নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
শেখ হাসিনা যে জাতির পিতার যোগ্য উত্তরসূরি, তা আরও একবার প্রমাণ করলেন। কোকোর মৃত্যুতে তার মায়ের কাছে ছুটে গিয়ে বিশাল হৃদয়ের পরিচয় দিলেন। তিনি না গেলেও কিছু হতো না। কিন্তু একজন মা অন্য আরেকজন মাকে সান্ত্বনার বাণী শোনাতে গিয়েছিলেন। কিন্তু সেটি হল না।
আমার মনে হয়, টেলিভিশনের সামনে সমগ্র দেশের মানুষ এ আশা নিয়ে দাঁড়িয়েছিলেন যে, হয়তো দু’জনের মধ্যে কথা না হলেও দেখা হবে। দেখা হলে ধীরে ধীরে অন্যান্য বিষয় নিয়ে পরবর্তী সময়ে কথা বলা যাবে। সে সম্ভাবনাও নষ্ট হয়ে গেল।
প্রধানমন্ত্রী যখন আসবেন, গেটের দরজা খোলা রেখে বিএনপির নেতারা তাকে অভ্যর্থনা দিয়ে বেগম জিয়ার রুমে নিয়ে গেলে মহাভারত অশুদ্ধ হতো? একজনকে টকশোতে বলতে শুনেছি, গেটের চাবি নাকি ছিল না। চাবি না থাকলে তালা ভাঙতে কতক্ষণ সময় লাগে?
গেটের চাবি যদি না-ই থাকে, প্রতিদিন তারা কোন পথ দিয়ে ঢুকে বেগম জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে যায়? প্রধানমন্ত্রী আসার ১০ মিনিট আগেও তো তারা ওই গেট দিয়ে আসা-যাওয়া করেছেন। যে ডাক্তার ইনজেকশন দিতে গিয়েছিলেন, তিনি কোন পথে বেগম জিয়ার কক্ষে গেলেন? এ রকম হাজারো প্রশ্ন আসে। একটা সম্ভাবনা নষ্ট হয়ে গেল চাটুকারদের জন্য।
শেখ হাসিনাকে ঢুকতে দেয়া হয়নি, সমগ্র জাতি এটা দেখেছে। ধিক্বার দিচ্ছে বিএনপিকে। প্রধানমন্ত্রী ছোট হননি বরং যারা বিএনপি করেন, তাদেরও মনে স্থান করে নিয়েছেন।
প্রধানমন্ত্রীর বেগম জিয়ার অফিসে যাওয়া কোনো রাজনৈতিক বিষয় ছিল না। স্পর্শকাতর একটি বিষয়। একজন মা তার সন্তান হারিয়েছেন, তাকে সান্ত্বনা দেয়াই ছিল উদ্দেশ্য। কিন্তু বিএনপির নেতারা এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেললেন। আমি সব বিএনপি নেতার কথা বলছি না। যারা বেগম জিয়াকে কুপরামর্শ দিয়ে এটা করেছেন, তাদের কথাই বলছি। ব্যারিস্টার মওদুদের মতো লোক যখন বলেন, ‘ভুল করেছে বিএনপি’ তখন এটাকে কীভাবে মূল্যায়ন করা যায়?
বিএনপি বারবার বলছে, তারা বোমাবাজি করছে না, সরকারি দলই করছে। সরকারি দল যদি করে, বিজিবি বা পুলিশ গুলি করলে সরকারি দলের লোকই তো মরার কথা। সাধারণ মানুষ এটাকে কীভাবে নেয়, কী বলে দোষারোপ করে, ওদিকে খেয়াল নেই বিএনপি নেতাদের। দেশটাকে শেষ করে দিতে পারলে হয়তো বিএনপির আন্দোলনের ষোলকলা পূর্ণ হবে। গত এক মাসে মানুষের জানমাল যেভাবে শেষ হয়ে গেল, আগামী কয়েক বছরে এগুলো পূরণ করা কি সম্ভব হবে? বিএনপি ক্ষমতায় গেলেও তো এগুলোর জের টানতে হবে।
যোগ্য বাবার যোগ্য কন্যা শেখ হাসিনা। আপনাকে সমগ্র জাতির পক্ষ থেকে অবনত মস্তকে শ্রদ্ধা জানাই। বেগম জিয়ার বাসায় গিয়ে আপনি সঠিক কাজ করেছেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনিই শুধু নিতে পারেন, আপনাকে আবারও সালাম। আপনার হাত দিয়েই এ দেশের মুক্তিকামী মানুষের মুক্তি আসবে। আপনার বিকল্প বাংলাদেশে নেই।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫
নিলু বলেছেন: লিখে যান
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১
এই আমি সেই আমি বলেছেন: সব কিছু ঠিকই চলছিল । প্রধানমন্ত্রী আসবেন খালেদা জিয়ার সাথে দেখা করবেন । কিন্তু ইতিমধ্যে লন্ডন থেকে ওহী এসে গেছে , দেখা হবে না । ব্যাস বিএনপির উর্বর মস্তিষ্কের নেতারা বের করে ফেললেন ইনজেকশন আর নেত্রী গেলেন ঘুমিয়ে । ইনিয়ে বিনিয়ে লাভ নেই । এরপর তারা যা করলেন তা স্রেফ ক্যারিকেচার । শাক দিয়ে মাছ ঢাকা যায় কিন্তু এরা চেষ্টা করছে মাছ দিয়ে শাক ঢাকতে ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০
অ িনর্বাি চত বলেছেন: নোংরা রাজনীতি করার জন্য ওনারা সেদিন খালেদার কার্যালয়ে গিয়েছিলেন। এই সরকার খালেদা জিয়াকে প্রকৃত শোক সহানূভুতি জানিয়েছেন ছেলে মারা যাওয়ার একদিন পরই। হুকুমের আসামি করে সহানূভূতির এক মহান দুষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। শিমূল বিশ্বাস কার্যারয়ে না আসতে বলার পরও ওনারা একটি ড্রামা করলেন। খালেদা তো দেশেই আছেন,দেখি কিভাবে দেখা না করেন।