নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
জেনারেল এরশাদের দেয়া কেন্টনমেন্টের ১টাকার বাড়িটি হারিয়ে, সংবাদ সম্মেলনে অঝরে কেদেছিলেন বেগম খালেদা জিয়া। মনে আছে নিস্চই ..
এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারি বেশ কিছু সুযোগ-সুবিধা হারাচ্ছেন। নতুন সরকার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধীদলীয় নেতা হিসেবে খালেদা জিয়ার সব সরকারি সুযোগ-সুবিধা প্রত্যাহার করা হবে।
বিরোধীদলীয় নেতার পাশাপাশি মন্ত্রীর পদমর্যাদায় খালেদা জিয়া সরকারি যেসব সুবিধা পেতেন, নতুন সরকার গঠিত হওয়ার পরপরই তাও থাকবে না। ১৯৯১ সালের পর এবারই প্রথম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতার পদে থাকবেন না।
সংসদে বিরোধীদলীয় নেতা পদটি একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার।
বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও মন্ত্রীর মতো পান। তাকে ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল, একজন নায়েক, ছয়জন কনস্টেবলসহ আটজন হাউস গার্ড দেওয়া হয়।
এর বাইরে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে দু'জন গানম্যান পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
বিরোধীদলীয় নেতা হিসেবে পুলিশ প্রটেকশন এখনও বহাল আছে। তবে তিনি বর্তমানে বাসার বাইরে না যাওয়ায় প্রটেকশনের দায়িত্বে থাকা পুলিশের দায়িত্ব পালন করতে হচ্ছে না। নতুন সরকার শপথ নেওয়ার পর পর তার পুলিশ প্রটেকশনও থাকবে না।
বিরোধীদলীয় নেতা সরকারি একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব (এপিএস), দু'জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দু'জন এমএলএসএস ও একজন বাবুর্চি পেয়ে আসছিলেন।
গাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা।
খালেদা জিয়া সরকারি বাসায় থাকেন না। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দ করা সরকারি বাড়িটি সংস্কার করা হচ্ছে। বাড়ি থেকে পুরনো মালপত্র সরানো হচ্ছে। নতুন বিরোধীদলীয় নেতা মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠবেন কি-না, তা জানা যায়নি।
বিরোধীদলীয় নেতা বেতন পান ৫৩ হাজার ১০০ টাকা। এ ছাড়া চিকিৎসা, ভ্রমণসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধা পেয়ে থাকেন। বিরোধীদলীয় নেতার পদ হারানোর ফলে খালেদা জিয়া এসব সুযোগ-সুবিধা আর পাবেন না।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু সমকালকে বলেন, নতুন সংসদ না হওয়া পর্যন্ত প্রধান বিরোধী দলের নেতা হিসেবে খালেদা জিয়া যে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পাচ্ছিলেন, তা বহাল থাকবে। নতুন সংসদ গঠন করা হলে তখন তিনি জাতীয় সংসদের বিরোধী দলের প্রধান হিসেবে থাকতে পারছেন না। তাই তার আর আগের সুযোগ-সুবিধা বহাল থাকবে না। তবে সাবেক প্রধানমন্ত্রী ও একটি বৃহত্তর দলের প্রধান হিসেবে বিধান অনুযায়ী তাকে প্রাপ্য নিরাপত্তা দেওয়া হবে।
দেখার বিষয়, ১৯৯১ সাল থেকে ভোগ করা সুযোগ-সুবিধা হারিয়ে খালেদা জিয়া আবারও সংবাদ সম্মেলন করে কাঁদেন কিনা! সুত্র
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
