নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

১লা বৈশাখ উপলক্ষে শতকোটি টাকার শাড়ি যাচ্ছে ভারতে

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪১



বাঙালির আদি আবহনে মাততে বরাবরের মত আর কিছু দিন পরেই আসছে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। সব ধর্মের মানুষ বিভেদ ভুলে উত্সবের এদিন সবাই মিশবে এক কাতারে। পাশ্চাত্যের আধুনিক পোশাক ও খাবার ছেড়ে প্রত্যেকের পরনেই থাকবে বাঙালিআনা রং-বেরংয়ের বাহারী পোশাক। ঘরে ঘরে রান্না হবে পানতা-ইলিশ, নানান পদের ভর্তা, পায়েশসহ নানা রকম মিষ্টান্ন। এদিন পুরুষের পছন্দ পাঞ্জাবি, পাজামা, ধুতি ও ফতুয়া। তেমনি নারীদের প্রজাপতি, ঢাক, ডোল, কুলা, ঘুড়িসহ বাঙালির ঐতিহ্যের প্রতীক সম্বলিত নকশা করা লাল পাড়, সাদা শাড়ি লাগবেই। এজন্য এই শাড়ির ব্যাপক চাহিদার কারণে সিরাজগঞ্জের হাজার-হাজার তাঁতী দিন-রাত এখন নানা রঙ্গের বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত। ৩শ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা মূল্যের এসব শাড়ি ইতিমধ্যেই ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান দখল করে নেয়ায় দীর্ঘ দিনের চলমান হরতাল অবরোধে ধস নামা এ ব্যবসায় এখন চাঙ্গাভাব দেখা দিয়েছে। এদিকে ভারতের তৈরি শাড়ির তুলনায় এখানকার শাড়ি আধুনিক ডিজাইন ও উন্নত মানের হওয়ায় এ উত্সবে রপ্তানি হবে শত কোটি টাকার শাড়ি।



বিশ্বের খ্যাতনামা ভারতের মুর্শিদাবাদের মসলিন কারিগড়দের বংশধরদের সিরাজগঞ্জের এনায়েতপুর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া, সদর উপজেলায় প্রায় দেড় লাখ হস্ত ও ইঞ্জিন চালিত তাঁত রয়েছে। আর এর সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় ১০ লাখ মানুষ। এরা মৌসুম ভেদে সারা বছরই শাড়ি-লুঙ্গি, গামছা, ধুতি, থ্রী পিছ উত্পাদন করে দেশের মানুষের চাহিদার বড় একটি অংশ মিটিয়ে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করে আসছে। এ ব্যাপারে তাঁত ব্যবসায়ী এনায়েতপুরের থানার গোপালপুর চড়কাদহ গ্রামের হাজী আব্দুল মোন্নাফ, রুপনাই গ্রামের হাজী বাবুল, খুকনী গ্রামের সফিকুল ইসলাম এবং শিবপুর গ্রামের মোহাম্মদ ইয়াহিয়া জানান, তিনটি উত্সবকে ঘিরে তাদের এই ব্যবসা পরিচালিত হচ্ছে। ঈদুল ফিতর, দুর্গাপূজা ও ঈদুল আজহার পর টানা কয়েক মাস ধরে রাজনৈতিক সহিংস কর্মসূচির জন্য ব্যবসায় মন্দাভাব চলে আসছিল। তবে এখন ব্যবসা জমে উঠেছে।

সুত্রঃ সফল বাংলাদেশ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪৫

শায়মা বলেছেন: কারণ বাংলাদেশের শাড়ি এখন সবচাইতে সুন্দর আর মানসন্মত।:)

২| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
ভারতের তৈরি শাড়ির তুলনায় এখানকার শাড়ি আধুনিক ডিজাইন ও উন্নত মানের হওয়ায় এ উত্সবে রপ্তানি হবে শত কোটি টাকার শাড়ি


পড়ে খুব ভালো লাগল ।
বাংলাদেশ আরো ভালো হউক কামনা করি ।

৩| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫৩

শায়মা বলেছেন: আমাদের জামদানী, মসলিন, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক, খাদি এসবের মত আর শাড়ী কি পৃথিবীর কোথাও আছে???



এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি

৪| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:২৩

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো পোস্ট । পড়ে ভালো লাগলো ।

৫| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুড নিউজ!!
ভারত এমনি ভাবে সব ব্যাপারে
বাংলাদেশের উপর নির্ভর করুক।

৬| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৯

সুকান্ত কুমার সাহা বলেছেন: ভাল সংবাদ!

৭| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৮

সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক ভালো লাগলো আপনার লেখাটি। বেশ আশা জাগানিয়া পোস্ট।

শুভেচ্ছা সবসময়

৮| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫০

তুষার কাব্য বলেছেন: শায়মা বলেছেন: কারণ বাংলাদেশের শাড়ি এখন সবচাইতে সুন্দর আর মানসন্মত। B-) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.