নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

ইউনূসকে উস্কে দিচ্ছে বিএনপি

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪০





বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা, সাভারের রানা প্লাজা ধস ট্রাজেডিতে প্রায় ১১শ মানুষের নির্মম মৃত্যু, হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর ‘তেঁতুল বক্তব্য’, ভয়াল নানা দুর্যোগ নিয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মুখে কুলুপ দিলেও গ্রামীণ ব্যাংক ইস্যু নিয়ে সব সময়ই সরব। বাংলাদেশের অভ্যুদ্বয় নিয়ে, আমাদের বিজয় দিবস, কেন্দ্রীয় শহীদ মিনারে একবার পা না ফেললেও ইউনূস ‘রাজনীতির’ মতো জটিল ও কঠিন বিষয়ে পা রাখতে এতেটুকু ভুল করেননি। সময় ও সুযোগের সদ্ব্যবহারে দক্ষ ইউনূস এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাকে নিয়ে বিএনপির সাম্প্রতিক ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদেশের প্রধান বিরোধীদল বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ‘অন্ধ প্রতিহিংসা’ থেকে নোবেলজয়ী এই বাংলাদেশিকে ‘অপমান’ করছে।



গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিষয়ে সরকার ‘সব কিছু’ আইন মেনেই করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আমি দেখছি না। সরকার দেশের আইনের বাইরে কিছু করছে না, ভবিষ্যতেও করবে না।



নোবেল বিজয়ী ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য কর ফাঁকির মামলার খবরে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের একদিন পর পররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়া জানালেন।



গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ড. মুহাম্মদ ইউনূসের নিয়ম ভেঙে আয়কর অব্যাহতি নেওয়া, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রিসভার এ সিদ্ধান্তের পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউনূস। ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। আর বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ‘অন্ধ প্রতিহিংসা’ থেকে নোবেলজয়ী এই বাংলাদেশিকে ‘অপমান’ করছে। এ বিতর্ককে সামনে রেখে ড. ইউনূস প্রসঙ্গে নানা প্রশ্নের জš§ নিয়েছে।



গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ইউনূসের নিয়ম ভেঙে আয়কর অব্যাহতি নেওয়া, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



তবে ইউনূসের পক্ষ থেকে বলা হয়, অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের লিখিত জবাবে বলেন, বাংলাদেশের দরিদ্র মানুষ, বিশেষ করে নারীদের জীবনমানের উন্নয়নে ইউনূসের উল্লেখযোগ্য ভূমিকার জন্য তাকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।



ড. ইউনূসের মতো দেশের একজন কীর্তিমান ব্যক্তি যদি হয়রানি ও হেনস্থার শিকার হন তাহলে বিরোধীদল ও সাধারণ মানুষ কত অসহায় অবস্থায় আছে তা সহজেই অনুমেয়, বলেন বিএনপি ফখরুল। একথা সবাই জানেন, বিএনপি এখন উস্কে দিচ্ছে ড. ইউনূসকে। কিন্তু তার সমকামিতা নিয়ে বিএনপি কোনো কথা বলে না। সমকামিদের পক্ষে বিবৃতি দিয়ে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস ‘ইসলামবিরোধী’ অবস্থান নিয়েছেন দাবি করে তাকে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে একটি ইসলামী সংগঠন।



বিধি ভেঙে কর অব্যাহতি নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার দুদিন পর গত বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ইসলামী ঐক্য মঞ্চ।



মেয়াদ পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ২০১১ সালের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে গেলেও উচ্চ আদালতের রায় ইউনূসের বিপক্ষে যায়।



ইউনূসের ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা সংস্থার চাপ থাকলেও সরকার বরাবরই তাকে গ্রামীণ ব্যাংকে না ফেরানোর সিদ্ধান্তে অটল থাকে। ব্যাংকের জন্য একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাবও সরকার খারিজ করে দেয়।



গত বছর দুই দিনের সফরে ঢাকায় এসে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, তার সরকার ইউনূসকে নিয়ে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে।



হিলারি সে সময় আশা প্রকাশ করেন, সরকার এমন কিছু করবে না, যাতে গ্রামীণ ব্যাংকের উন্নতি বাধাগ্রস্ত হয়। তবে ইউনূসের পক্ষ থেকে বলা হয় অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য কর ফাঁকির মামলার খবরে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে স্বচ্ছতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ গত মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের লিখিত জবাবে বলেন, বাংলাদেশের দরিদ্র মানুষ, বিশেষ করে নারীদের জীবনমানের উন্নয়নে ইউনূসের উল্লেখযোগ্য ভূমিকার জন্য তাকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।



মুহাম্মদ ইউনূসের বিষয়ে বাংলাদেশের আইন ও প্রক্রিয়া যথাযথ ও স্বচ্ছভাবে অনুসরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সুত্র

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.