নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
হাঁক-ডাক দিয়ে ঈদের পর সরকারপতনের আন্দোলনের কথা বললেও কর্মসূচি ঘোষণার আগেই বিএনপির সিনিয়র নেতাদের বিদেশ সফর বেড়েছে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিবসহ নীতিনির্ধারণী ফোরামের কয়েক নেতা ইতোমধ্যে দেশ ছেড়েছেন। সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটি ও ২০-দলীয় জোটের সিনিয়র নেতাদের সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সিনিয়র নেতাদের হঠাৎ বিদেশ সফর নিয়ে দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষা করার পর মেয়ের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার পরিবারের সদস্যদের নিয়ে আজ ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ঈদের আগে পবিত্র ওমরাহ পালনে স্ত্রীসহ সৌদি আরবে গেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। সৌদি আরব থেকে নজরুল ইসলাম খানের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেন। ১৯ মে উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। কবে দেশে ফিরবেন তা কেউ বলতে পারেন না।
সূত্রমতে, চিকিৎসার জন্য বিএনপির আরও কয়েক সিনিয়র নেতা চলতি মাসের যে-কোনও সময় চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও বেগম সরোয়ারী রহমানের বিদেশে যাওয়ার কথা রয়েছে। এদিকে ঈদের আগে ওমরাহ পালনের উদ্দেশে বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সৌদি আরবে যান। এ দুজন নেতাকে দীর্ঘদিন দলীয় কর্মকা-ে দেখা যায় না। সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মালয়েশিয়া সফরকালে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম সেখানে যান। অনেক দিন থেকে দলীয় কর্মকা- থেকে দূরে রয়েছেন বিএনপির এ নেতা।
সুত্র
©somewhere in net ltd.