নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
জামাতের কারনে বিএনপিতে বেহাল দশা! তা জানতাম, তবে এতটা খারাপ তা জানা ছিলনা। বেগম জিয়া পথে নামছেন...
যদি তোর ডাক শুনে
কেউ না আসে
তবে একলা চলো রে।
একলা চলো,
একলা চলো,
একলা চলো,
একলা চলো রে॥
যদি কেউ কথা না কয়,
ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে
সবাই করে ভয়—
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা
একলা বলো রে॥
যদি সবাই ফিরে যায়,
ওরে ওরে ও অভাগা,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়—
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে
একলা দলো রে॥
যদি আলো না ধরে,
ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়‐বাদলে আঁধার রাতে
দুয়ার দেয় ঘরে—
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে॥
দেশজুড়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া ৪৮ ঘন্টা অবরোধের আজ দ্বিতীয় দিন সারা দেশে অবরোধকারীরা যখন নিজের জীবন বিপন্ন করে অবরোধ শতভাগ সফল করছে তখন রাজধানীতে অবরোধ সফলের জন্য বেগম খালেদা জিয়া যাদের দায়িত্ব দিয়েছিলেন তারা আজ কোথায়,এই প্রশ্নগুলো তাই মাঠ পর্যায়ে তৃর্ণমূল নেতা কর্মীদের মনে আজ ঘুর পাক খাচ্ছে ।
সরকার পতনের আন্দোলনে এবার মাঠে নামছেন খালেদা জিয়া। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে যে কোন দিন তিনি মাঠে নামতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সূত্রমতে, শুক্রবার ভোর পাঁচটায় প্রথম পর্বের অবরোধ শেষ হওয়ার পরদিন শনিবার বা রোববার থেকে ফের সপ্তাহব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আর এবারের অবরোধে বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া মাঠে থেকে নেতৃত্ব দেবেন।
এক্ষেত্রে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন অবরোধ পয়েন্টে দেখা যেতে পারে তাকে।
দলীয় সূত্র বলছে, হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতেও না টলে দশম জাতীয় সংসদ নির্বাচনের পথে আওয়ামী লীগ ও তার অনুসারীরা অবিচলভাবে এগুতে থাকায় আরো গণজাগরণ তৈরির জন্যই নিজেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা।
উপরন্তু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিপ্পনী কেটে ‘মাঠে নামেন, এভাবে হবে না’ বলে চ্যালেঞ্জ ছোড়ার পর মোক্ষম জবাব দিতে এখন মাঠে নামারই কথা ভাবছেন ‘আপোসহীন’ তকমাধারী খালেদা।
আর মাঠে নামার ক্ষেত্রে গত দু’তিন বছরে দেশের বিভাগীয় শহর অভিমুখে করা লংমার্চগুলোতে বিপুল সংখ্যক জনসমাগম বিশেষভাবে উৎসাহ যোগাচ্ছে তাকে।
খালেদা জিয়া মাঠে নামলে অভূতপূর্ব গণজাগরণ ঘটবে বলে মনে করছেন তিনি ও তার দল।
তবে দলের অপর এক সূত্র বলছে, কেন্দ্রীয় নেতাদের নিষ্ক্রিয়তাও খালেদা জিয়াকে মাঠে নামতে উৎসাহ যোগাচ্ছে।
আন্দোলনের মাঠে না থাকায় কেন্দ্রীয় নেতাদের ওপর এমনিতেই ক্ষেপে আছেন জোটনেত্রী। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাদের মাঠে নামাতে পারছেন না তিনি। কেবল হাতে গোণা ক’জন গরম করছেন আন্দোলনের মাঠ। আর দেশজুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার তৃণমূল নেতাকর্মী।
তাই খালেদা জিয়া মাঠে নামলে চাপে পড়ে কেন্দ্রীয় নেতারা যেমন রাজপথে নেমে আসবেন, তেমনি বিপুল উৎসাহে আন্দোলনে আরো সক্রিয় হবেন তৃণমূল নেতাকর্মীরা।
এছাড়া বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সফল হয়ে গেলে ফের দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা হাতছাড়া থাকার ভয়ও খালেদা জিয়াকে মাঠে নামতে উৎসাহ যোগাচ্ছে বলে মনে করা হচ্ছে।
তাই নির্বাচন ঠেকাতে নিজেই মাঠে নামা ছাড়া বিকল্প নেই খালেদা জিয়ার সামনে।
এতে কাজ কতোটা হবে তা এখনই বুঝা না গেলেও খালেদা জিয়ার মাঠে নামার খবরে তৃণমূল নেতাকর্মীরা আরো চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে একাধিক তৃণমূল নেতা বাংলানিউজকে বলেন, এবার ম্যাডাম (খালেদা জিয়া) মাঠে নামবেন। শেখ হাসিনাকেও গদি থেকে টেনে নামাবেন তিনি।
হাই কমান্ডের একাধিক নেতাও বাংলানিউজের কাছে খালেদা জিয়ার মাঠে নামার সম্ভাবনা স্বীকার করেছেন।
তারা বলেছেন, কেবল শুক্রবার বাদ দিয়ে টানা অবরোধ চালিয়ে যাওয়ার জোর তাগিদ রয়েছে দলের ভেতরে। ম্যাডাম (খালেদা জিয়া) মাঠে নামলে দেশি-বিদেশি কোন শক্তিই আর ফ্যাসিবাদি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারবে না।
Click This Link
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২
তালপাতারসেপাই বলেছেন: কেমনে?
