিন্তু এলেক্সাতে এর কোন রেকর্ড নেইঃ
ব্লগটি ১ বছর আগে হলে ওয়েব আর্কাইভ এ এর কোন হুদিস নেইঃ
এর মানে কি? এর মানে WordPress এর এই ব্লগটি ১-২ দিন আগে তৈরী করা, এবং লেখাগুলো আগের তারিখ দিয়ে পাবলিশ করা -হ্যা এটা সম্ভব!
তাহলে কে এগুলো লেখলো? অবশ্যই যারা তার খুনের সাথে জড়িত।
মানে আপনার মত ছাগুরা
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
অজানাবন্ধু বলেছেন: ভাই কে আস্তিক, কে নাস্তিক, কে হিন্দু, কে মুসলিম, কে গাজাখুর, কে পতিতা তা আমার জানার দরকার নাই।
আমি চাই বিচার (ফাসি)।
জয় বাংলা।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: কে এমএইস ওরফে মাল্টি আহির মাহাসিন, নুরানিচান ব্লগটা শিবিরের ছাগু পোনারাই বানিয়েছে। সোনা ব্লগে স্পর্শের বাইরে ঐ পোস্ট দেবার আগে প্লান করা হয়েছিলো থাবাকে হত্যা করা হবে। খুব প্লান করে এটা করা হয়েছে।
আমার ব্লগের লিংকটা ভূয়া না। এবং এইখান থেকেই কপি করে এই পোস্ট গুলো বানানো। তাতেও কি খুব বেশী কিছু আসে যায়?
মক্কা দখলের পর মহানবী সা: কি এভাবে হত্যা করেছিলো? মুনাফেক চাচার মৃত্যুতে জানাজা তো বটেই, কাফনের কাপড়টা কে চড়িয়েছিলো বলবেন কি?
জামাতী মাল্টি নিক
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
দূরবী৩২১ বলেছেন: আরেকটা ব্যাপার যদি সাইট টা ২০১২তে তৈরী হতো তাহলে Google index এ তথ্য পাওয়া যেত কিন্তু Google এ কোন তথ্য নাই আমি খুজে দেখছি
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
জাহিদুল হাসান বলেছেন: নূরানীচাপা ব্লগপেজটি ফেইক। এলিমেন্ট
১> ব্লগ পেজটি গত বছরে পাব্লি শ করা হলেও ঐ ব্লগে কোন প্রতিমন্তব্য নেই। এমন একজন নাস্তিকের লেখায় হাজার হাজার মন্তব্য থাকার কথা।
২> এলেক্সাতে এর কোন রেকর্ড নেই।
৩> ব্লগটি ১ বছর আগে হলে ওয়েব আর্কাইভ এ এর কোন হুদিস নেই।
পেজটি খুব সম্ভবত ১-২ দিন আগে করা। আজকে পেজ বানিয়ে তা আগের তারিখে দেখানো ওয়ার্ডপ্রেসে সম্ভব।
ফেসবুকে শেয়ার্ড। এই পোষ্ট টাকে স্টিকি করার আহবান জানাই।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
রশিক রশীদ বলেছেন: ১৯৭১ আর ২০১৩ সব সিমটমই এক।
১৯৭১ এ কদের মোল্লা জবাই করে হত্যা করত- ২০১৩?
১৯৭১ এ মিরপুরে হত্যা করত-২০১৩ ?
১৯৯৭১ ধর্মীয় উন্মাদনা ঝড়ানো হয়েছিল-২০১৩ ?
১৯৭১ এ ইসলাম রক্ষার যুদ্ধ চালিয়েছিল রাজকার-২০১৩ ?
