নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
শান্তির পয়গাম নিয়ে সারা বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যখন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে, তখন মাতৃভূমি বাংলাদেশের এ কী অবস্থা! প্রতিদিন খুন, ধর্ষণ ও প্রতারণার পাশাপাশি হরতাল, অবরোধের নামে আগুন, ককটেল, গুলি ও বোমার আঘাতে মানুষ ও গাড়ি পোড়ানোসহ দেশের সম্পদ ধ্বংস করে পরিস্থিতি অশান্ত করে তোলা হচ্ছে। হায় রে কপাল! যে দেশ বিশ্বে শান্তি স্থাপনে অগ্রপথিক, সে দেশেই আজ শান্তির অভাব!
১৯৯০ সাল থেকে পাকিস্তান ও ভারতকে পেছনে ফেলে ইউএন শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারীর ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী নামিবিয়া, কম্বোডিয়া, সোমালিয়া, উগান্ডা/রুয়ান্ডা, মোজাম্বিক, প্রাক্তন যুগোশ্লাভিয়া, লাইবেরিয়া, হাইতি, তাজিকিস্তান, পশ্চিম সাহারা, লেবানন, সিয়েরা লিয়ন, কসোভো, জর্জিয়া, পূর্ব তিমুর, কঙ্গো, আইভরিকোস্ট ও ইথিওপিয়ায় শান্তিরক্ষার কাজে নিয়োজিত। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ পুলিশও অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। ইউএন পুলিশ ম্যাগাজিনের দশম সংখ্যার তথ্য অনুযায়ী শান্তি মিশনে বাংলাদেশের পুলিশ দ্বিতীয় অবস্থানে রয়েছে।
আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশ এখন এক আদর্শের নাম। বিশ্বব্যাপী অশান্ত দেশগুলোয় শান্তি রক্ষার কাজে বাংলাদেশ নেতৃত্বের আসনে রয়েছে। অথচ আমাদের দেশের অভ্যন্তরে শান্তির আজ বড়ই অভাব। প্রতিনিয়ত জ্বালাও-পোড়াও চলছে, হামলা-মামলা হচ্ছে, নিরপরাধ মানুষ মরছে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনা ও লজ্জার।
সুত্র: Click This Link
©somewhere in net ltd.