নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
সম্প্রতি বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়া নতুন কুতর্ক উস্কে দিয়ে বলেছেন, তাঁর পিতা ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।’ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার এমন প্রচেষ্টা স্বাধীন বাংলাদেশে নতুন নয়।
৩০ লাখ শহীদের রক্তে লেখা সংবিধান ও সাংবিধানিক ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার কুকর্মটি দীর্ঘদিন ধরেই বিএনপির নেতৃবৃন্দ চালিয়ে আসছেন। আগে চলেছে রাষ্ট্রীয়ভাবে। এখন সেটি চলছে দলটির অর্বাচীন নেতৃবৃন্দ কর্তৃক বিভিন্ন সভা-সেমিনারে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির এসব হীন প্রচেষ্টা অনৈতিক-অসাংবিধানিক এবং সেহেতু দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচ্য হওয়া জরুরী।
[First President Father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman 12.01.1972 administrating oath of the first chief justice Abu Sadat Mohammad Sayem in Dhaka.]
স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর নিজের হাতে লিখা শপথনামা......
১৯৭১-এর ১০ এপ্রিলে ঐতিহাসিক মুজিবনগরে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণপরিষদে প্রণীত, গৃহীত ও ঘোষিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাংবিধানিক দলিল ‘স্বাধীনতার পত্র’তে স্পষ্ট উল্লেখ আছে, ‘যেহেতু বাংলাদেশের জনগণ তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ওপর তাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছে সে ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের সমন্বয়ে গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, এবং যেহেতু আমরা বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্রী ঘোষণা করছি এবং এর দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা অনুমোদন করছি এবং এতদ্বারা আমরা আরও সিদ্ধান্ত ঘোষণা করছি যে, শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান এবং সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপ্রধান পদে অধিষ্ঠিত থাকবেন এবং রাষ্ট্রপ্রধান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীসমূহের সর্বাধিনায়ক পদে অধিষ্ঠিত থাকবেন; ক্ষমা প্রদর্শনের ক্ষমতাসহ সর্বপ্রকার প্রশাসনিক ও আইন প্রণয়নের ক্ষমতার অধিকারী থাকবেন এবং তাঁর কর ধার্য ও অর্থব্যয়ের ক্ষমতা থাকবে এবং বাংলাদেশের জনসাধারণের জন্য আইনানুগ ও নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অন্যান্য প্রয়োজনীয় সকল ক্ষমতারও তিনি অধিকারী হবেন।
[বঙ্গবন্ধুকে পাহারা দিচ্ছে মেজর জিয়া। আর এই পাহারাদার নাকি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি!!!]
’ সুতরাং, জনপ্রতিনিধিদের সম্মিলিত ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে কে পদায়িত হয়েছিলেন তা সুস্পষ্টভাবে ইতিহাসে উল্লেখ আছে। যে বা যারা এই ঐতিহাসিক বৈধ রাজনৈতিক সিদ্ধান্ত তথা সাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে বলেন তারা শুধু ইতিহাস বিকৃত করেন না, সংবিধান লঙ্ঘন করেন।
[১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানী বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগ মুহুর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা দেন। এবং ঘোষণাপত্রটি চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠান। ]
আদতে ‘স্বাধীনতার ঘোষক’, ‘স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ এসব বলার আসল উদ্দেশ্য হলো কোন না কোনভাবে জিয়াউর রহমানের নামটি আলোচনার টেবিলে সচল রাখা। তাতে ইতিহাস সংবিধান লঙ্ঘিত হলেও ক্ষতি নাই। কিন্তু কেন এই নীচ এবং হীন প্রচেষ্টা? আসলে খতিয়ে দেখা দরকার কে এই মেজর জিয়া?
[জিয়ার প্রশ্নবিদ্ধ মুক্তিযুদ্ধ! ২৯ মে ১৯৭১ সালে পাকিস্তান সেনা বাহিনীর কর্নেল বেগ'এর লেখা চিঠিতে জিয়ার ভূমিকার প্রশংসা করে বলা হয়েছে, তিনি খুব ভালো কাজ করছেন। তাকে খুব শীগগির নতুন কাজ দেয়া হবে। তার স্ত্রী-বাচ্চারা ঢাকা সেনানিবাসে নিরাপদে-ভালো আছে!]
