নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির ‘রহস্য পুরুষ’ খোকা!

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬



মীর মোশাররফ হোসেন তার রাষ্ট্রনীতি ও স্বাধীনতা প্রবন্ধে বলেছেন,



"অতিকায় ডায়নোসোর লোপ পাইয়াছে, কিন্তু ক্ষুদ্র তেলাপোকা টিকিয়া আছে...."



সাদেক হোসেন খোকা এমনই একজন সফল রাজনীতিবিদের নাম। রাজনীতিতে নানান চড়াই-উৎরাই থাকলেও সেসবের কোনো কিছুই স্পর্শ করে না তাকে। তিনি থাকছেন বহাল তবিয়তে।

নিজ দল কিংবা সরকারি দল উভয়ের কাছেই তিনি সমান আদৃত। এ কারণে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিম-লে ‘রহস্য পুরুষ’ হিসেবে অভিহিত হচ্ছেন তিনি। তাকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন।

চলছে ভিন্ন হিসেবে নিকেশের কথা। প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান তিনি। ঢাকা মহানগর বিএনপিরও আহ্বায়কের দায়িত্ব রয়েছে তার কাঁধে। সরকারবিরোধী আন্দোলনে দেশের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলা হলেও তিনি রয়েছেন এসবের বাইরে। কোনো মামলা নেই তার বিরুদ্ধে। গ্রেপ্তার তো দূরের কথা হামলারও শিকার হননি অদ্যাবদি।

চলতি বছরের ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অন্য নেতাদের সঙ্গে খোকাকে গ্রেপ্তার করা হলেও ডিবি অফিস থেকে ছেড়ে দেয়া হয় তাকে।

সর্বশেষ জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে সরকারের বিরুদ্ধে দা-কুড়াল ও খুন্তি নিয়ে রাজপথে নেমে আসার জন্য কর্মীদের নির্দেশ দেন তিনি। এরপর আত্মগোপনে চলে গেলেও হঠাৎ হঠাৎ তিনি অর্বিভূত হয়েছেন। তাকে দেখা গেছে, গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ আদায় করে পুলিশের সামনে দিয়ে বেরিয়ে যেতে।

এমনকি গত ২৫ অক্টোবর শুক্রবার পুলিশের উপস্থিতিতেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সমাবেশে সভাপতিত্ব করেন তিনি। গত ১ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় অনুষ্ঠিত গায়েবানা জানাজায় কেউ কেউ তাকে দেখেছেন।

সেখানেও ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। তারপরও বলা হচ্ছে পুলিশ তাকে ধরতে পারছে না।

পল্টন থানা পুলিশ নামমাত্র একটি জিডি করে ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হিসেবে আমলে নেয়া যায় কিনা তা জানতে চেয়ে। জানা গেছে, আজ-কালের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোঃ মাসুদুর রহমান।

ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে তিনটি সরকারের আমলে দায়িত্ব¡ পালন করার কৃতিত্বও তার ঝুলিতে। বিএনপির সময়ে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, সেনাসমর্থিত ফখরুদ্দিন-মইনউদ্দিনের ১/১১ সরকারের ও বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেও দায়িত্ব পালন করেন।

সেনাসমর্থিত সরকারের সময়ে দেশের অন্য সিটি করপোরেশনের মেয়রা হেনস্তা হলেও নখের আঁচরও লাগেনি সাদেক হোসেন খোকার গায়ে। বরং তিনি ছিলেন রাজকীয় স্টাইলে বহাল তবিয়তে। তাকে তোয়াজ করেছেন তৎকালীন সরকার ও তাদের সাঙ্গপাঙ্গরা।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও তার ক্ষমতার দাপট কমেনি একটুও। সিটি করপোরেশন চালিয়েছেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও। চেয়ার ছেড়ে দিলেও কোনো মামলা নেই তার বিরুদ্ধে। অভিযোগও নেই সরকারি দলের পক্ষ থেকে। সরকারি দলকে উদ্দেশ্য করে হুমকি দিলেও আমলে নেন না তারা।

নিজ দলেও একই অবস্থা তার। ১/১১ সময়ে মান্নান ভূঁইয়ার নেতৃত্বে সংস্কারের প্রস্তাব দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাস করার ঘোষণাকারীদের অন্যতম তিনি। এ দোষে দলের অনেক সাবেক মন্ত্রী-এমপি দল থেকে বহিষ্কার ও বাদ পড়লেও তার কিছুই হয়নি।

চলমান আন্দোলনে ঢাকার রাজপথে দলীয় নেতাকর্মীদের নামাতে ব্যর্থ হলেও খোকার ওপর আস্থা হারাননি খালেদা জিয়া। বরং দলে ও খালেদা জিয়ার কাছে তার গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পেয়েছে। তাকে বাদ দিয়ে ঢাকা মহানগরীর নেতৃত্ব আর কাউকে দিতে ভরসা পাননি খালেদা জিয়া।

তার সভাপতিত্ব ছাড়া সিটির কোনো সভা-সমাবেশে উপস্থিত থাকেন না খালেদা জিয়া। কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ দিয়েও পুরস্কৃত করা হয়েছে তাকে। দলে তার বিকল্প নেই এমনটাই বলে বেড়ান তার নিকটজনরা।

কিন্ত কী এমন কেরামতি রয়েছে খোকার? এমন প্রশ্ন রাজনৈতিক মহলে। নিজ দল, সরকারি দল এমনকি সেনাসমর্থিত সরকারও তার কোনো অন্যায় দেখে না, খুঁজে পায় না। কী লুকিয়ে রয়েছে রাজনীতির এ রহস্য পুরুষের মধ্যে!

মন্তব্য জানতে খোকার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া গেছে। একই অবস্থা তার ব্যক্তিগত সহকারী মনিরের মোবাইল ফোনের।



রহস্য! রহস্য!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ১৯৯১ সালে আপনার নেত্রী এই খোকার সাথে হেরেছিলেন সেটা মনে আছে তো???

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

বশর সিদ্দিকী বলেছেন: বিএনপিতে ভারতের সাপোর্টার আছে সেটা কি আপনার অজানা??

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

সকাল>সন্ধা বলেছেন: কি কইতাছেন কার বিরুদ্ধে? আপনেরে ক্রসেডর ১০০ বাহিনী গুম কইরা ফেলাইব কিন্তু?
বাংলাদেশে "র" এর প্রকাশ্ব্য যে কয়জন এজেন্ট আছে তার মধ্যমনি...!

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

নিজাম বলেছেন: খোকা বাবু মুক্তিযোদ্ধা ছিলেন। আবার স্বাধীনতার পর কী যেন করতেন!!!! জানেন কেউ কিছু???

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: খোকা সাহেবের বিষয়টি আমিও ঠিক বুঝি না। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.