নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

হাসিনা সরকার উৎখাতে ক্যু করার চক্রান্ত জামায়াত-আইএসআইর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

বাংলাদেশে সেক্যুলার সরকারের পতন ঘটানোর চক্রান্তে লিপ্ত জামায়াত। ঢাকার গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে ইকোনমিক টাইমসে প্রকাশিত ভারতীয় গোয়েন্দাদের এ সংক্রান্ত খবরটি অবগত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যুক্তরাষ্ট্র সফরকালে ওবামা প্রশাসনকে বিষয়টি অবহিত করবেন। পাশাপাশি হাসিনা সরকারকে তাঁর সমর্থনের প্রয়োজনীয়তাও তুলে ধরবেন।
ইকোনমিক টাইমসের রিপোর্টে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই ও জামায়াতে ইসলামীর যোগসাজশে কিছু উগ্রবাদী সেনা কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটানো হতে পারে এমন তথ্য দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের সেক্যুলার সরকারের পতনের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত। প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ওবামা এবং অন্যান্য মার্কিন নেতার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ওবামা-মোদি বৈঠকে বাংলাদেশ-ভারত দুই দেশে আল কায়েদার হুমকির বিষয়ও আলোচনায় থাকবে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।
বৃহস্পতিবার ইকোনমিক টাইমসে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটাতে চাইছে উগ্রবাদী ধর্মীয় সংগঠন জামায়াতে ইসলামী। এ নিয়ে ভারত উদ্বিগ্ন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শুক্রবার ২৭ সেপ্টেম্বর মোদি-হাসিনা বৈঠক হবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে মোদি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বলেছেন, শেখ মুজিব বাংলাদেশ সৃষ্টি করেছেন এবং তাঁর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ রক্ষা করেছেন। এই বৈঠকে মোদি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে শেখ হাসিনা উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কঠোর হাতে দমন করেছেন, যারা পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে লালিত ।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ঢাকা থেকে রিপোর্ট পেয়েছে, আইএসআইয়ের (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা জামায়াতে ইসলামী বাংলাদেশ সেনাবাহিনীর উগ্রপন্থী সদস্যদের মাধ্যমে হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র করেছে।
শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত জামায়াত নেতাদের বিচার শুরু করে। গঠনতন্ত্র থেকে ধর্ম বাদ দিতে অস্বীকৃতি জানানোয় জামায়াতকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়। এসব কারণে হাসিনা সরকারের প্রতি আরও কঠোর মনোভাব পোষণ করে আসছে জামায়াত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশ, ধারণা করা হচ্ছে, হাসিনা সরকার ও সেক্যুলারিজমের ওপর হুমকি বিষয়ে ওবামা ও যুক্তরাষ্ট্রের অন্যান্য নেতার সঙ্গে আলোচনা করবেন নরেন্দ্র মোদি। সূত্রের বরাতে জানানো হয়, মোদির আলোচ্যসূচীতে ভারত ও বাংলাদেশে আল কায়েদার হুমকির বিষয়টিও থাকছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.