মিতক্ষরা বলেছেন: নাহ, তিনি কাদবেন কেন। তার তো লজ্জা শরম কিছুটা হলেও রয়েছে। হাসিনার মত লজ্জাহীনেরা যেখানে ৫ই জানুয়ারীর নির্বাচন করে সদম্ভে আরো পাচ বছরের জন্য ম্যান্ডেট পেয়েছি বলে উল্লাস করতে থাকে তখন সেই সার্কাস দেখে বরং জাতির কান্না পায়।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
তালপাতারসেপাই বলেছেন: তাই? বাড়ির নিরাপত্তায় আনসার চেয়েছেন খালেদা
Click This Link
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫
রুচি বলেছেন: মিতক্ষরার সাথে একমত
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
তালপাতারসেপাই বলেছেন: তাই? বাড়ির নিরাপত্তায় আনসার চেয়েছেন খালেদা
Click This Link
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
মোঃ উরমান বলেছেন: ইতিহাস কথা বলে, কেউ শেষরক্ষা পায়নি।
সেদিন কোন বাহিনী কাউকে রক্ষা করতে পারেনি।
সেই বাহিনীর হাতেই তার সর্বনাশ হইছে।
প্রধানমন্ত্রীত্ব চাই না। নির্ঝলা মিথ্যা।
জাতি হিসাবে আমরা বাঙ্গালী, কেউ ক্ষমা পাবেনা।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬
বাংলার আকাশ বলেছেন: নিরলজ্জ সরকার এর খোলা আগ্রাসন এর শিকার হয়েছিল খালেদা । এতদিন এর পুরানা সংসার, স্বামীর স্মতি সব ভেংগে গেলে যে কেউ কষ্ট পাবে, খালেদা জিয়া মানুষ এবং একজান বাংলাদেশী নারী। সে তো কাদবেই , তাই না।
খালেদা জিয়া সরকারি সুবিধার দরকার নাই ।
০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
তালপাতারসেপাই বলেছেন: তাই? বাড়ির নিরাপত্তায় আনসার চেয়েছেন খালেদা
Click This Link
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
টি-ভাইরাস বলেছেন: নিরলজ্জ হাছিনা সে আর আপনে হলেন তার নিরলজ্জ ভক্ত ... আনসার ছাইছে কারন আপনার নিরলজ্জ সরকার যে হারে এই বার মানুষ বারবে তাই ৩ বারের প্রধান মন্ত্রী এইটা চাইতে পারে ... কিন্তু আপনাদের মত গাধা গুলা ঐ লিঙ্ক দিয়ে বেরাবে
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
রাকিবুল হাসান ২০১০ বলেছেন: খালেদা জিয়া কিছুই হারান নাই ।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
তালপাতারসেপাই বলেছেন: সতীত্ব ?
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
মেহেদী_বিএনসিসি বলেছেন: দুই মাতারীর চাপে এম্নিই অস্থির......এর মধ্যে আরেকটার আগমন......। এই দ্যাশটাকি আস্তে আস্তে হিজরাই হয়ে যাবে নাকি........। এই ক্যাচাইল্যা মহিলাগো আল্লাহও হয়তো উপ্রে নিয়া শান্তির পরিবেশ নষ্ট করতে চাননা........
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫
হায়দার সুমন বলেছেন: BAL Post
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
সোহানের রোজনামচা বলেছেন: খালেদা বাংলাদেশের নাগরিক। নিজের নিরাপত্তার জন্য আনসার, পুলিশ চাইতেই পারে। দেয়া না দেয়া সরকারের ব্যাপার। এইটা নিয়া আপনে এত ঝাপাইতেছেন কেন? একটা ভোট এ জিতলো কিন্ত কেউ অভিনন্দন জানাইলোনা পুরা বিশ্বে। এমনকি ভারত ও না।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
তালপাতারসেপাই বলেছেন: খালেদা পাকি ভক্ত বাংলাদেশের নাগরিক।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
পাঠক১৯৭১ বলেছেন: লিগ্যালী বাংলাদেশে ডলারে বিলিওনিয়ার নেই; বাংলাদেশে চুরি করা টাকায় যারা বিলিঐয়ার আছে, খালেদা বেগম তাদের অন্যতম।
বাংলাদেশ সরকারের কোন কিছর জন্য বসে নেই খালেদা বেগম।