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
সেমিবস বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে
এই একলা চলা হলনা আওয়ামী লীগের...!!
ভয়ে তারা বাম নেতাদের মন্ত্রী বানিয়েছে
একসময় যারা ছিল আওয়ামী লীগের শত্রু তারা এখন বন্ধু হয়ে বিএনপির শত্রু হয়েছে...............মতিয়া.......দিলীপ...........ইনু...............মেনন
লজ্জ্বা তাদের হয় না, লজ্জ্বা আপনারও হবে না, লজ্জ্বা হয় যারা নিরীহ জনগন তাদের
একটা কথা বলুনতো গণতন্ত্রে কি মাঠে মিটিং মিছিল করার নিয়ম নেই? পুলিশ ডাইরেক্ট গুলি করবে ক্যান.......
একটা কথা কি জানেন আপনারা অন্যের গুয়ের গন্ধ টের পান শুধু আর আপনাদের গু................কী ঘ্র্র্র্রাণ!!
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১
তালপাতারসেপাই বলেছেন: বিএনপি বলে আর কুনো দল নাই! কেউ কথা রাখেনি...
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: দেশের জনসমর্থন সরকারের পক্ষে নেই। দেশের ও বিদেশের বিভিন্ন মিডিয়ার জরিপ অনুযায়ী ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব বলে মনে করে না।দেশে বিদেশে সবাই এখন বুঝে গেছে, প্রধান বিরোধী দল বিএনপি এবং তার নেতৃত্বে ১৮ দলীয় জোট কিছুতেই এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে দেবে না। তারা জানে, এ ব্যাপারে দেশের মানুষ পুরোপুরি তাদের সাথে আছে।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সিইসির অন্যায্য এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিকারের দায়িত্ব বিরোধী দলের নেতাদের ওপর সম্পূর্ণ ছেড়ে না দিয়ে নিজেদের হাতেই তুলে নিয়েছে জনতা।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
সাদা মনের মানুষ বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: খালেদা বেগম নির্বাচনে গিয়ে পরাজিত হলেও ৩/৪ হাজার কোটী টাকা সে লাভ করতে পারবে।
লেখক বলেছেন: কেমনে?
৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
জামাতের প্রবল বাধায় কোন আলোচনায় বা নিগোসিয়েশনে যেতে পারছে না অথর্ব বিএনপি!
Click This Link
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
তালপাতারসেপাই বলেছেন: হুমমম!
৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০
ম্যাংগো পিপল বলেছেন: একজন নির্বাচন চায় নিরপেক্ষ কারো অধীনে, আর একজন নিজেই প্রধানমন্ত্রী থেক আবার প্রধানমন্ত্রী হবার জন্য নির্বাচন করতে চায় !! বাংলাদেশের প্রেক্ষাপটে কার দাবী যুক্তি সংগত ??
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
তালপাতারসেপাই বলেছেন: জামাতের প্রবল চাপে বেগম খালেদা, নিরপেক্ষ কারো অধীনে কেন বেগম খালেদার অধীনেও নির্বাচনে যাবেন না।
এ প্রেক্ষাপটে কার দাবী যুক্তি সংগত ??
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
ম্যাংগো পিপল বলেছেন: যদি তাই হয়, তবে হাসিনা পদত্যাগ করলেই পারে !! খালেদা তো নির্বাচনে যাবেই না। তখন নিরপেক্ষ নির্বাচনে হাসিনা আমার ক্ষমতায় যাবে, বিএনপিও কিছু বলতে পারবে না, দেশবাশীও কিছু মনে করবে না।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
পাঠক১৯৭১ বলেছেন: খালেদা বেগম নির্বাচনে গিয়ে পরাজিত হলেও ৩/৪ হাজার কোটী টাকা সে লাভ করতে পারবে।