নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

দুর্বৃত্ত রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এখনই সময়

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

পাকিস্তানের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি এখন সারা দেশজুড়ে। রাজনীতির অভিধানে কূটনৈতিক সম্পর্ক সেই সব দেশের মধ্যেই গড়ে ওঠে যারা পরস্পরের প্রতি দায়িত্বশীল এবং শ্রদ্ধাশীল। অন্তরে যাই থাকুক কাগজে-কলমে কোনো বন্ধুপ্রতিম বা বন্ধুভাবাপন্ন দেশ পরস্পরের প্রতি কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখে। কিন্তু পাকিস্তান জন্ম থেকেই এমন একটি রাষ্ট্র যার সঙ্গে শিষ্টাচার, ভদ্রতা, মানবিকতা, সৌজন্যবোধ, কৃতজ্ঞতা, ভ্রাতৃত্ববোধ বিশেষণগুলো যায় না। একেবারেই যায় না। আগেও, এবারো পাকিস্তানে ক‚টনীতির আন্তর্জাতিক সীমারেখা লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, সেই লঙ্ঘনকে তারা ঔদ্ধত্যভরে উল্লেখও করেছে। একাত্তরের মানবতাবিরোধী ভয়াবহ এবং নৃশংসতম যুদ্ধাপরাধ বিষয়ে তারা বরাবরই শিষ্টাচারবহির্ভূত আচরণ করে আসছে। এ বিষয়ে সামান্যতম ভদ্রতাও তারা দেখাতে ব্যর্থ হয়েছে। প্রতিশ্রæতি দিয়েও আটকেপড়া পাকিস্তানিদের বিষয়ে তারা কোনো রকম মানবিকতা দেখায়নি। আন্তর্জাতিক অঙ্গনের চাপ, জাতিসংঘের চাপ উপেক্ষা করে তারা জাতিসংঘের সহায়তায় মানবেতর অবস্থায় বসবাসকারী আটকেপড়া পাকিস্তানিদের প্রতি সামান্যতম মানবিকতা দেখায়নি। সরাসরি তাদের ফেরত নিতে অস্বীকার করেছে। যেখানে আটকেপড়া পাকিস্তানিরা নিজেদের ‘পাকিস্তানি’ বলে পরিচয় দিচ্ছেন সেখানে তাদের অস্বীকার করে পাকিস্তান ভ্রাতৃত্ববোধের কবর রচনা করেছে। একাত্তরে যে তাদের হাজার হাজার বন্দি সেনাকে জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দির মর্যাদা দিয়ে দেশে ফেরত দেয়া হয়েছিল সেই কৃতজ্ঞতাটুকুও পাকিস্তান কখনো দেখায়নি। এ রকম শিষ্টাচার, ভদ্রতা, মানবিকতা, সৌজন্যবোধ, কৃতজ্ঞতা, ভ্রাতৃত্ববোধহীন একটি দেশের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক আমাদের কোন উপকার করছে বা করবে সেটা দুঁদে পররাষ্ট্রবিষয়ক পণ্ডিত ব্যক্তিরা বলতে পারবেন, তবে সাদা চোখে আমরা দেখি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এত ভঙ্গুর এবং সাধারণ যে তা বন্ধ হলে কিংবা স্থগিত হলে বাংলাদেশের ভয়াবহ কোনো ক্ষতি বৃদ্ধি ঘটবে না। বরং বাংলাদেশের রাজনীতিতে কুচক্রী ইন্ধন এবং নিত্য-নতুন ষড়যন্ত্র বন্ধ হবে। এখন যেমন ক‚টনৈতিক সম্পর্কের ফাঁক গলে বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসের বীজ বুনে চলেছে পাকিস্তানের আইএসআই (ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স)। এই ভয়াবহ খবরটি আগে ‘সন্দেহমূলক’ থাকলেও এখন একেবারে খুল্লামখুল্লা! প্রকাশ্য দিবালোকে দৃশ্যমান। সুত্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.