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ শেষে পাক সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পদক “হিলাল-ই-জুরাত” পদক জোটে তার ভাগ্যে। (সূত্র : উইকিপিডিয়া ও পাক ডিফেন্স ফোরাম)। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত জিয়াউর রহমান অখ্যাত কোন মেজর ছিলেন না। তিনি পাকিস্তান সেনাবাহিনীর অনুগত এবং প্রচণ্ডরকম ভারতবিদ্বেষী ও মুজিববিদ্বেষী ছিলেন। তার প্রমাণ তিনি রেখেছেন প্রতি পদে পদে।
জিয়াউর রহমান ১৯৬৮-৬৯-এ আগরতলা ষড়যন্ত্র মামলা নামে খ্যাত ‘রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্যদের মামলা’য় পাকিস্তান সামরিক সরকারের কৌঁসুলি কর্নেল মুস্তাফিজুর রহমানের সহকারী ছিলেন। কথিত আছে বঙ্গবন্ধুর কাছ থেকে সামরিক সরকারের পক্ষে কথা আদায়ে এই দু’জন বঙ্গবন্ধুকে জেরা ও নির্যাতন করেন। (সূত্র : জেনারেল জিয়ার রাজনীতি, আবীর আহাদ)।
১৯৭১-এর ২৬ মার্চ ‘স্বাধীনতার ঘোষণা’ বেতারে সম্প্রচারের জন্য যখন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্যোক্তাগণ জ্যেষ্ঠ বাঙালী সামরিক কর্মকর্তার খোঁজ করছিলেন তখন বাঙালী নিধনে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের দায়িত্ব পালনে প্রেরিত হয়েছিলেন মেজর জিয়া। কনিষ্ঠ বাঙালী সামরিক কর্মকর্তারা তাকে পথ থেকে ধরে এনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাজির করেছিলেন। (সূত্র : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বেলাল মোহাম্মদ)।
বাঙালী জাতির ভাগ্য পরিবর্তনের চূড়ান্ত এক সন্ধিক্ষণে ঘটনাচক্রে সেই দায়িত্ব পালন করতে গিয়ে আজ তিনি হয়ে উঠেছেন ‘স্বাধীনতার ঘোষক’। প্রথমবার স্বাধীনতার ঘোষণার খসড়ায় নিজকে ‘অথরিটি’ ঘোষণা করলে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের চাপের মুখে তা প্রত্যাহার করে পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে ও অধীনে ঘোষণা পাঠ করেন। এটি ছিল পরিষ্কার অসততা এবং বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মাত্র।
মেজর জিয়ার কুকীর্তির কিছু কথা সংযোজিত হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ঘটে যাওয়া ঘটনাগুলোর ধারাক্রম পূর্ণতা পাবে। ১৯৭১-এর ২৫ মার্চ রাত ১১-৩০ মিনিটে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ অনুযায়ী পাকবাহিনী কর্তৃক পূর্বপরিকল্পিত গণহত্যা শুরু হলে চট্টগ্রাম সেনানিবাসের সিগন্যাল কোরের বাঙালী সৈনিকরা সে খবর প্রথম জানতে পায় এবং তারা একত্রে সমবেত হয়ে সদলবলে রাত ১২-৩০ মিনিটে সশস্ত্র বিদ্রোহ করে। তখন চট্টগ্রাম সেনানিবাসে বাঙালী সৈন্যসংখ্যা ছিল প্রায় ১,৮০০ জন। এ সময় তারা খবর পায় সেনানিবাসের উর্ধতন বাঙালী অফিসার ব্রিগেডিয়ার মজুমদারকে পাকবাহিনী ইতোমধ্যে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এ সংবাদে বাঙালী সৈনিকরা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং পাক সৈনিকদের বন্দী অথবা কোনরকম বাধা পেলে হত্যার প্রস্তুতি