নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

এক নজরে জিয়াউর রহমান এর কু-কীর্তি সমুহ

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০





১৯৭৫-এর ২৪শে অক্টোবরে সেনাপ্রধানকে পদচ্যুত করে উপসেনাপ্রধান থেকে সেনাপ্রধান।

বঙ্গবন্ধু হত্যার মাত্র ৪ মাস পর ৭৫’এর ৩১শে ডিসেম্বর, ৭২’এর ঘাতক দালাল আইন বাতিল করে ১১ হাজার যুদ্ধাপরাধীর মুক্তি,যাদের মধ্যে ৭৫২জন দন্ডপ্রাপ্ত।

জেল ও বঙ্গবন্ধুহত্যার সব তদন্ত বন্ধ করে দেয়া

১৯৭৬-এর ২৯শে নভেম্বরে প্রধান সামরিক শাসক সায়েমের বিরুদ্ধে ক্যু করে নিজে প্রধান সামরিক প্রশাসক

১৯৭৭এর ২১ শে এপ্রিলে আবার সায়েমকে সম্পূর্ণ কিকআউট করে রাষ্ট্রপ্রধান

১৯৭৭ এ অবৈধ ঘোষিত ধর্মভিত্তিকরাজনীতির অনুমতি।

১৯৭৭-এর ২২ এপ্রিলে ১৯৭২ এর শাসনতন্ত্রের ৩৮ অনুচ্ছেদের মূলপরিবর্তন এনে সংবিধানে সন্ত্রাস

১৯৭৭-এর ৭ই মে তে খুনিদের ক’জনকে পদোন্নতি এবং পুনর্বহাল

১৯৭৭-এর ‘হ্যাঁ-না’ ভোট

১৯৭৮-এর ৫ই এপ্রিলে নাগরিকত্ব আইন সংশোধন করে ১৯৭১-এর ঘাতক দালালদের নাগরিকত্ব দানের জন্য মন্ত্রনালয়কে আদেশ

১৯৭৯-এর ৫ই এপ্রিল ৫ম সংশোধনীকে আইনে প্রণীত করে জেল ওবঙ্গবন্ধু হত্যার বিচারের দ্বাররুদ্ধ করতে বিষাক্ত ইনডেমনিটি অধ্যাদেশকে আইন নতুন নাগরিকত্ব আইনের আওতায় পাকিস্তানের পাসপোর্ট হাতে রাজাকার গোলাম কে দেশে প্রবেশের অনুমতি

আব্বাসকে ৭৯তে জামাতের আমীর হতে দিয়ে,দেশে মৌলবাদ এবং জামাতের স্বাধীনতা বিরোধী সকল কার্যকলাপকে সাংবিধানীক বৈধতা ,

১৯৭২এর সংবিধানকে কেটে ছিরে নিজের ইচ্ছে মত সব কিছুকে জায়েজ করার নগ্ন প্রচেষ্টা।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩

নিলু বলেছেন: এই ঘটনাগুলি , জাতির বিবেক দিয়ে কি অনুধাবন করেন ?

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

আজকের বাকের ভাই বলেছেন: "১৯৭৭-এর ‘হ্যাঁ-না’ ভোট" কখনো খারাপ ছিল কী?
জিয়ার ভাল দিকগুলো আশা করছি আপনার কাছ থেকে। এই রকম একটি পোস্ট মুজিবের জন্য কী পেতে পারি?

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪

এসব চলবে না..... বলেছেন: আজকের বাকের ভাই বলেছেন: "১৯৭৭-এর ‘হ্যাঁ-না’ ভোট" কখনো খারাপ ছিল কী?
জিয়ার ভাল দিকগুলো আশা করছি আপনার কাছ থেকে। এই রকম একটি পোস্ট মুজিবের জন্য কী পেতে পারি?


এরকম একটা পোষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আপনার কাছে থেকেই আশা করছি। পাব নিশ্চই।
আর হ্যাঁ, ওটা খালি "মুজিব" হবে না। নামটা হবে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান" :)

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
জিয়ার কথা আসলেই মোনাফেক মনে আসে ।
বংগ বন্ধুর হত্যার ষঢ়যন্ত্রের কথা জেনেও
দেশনায়কের জীবন বাঁচাতে সে এগিয়ে আসে নাই
শুধুই খমতার মোহে ।

সেই খমতা ও আ্ররেক ষঢ়যন্ত্রেই সে অকালে বিলীন হয়েছে ।
যেমন হয়েছে- মীর যাফর। ক্লাইভ, ভুট্ট, টিক্কা খান, মোনায়েম খান, মোস্তাক, শাহা আজ়িজ ও আরো অনেকে ।
মোনাফেকরা কোন্দিন তামাদী হয়না, যা আমরা ইতিহাস থেকে জানতে পারি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.