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
রশিক রশীদ বলেছেন: পোষ্ট স্টিকি করে সামু তার সমালোচনার জবাব দিক।
Click This Link
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
আহির মাহাসিন বলেছেন: আরে ভাই, (তালপাতারসেপাই, ঘুমাইলে চোখে দেখি না!) উত্তেজিত হয়ে মন্তব্য করেন ক্যান। কারো মন্তব্য আপনার সাথে না মিললেই কি সে জামায়াত এবং ছাগু হয়ে যায়। আমি যে বিষয়টা দেখছি তা আমি সত্য বলেই ধরে নিব। আর আমার দেখার বিষয়টা যদি মিথ্যা হয় তবে সে সম্পর্কে জানতে চাওয়াটি কি অন্যায়। আপনাদের মন্তব্য দেখলে মনে হয়, বাক স্বাধীনতা এবং চিন্তা করার স্বাধীনতা কেবল আপনদের আছে, আমাদের নয়।
ঘুমাইলে চোখে দেখি না!, আপনি আমার যে নিকের কথা লিখলেন তা দেখেই বুঝতে পারছি আপনার দৌড় কতদুর। অন্ধত্ব ভাল নয়। যা গ্রহণ করবেন জেনে বুঝেই করবেন।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
মুসা ভাই বলেছেন: মানুষকে বোকা বানানোর পায়তারা...
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
শিপু ভাই বলেছেন:
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
এস বাসার বলেছেন: জামাত শিবির জারজেরা সব পারে।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
নিষ্কর্মা বলেছেন: রশিক রশীদ বলেছেন: ১৯৭১ আর ২০১৩ সব সিমটমই এক।
১৯৭১ এ কদের মোল্লা জবাই করে হত্যা করত- ২০১৩?
১৯৭১ এ মিরপুরে হত্যা করত-২০১৩ ?
১৯৯৭১ ধর্মীয় উন্মাদনা ঝড়ানো হয়েছিল-২০১৩ ?
১৯৭১ এ ইসলাম রক্ষার যুদ্ধ চালিয়েছিল রাজকার-২০১৩ ?
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: বীর মুক্তিযোদ্ধা শহিদ রাজিব , লও লও লও সালাম..
শহিদ রাজিব , নাস্তিক না আস্তিক সেটা কোন বিষয় না , সে আমাদেরি ভাই , সে আমাদের সার্থে রাজাকার বিরোধি আন্দোলনে সংগ্রামি ছিল , অথচ আমরা আমাদের ভাই এর ম্রিত্যুতে শোক না করে তাকে নাস্তিক বলে গালি দিচ্ছি ! এই আমাদের ধর্মীয় চেতনা ! ধিক্কার জানাই এমন ধর্মীয় চেতনাকে !!!!!!!!!!!!!!!!!!!!!! যা আমাদের বিচ্ছিন্ন করে ফেলছে ।
ভাই রাজিব , ক্ষয় নাই তোমার ক্ষয় নাই.. আমাদের চেতনায় তুমি আছো ..থাকবে চিরসবুজ চিরসতেজ।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: View this link
এই লিঙ্ক দেখেন ।।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
শূন্য মানব বলেছেন: আহির মাহাসিন
আমি আপনাকেও নাস্তিক কেন , পূরা ইসলাম এর দুশমন বানাতে পারি নাম ব্যবহার করে ।
তাতে কি আপনি নাস্তিক হয়ে গেলেন ।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
স্বর্গীয় শয়তান বলেছেন: রশিক রশীদ বলেছেন: ১৯৭১ এ ইসলাম রক্ষার যুদ্ধ চালিয়েছিল রাজকার-২০১৩ ?
রাজাকার অথবা জামাত কোনদিন ইসলাম রক্ষার যুদ্ধ করেনি। করেছে নিজ নিজ স্বার্থ আদায়ের জন্য।
মনে রাখবেন ,, অল্প বিদ্যা ভয়ংকর। (যদিও লেখাটি "সাইবার যুদ্ধ" ফেসবুক পেজ থেকে নেয়া :p )
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
vagabond_omar বলেছেন: wordpress এ আমার একটা পুরাতন ব্লগ আছে। http://dcrsg.wordpress.com/
আপনার দেওয়া লিংক গুলোতে আমার ব্লগেরও কোন ডাটা পাই নাই । wordpress সাব ডোমেন প্রদান করে বলে মনে হয় এমন হচ্ছে । লিংক গুলো আবার দেখবেন কি ?