গ্রহণ করে। তখন রাত ১টা থেকে ১-৩০ মিনিটে ২য় ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লে. ক. জানজুয়া তার অধস্তন টুআইসি মেজর জিয়াকে যে কোন কৌশলে বাঙালী সৈনিকদের বিদ্রোহ দমনের নির্দেশ দেন। বসের নির্দেশনানুযায়ী পাক আর্মি ইন্টেলিজেন্সের বিশ্বস্ত ও চৌকস কর্মকর্তা মেজর জিয়া বাঙালী সৈনিকদের উদ্দেশ করে তাৎক্ষণিক এক আবেগময় বক্তৃতায় তার অধীনস্ত সৈনিকদের অস্ত্র সমর্পণের অনুরোধ জানান এবং বলেন, বিদ্রোহ করার প্রয়োজন হলে তা আমার নেতৃত্বেই হবে এবং জীবন দেয়ার প্রয়োজন হলে সর্বপ্রথম আমিই জীবন দেব। সুতরাং, আপনারা অবিলম্বে অস্ত্র সমর্পণ করে বিশ্রামে যান। বাঙালী সৈনিকরা তাদের উর্ধতন বাঙালী এই অফিসারের আবেগপ্রবণ কথায় বিশ্বাস ও আস্থা স্থাপন করে অস্ত্র সংবরণ করে এবং ঘুমাতে যায়। রাত ২ থেকে আড়াইটার দিকে নিরস্ত্র, ঘুমন্ত ১,৮০০ বাঙালী সৈনিকের ওপর মাত্র ৫০০ বালুচ্ ও পাঞ্জাবী সৈন্যরা অতর্কিতে আক্রমণ চালায় এবং সর্বমোট ১,২০০’র অধিক সৈনিক, তাদের পরিবার ও শিশুদের চরম নির্মমতায় নিষ্ঠুরভাবে হত্যা করে। সুতরাং ২৫ মার্চ গণহত্যার রাত থেকেই তথাকথিত ঘোষক মেজর জিয়ার হস্ত ছিল বাঙালীর রক্তে রঞ্জিত! নিহত সেইসব সৈনিকদের স্মরণে দীর্ঘকাল চট্টগ্রাম সেনানিবাসে কোন স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। এখন হয়েছে কিনা জানা নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসের কোন পর্যায়েই তাদের নামও অন্তর্ভুক্ত হয়নি। কারণ এ ঘটনা প্রকাশিত হলে মেজর জিয়ার বিশ্বাসঘাতকতার স্বরূপ উন্মোচিত হবে বলে তা সুপরিকল্পিতভাবে ধামাচাপা দেয়া হয়। (সূত্র : ১. লাখ প্রাণের বিনিময়ে, রফিকুল ইসলাম (বীর উত্তম); ২. সেনাপতির মুক্তিযুদ্ধ ছিনতাই এবং ৩. মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে মেজর জিয়ার পলায়ন, সিরু বাঙালী)।
মুক্তযিুদ্ধ চলাকালে গোপনে ভারতে আগত প্রখ্যাত পাকস্তিানপন্থী ন্যাপ (ভাসানী) নতো মশয়িুর রহমান যাদু ময়িাকে গাড়তিে করে বভিন্নিস্থান ঘুরয়িে দখোনোর পাশাপাশি মওলানা ভাসানীকে যাদু ময়িার হাতে তুলে দয়োর ষড়যন্ত্র সফল করার চষ্টো করছেলিনে মজের জয়িা। (সূত্র : উত্তর রণাঙ্গনে মুক্তযিুদ্ধ, আখতারুজ্জামান মণ্ডল)। উদ্দশ্যে ছলি মওলানা ভাসানীকে র্পূব পাকস্তিানে এনে নর্বিাচন করয়িে তাকে দয়িে সরকার গঠন করা। কন্তিু মুজবিনগর সরকাররে ত্বরতি পদক্ষপেে তা ভস্তেে যায়। সে সময় মওলানা ভাসানীর অনুরোধে তাঁকে কছিুদনি গৃহবন্দী করে রাখা হয়ছেলি। এছাড়াও সয়ৈদ নজরুল ইসলাম-তাজউদ্দীন আহমদ নতেৃত্বাধীন মুজবিনগর সরকারকে উৎখাত করে তদস্থলে প্রধান সনোপতি ওসমানীর নতেৃত্বে ১১ জন সক্টের কমান্ডাররে সমন্বয়ে ‘ওয়ার কাউন্সলি’ গঠন করে তখনই ‘সামরকি ক্যু’ করার ষড়যন্ত্র করছেলিনে মজের জয়িা। খালদে মোশাররফরে প্রচণ্ড বরিোধতিায় তা ভস্তেে যায়। মুক্তযিুদ্ধরে শষে র্পব ডসিম্বেররে ৬ তারখিরে পরপর মসির থকেে পাকস্তিান সনোবাহনিীর কতপিয় বাঙালী অফসিার ‘পঞ্চম বাহনিী’ হসিবেে ভারতে আগমন কর।