নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
প্রধানমন্ত্রী ছেলে সজীব আহমেদ ওয়াজেদের স্ত্রী ইহুদি বলে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার বক্তব্য ধরে শেখ হাসিনা বলেন, “আমার ছেলের বউকে তারা ইহুদি বানিয়ে দিয়েছে। আমার ছেলের বউ ইহুদি নয়, সে খ্রিস্টান।
“ইহুদি অবশ্য কামাল সাহেবের (ড. কামাল হোসেন) মেয়ের জামাই। তারা বোধ হয় ওটা বলতে গিয়ে আমার ছেলের বউয়ের কথা বলেছে।”
গত ৫ মে হেফাজতে ইসলামকে ওঠানোর অভিযানে হত্যাকাণ্ড ঘটেছে বলে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “১ লাখ ২০ হাজার গুলি যদি ফোটানো হয়ে থাকে, প্রত্যেকটা বিল্ডিংয়ে তো গুলির দাগ থাকবে। আড়াই-তিন হাজার মানুষ মারলে ওই এলাকার কী অবস্থা হবে?
“ইসলামের নামে যে অসত্য কথা বলে আসছে ঘরে ঘরে। সারা বাংলাদেশে মহিলাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে- ভারত থেকে ট্রাক এসে লাশ নিয়ে গেছে। রুয়ান্ডার ভূমিকম্পের ছবি, জোন্স টাউনের ১৯৭৯ সালের ছবি।”
“গায়ে রঙ লাগিয়ে পড়ে ছিলো, পুলিশ গেলে ‘লাশ’ উঠে দৌড় মারলো,” ৫ মের ঘটনা বর্ণনা করে বলেন তিনি।
অভিন্ন নদীর পানি ভারত দিচ্ছে না বলে বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “পানি আমরা যথাযথ পাচ্ছি।”
টিপাইমুখ প্রকল্প নিয়ে তিনি বলেন, “এটা তো অনেক আগে শুরু হয়েছে। আপনারা কিছু বললেন না। এরশাদ সাহেব কিছু বললেন না। এটা নিয়ে আমাদের অর্থমন্ত্রী সিলেটে প্রথম আন্দোলন শুরু করে।
“বিএনপি তিন তিন বার ক্ষমতায় ছিলো, এরশাদ সাহেব ছিলো। কই তারা তো স্থল চুক্তি নিয়ে কথা বলেননি। ওনারা ক্ষমতায় থাকতে ভারত প্রীতি। বিরোধীদলে ভারত বিরোধিতা।”
ফেনীতে ভারতের কাছ থেকে ৪৫ একর জমি সরকার এনেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই কন্সটিটিউয়েন্সি কার? বিরোধীদলীয় নেত্রীর। আমরা তার জন্য ৪৫ একর জায়গা ভারত থেকে নিয়ে এসেছি।”
বিরোধী দলের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “পার্লামেন্টে বলেন আর যেখানে থাকেন, মানুষকে বিভ্রান্ত করবেন না। যুক্তিনির্ভর কথা বলবেন। অহেতুক বিভ্রান্তিকর কথা বলবেন না।”
সুত্র
বিএনপিকে উদ্দেশ্য করে গত জুন ১৬ প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, “আর কোনো অসাংবিধানিক কাউকে আনার চেষ্টা করবেন না। তাতে কারো লাভ হবে না, নির্বাচনই হবে না।”
ওই বক্তব্যের মাধ্যমে নির্বাচন না দেয়ার কথা শেখ হাসিনা বলেছেন বলে বিএনপি নেতাদের দাবি।
নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বুধবার বলেন, “তত্ত্বাবধায়ক আর ইলেকশন দেবে না- এই কথাটাই আমি বলেছি।
“এটা বিকৃত করে বলা হচ্ছে, আমি নাকি বলেছি যে আর ইলেকশনই হবে না।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রীকে রাজনীতি থেকে বিদায় করার যে ষড়যন্ত্র হয়েছিলো, সেই ধরনের চেষ্টা এখনো চলছে বলে বিএনপিকে সতর্ক করেন শেখ হাসিনা।
সুত্র
২১ শে জুন, ২০১৩ সকাল ৯:১৭
তালপাতারসেপাই বলেছেন:
২| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১
এেলক্সান বলেছেন:
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:২৪
সুমন জেবা বলেছেন: এই ভ্যাপসা গরমে..
গরম খবর