এমন কেউ কি আছেন যার wordpress এর ব্লগের তথ্য লেখকের দেওয়া সাইটে প্রদর্শণ করে ? থাকলে লিংকটা দেন । আমরা একটু নিশ্চিন্ত হই ।
আমি জানি না আসল ঘটনা কি । আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমি অনেক নাস্তিকের লেখা পড়েছি। তারা শালীনতা বজায় রেখে ইসলামের সমালোচনা করে। কিন্তু থাবা বাবার ব্লগে যা লেখা আছে তা পড়ে খুবই খারাপ লাগলো । যে অন্যকে সম্মান করতে পারে না সে কি করে সম্মানের আশা করে । আমরা যারা শাহাবাগে যোগ দিয়েছি তারা এইসব বিকৃত মনের ব্লগার দের দেখে শাহবাগে আসিনি। আমরা রাজাকারদের বিচার চাই। যে সকল রাজাকার ৭১এ নারী নির্যাতন করেছে তারা কোন মুখে ধর্মের কথা বলে আমি জানি না। যেখানে ইসলামে অবৈধ যৌন সম্পর্কের শাস্তি পাথর মেরে হত্যা করা, তারা কিভাবে নারী নির্যাতন করে ধর্মের রাজনীতি করে তা আমার জানা নাই। তাই সে সকল ভন্ড ধর্ম ব্যবসায়ীদের বিচারের দাবিতে শাহাবাগে আমরা যোগ দিয়েছি। কোন বিকৃত মনের ব্লগারদের দেখে নই।
যাই হোক, রাজাকারদের ফাঁসি চাই । এবং তা আদায় করে তবেই রাজপথ থেকে বিদায় নিব। সবচেয়ে ভাল হই তাদের নারী নির্যাতনের অপরাধে পাথর মেরে হত্যা করতে পারলে ।
১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
ডাস্টবিনের ময়লা বলেছেন: @vagabond_omar
কালকে ব্লগ সাইটটার টাইটেল ছিলো থাবা বাবা নামে ।
আর আজকে গিয়ে দেখেন ব্লগের টাইটেল টা কি ।
আর কিছু নিশ্চই বলা লাগবেনা :/
১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
Admiral General আলাদীন বলেছেন: wordpress এর এই ব্লগটা কাল প্রথম দেখলাম। তাই কোন মন্তব্য করব না। কিন্তু আপনি কি তার ফেসবুক একাউন্ট দেখেছেন ?
http://www.facebook.com/thaba.baba
আমি প্রায় ৬ মাস আগে থেকে তার একাউন্ট ফলো করি।
"থাবা বাবা" মারা যাবার পর তাকে মুসলিম বানাতে চান কেন ? ?
তার বিশ্বাসকে এভাবে অপমান করছেন কেন ? ?
২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
অয়োময় বলেছেন: ময়নাতদন্ত চলুক ।অপরাধীদের অবশ্যই বের করতে হবে।
২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আহির মাহাসিন বলেছেন: @শুন্য মানব, এখানো তো কাউকে নাস্তিক বলা হয় নাই। উল্লেখিত লিংক 'ভুয়া না সঠিক' এই জিজ্ঞাসা ছিল মাত্র।
২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
ইমরান হাসান ক বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/100703/small/?token_id=59704d035974354ed511d68bc9eee153
এটা দেখেন তো একটু
২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
ইমরান হাসান ক বলেছেন:
২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শিবিরের জারজরা সবই পারে!
২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০
htusar বলেছেন: wordpress এর লেখা কয়জন পড়ে ? তার মত একজন ব্লগার wordpress এ লিখতে পারেন না, এইটা কি ছাগুরা বুঝলোনা ??
পোস্টে প্লাস ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
আহির মাহাসিন বলেছেন: ভাই, তবে নিচের লিংকটা কি ভুয়া?
Click This Link