নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
তুমিকার কে তোমার? দেখে নিন..
আমরা এমন বাংলাদেশ চাই যে দেশে থাকবে রাজনৈতিক শিষ্টাচার। থাকবে না পাকিস্তানী প্রেতাত্মারা। থাকবে না কোন রাজাকার শিবির কিংবা জামাতি জারজ। সহিষ্ণুতার নিরিখে দেশ পরিচালিত হবে।আমার দেশ হবে সোনার বাংলাদেশ।
অনলাইনে দলীয় সমর্থকেরা যেভাবে কথা বলেন, সেসব দেখে মনে হয় এক দলের লোক আরেক দলের লোককে সামনে পেলে পিটিয়ে মেরে ফেলবেন। শুধু অনলাইন না, সমর্থক বা কর্মীরা তাদের সকল নিজস্ব বলয়ের চিন্তা ভাবনা, আড্ডা, মিছিলে এমন আচরন-ই করেন। কিন্তু মূল নেতা-নেত্রীরা তো একজন আরেকজনের প্রতি যথেষ্ঠ সৌহার্দ্যপূর্ণ। শুধু কল্পনা করুন মির্জা ফখরুলের সাথে হাস্যোজ্জ্বল আপনার একটি ছবি অনলাইনে এলো। চেতনার ব্যাপারীদের চিৎকারে আপনার মৃত্যু হবে ঐ রাতেই। কত শুনেছি মির্জা সাহেবের বাবা চোখা মিয়া রাজাকার। তো রাজাকারের ছেলের সাথে সাথে এইসব ছবিতে কি এখন ট্রলিং করবার সৎ সাহস রয়েছে কারো? নাকি অনলাইনে এলেই বিরাট পান্ডা সবাই?
ভুলে যাবেন না মাহী বি চৌধুরী একটু মনে রাখুন। আপনার শিশু সন্ত্বানের উপরেও তখন গুলি চালানো হয়েছিল। বেগম জিয়া-র হাতে হাত মেলানোর আগে সেই হাতে নিজের শিশু সন্ত্বানটির টুটি চেপে মেরে ফেলবেন দয়া করে কারণ শিশুটি আপনাকে কিভাবে সহ্য করবে? এই শিশুটির চেয়ে ক্ষমতার দাম কি তবে বেশী হবে?
সশস্র বাহিনী দিবসে খালেদা যোগ দেননি। কি করে যোগ দিবেন কিছুদিন আগেই তো তিনি বলেছিলেন।
এই হলো সশস্র বাহিনীর রেশনে পোষা বিধবার উপকারের প্রতিদান।
ক্ষমতাায় থাকা কালে তারই ছেলে তারেক জিয়া এভাবেই জঙ্গিদের তেল মেরে যেতেন।
আর হেফাজত!
নাহ! এদের স্বম্পর্কে আর ভাবতে পারছিনা।
পোস্টটি (১৮+) কারন, রাজনীতি প্রাপ্ত বয়স্কদের জন্য বাচ্চাদের জন্য নয়। বাচ্চরা নেটে না, মাঠে খেলতে যও!
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
তালপাতারসেপাই বলেছেন: গুগোল কে ধন্যবাদ
২| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
দূষ্ট বালক বলেছেন: ক্যাচল আর ক্যাচল হুদাই ক্যাচাল
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
তালপাতারসেপাই বলেছেন: পোস্টটি (১৮+) দূষ্ট বালক এখানে কেন?
৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৮
হাসান ২৯ বলেছেন: তোর মায়ের ছবি দিলিনা¿
২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২
তালপাতারসেপাই বলেছেন: হুমমম! তোমার দাদির? আমিই তোর বাপ
৪| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
এম আর ইকবাল বলেছেন:
কর্মী আর নেতা ,
দুজনে দু ভুবনের বাসিন্দা ।
কর্মীরা গ্রেফতার হলে জেলে যায়,
নেতারা হাসপাতালে ।
৫| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ফকরুলের হাসিতেও কষ্ট আছে
কট্টর জামাতিদের চাপে বিএনপি সামান্য আলোচনায় পর্যন্ত আসতে পারছে না।
গতকাল সন্ধায় সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কিছুক্ষণ কথা হয়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী ফখরুলকে বলেন, “আপনারা আলোচনা শুরু করেন ... আপনারা মহাসচিব পর্যায়ে আলোচনা শুরু করেন"
জবাবে মির্জা স্মিত হেসে, অস্পষ্ট ভাবে কিছু একটা বলেন ...।
এ ব্যাপারে পরে সাংবাদিকরা জানতে চাইলে প্রধানমন্ত্রীর আহ্বানের কথা এড়িয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সুধু কুশল বিনিময় হয়েছে’।
জামাতের পারমিশন না পাওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত মির্জা আলোচনা তো দুরের কথা এই প্রধানমন্ত্রীর এই আহ্বানের কথা স্বীকারও করবে না।
Click This Link
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
শাহরিয়ার খান রোজেন বলেছেন: নিচের কার্টুনটা তো বেশ সুন্দর দিলেন।