ে এদরে মধ্যে সম্ভবত ফারুক-রশীদ-ডালমিসহ আরও অনকেইে ছলি। এই খুনীরা মজের জয়িার শল্টোরে অবস্থান করে মুক্তযিুদ্ধে অংশগ্রহণ করার নামে নানা রকম ষড়যন্ত্র চালাতে থাক।ে বারংবার ভারত সরকাররে পক্ষ থকেে সর্তক করা সত্ত্বওে র্কনলে ওসমানী এবং মজের জয়িার কারণে এদরে বরিুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়ন।ি যুদ্ধরে একবোরে শষেদকিে যখন ভারত পাকস্তিান র্কতৃক আক্রান্ত হয়ে বাংলাদশেরে পক্ষে কাঁধে কাঁধ মলিয়িে স্বাধীনতার লাল র্সূযটাকে ছনিয়িে আনার মরণপণ যুদ্ধে লপ্তি, যখন র্মাকনি ৭ম নৌবহর বাংলাদশেরে সমুদ্রসীমার দকিে ধাবতি তখন মজের জয়িা ও তার খুনী সহযোগীরা মলিতি ধ্বনি উচ্চারণ করছেলি এই বলে য,ে ৭ম নৌবহর ঠকোতে এখন আমাদরে র্সবশক্তি নয়িে বঙ্গোপসাগররে দকিে যাওয়া উচতি কোনভাবইে ঢাকা অভমিুখে নয়। এসব ঘটনা প্রমাণ করে য,ে মজের জয়িা ছলিনে মুক্তযিুদ্ধে অনুপ্রবশেকারী সফল পাকস্তিানী গুপ্তচর। এ রকম বহুবধি বভ্রিান্তকির উপায়ে মুক্তযিুদ্ধরে মহান বজিয়কে স্যাবোটাজ করে চোরাবালতিে নক্ষিপে করার ষড়যন্ত্ররে জাল বুনে গছেনে মজের জয়িা ও তাঁর সহযোগীরা। প্রকৃতপক্ষে জয়িাউর রহমান ছলিনে উচ্চাভলিাষী এবং কৌশলী।
১৯৭৫-এর ১৫ আগস্ট সংঘটতি বঙ্গবন্ধু হত্যার নীলনকশা সর্ম্পকে পুরোপুরি অবহতি ছলিনে এবং এই হত্যাকাণ্ডরে পুরোভাগে না থকেওে তনিি ছলিনে এর প্রধান সুবধিাভোগকারী।
১৯৭৫-৭৬ সালে বাংলাদশে সনোবাহনিীতে সংঘটতি অসংখ্য সনোবদ্রিোহ নর্মিমভাবে দমন করে বচিাররে নামে প্রহসনরে ট্র্যাইব্যুনাল গঠন করে শত শত সনৈকিরে মৃত্যুদণ্ড প্রদানরে ঘটনার মূল্যায়ন করতে গয়িে র্সবােচ্চ আদালতরে বজ্ঞি বচিারক জয়িাউর রহমানকে ‘ঠাণ্ডা মাথার খুনী’ বলে উল্লখে করছেনে। সুত্র
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৬
তালপাতারসেপাই বলেছেন: আগামী প্রজন্মকে জানাতে হেবে না !
২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৭
সাঈফ শেরিফ বলেছেন: ৩০ লাখ শহীদের রক্তে লেখা সংবিধান ও সাংবিধানিক ধারাবাহিকতা
---এটা রক্তে লেখা সংবিধান না, আওয়ামীলীগের দলীয় আদর্শের ভিত্তিতে লেখা সংবিধান । যেহেতু তারা দেশ স্বাধীন করেছে, তারা তাদের দলীয় আদর্শকে মুক্তিযুদ্ধ তথা দেশপ্রেমের একমাত্র আদর্শ হিসেবে জনগণের উপর চাপিয়ে দিতে বাধ্য করেছে। এভাবেই একটা দল ফ্যাসিবাদ তেরি করে।
দেশের মানুষ ধর্মনিরপেক্ষতা খায়না বলেই, আজ ঐ বঙ্গবন্ধুর কন্যা মদীনা সনদ দিয়ে দেশ চালাতে চায়।
০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৮:০০
তালপাতারসেপাই বলেছেন: "আওয়ামীলীগের দলীয় আদর্শের ভিত্তিতে লেখা সংবিধান" আমি তা মনে করিনা। জাতিয় আদর্শের ভিত্তিতে আওয়ামীলীগের লেখা সংবিধান বেলে মনে করি।
রাজাকারদের বাদ দেয়ায় গা জ্বালা করলে কিছু করার নেই।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫
নিজাম বলেছেন: ভাইরে! অনেক কষ্ট করেছেন। এত কষ্ট করে এত তথ্য প্রামাণ যোগাড় করার দরকার পড়ে না এই অমোঘ সত্য প্রমাণ করার জন্য।