নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

সখা তুমি কার? মুক্তিযুদ্ধের না রাজাকারের?

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১


জনাব আপনি সেকেন্ড ইস্ট বেঙ্গলের একজন সেনা অফিসার ছিলেন। সেনা বিদ্রোহের দায়ে বিএনপির প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাস আপনাকে বরখাস্ত করে এক কাপড়ে বিদায় করেন। এত দ্রুত ভুলে যান কি করে? ১৯৯৬ সালে শেখ হাসিনার দয়ায় আপনার পেনসনের ব্যবস্থা হয়।চোরের মায়ের বড় গলা, প্রমাণে আপনি ঝাপিয়ে পরেন।
শুরু থেকেই আপনি মুক্তিযোদ্ধা নামধারী বর্ণচোরা জামাতের এজেন্ট। আপনাকে গণভবনে দাওয়াত দেয়াই ছিল মস্ত ভুল।
আর গণভবনে ঢুকতে দেয়া হয়নি সে দুঃখে, রাজাকার শিরোমনি গোলাম আজম’এর ছেলে আপনার ব্যথায় কাতর হয়। সব শেয়ালের এক রা। কোন সহযোদ্ধা আপনার দুঃখে সমবেদনা জানান নি, কেননা তারা আপনার কুচক্রী ও রাজাকারের এজেন্টের স্বরূপ জানতেন।
দুই নেত্রী যখন জেলে, আপনি তখন বিশেষ মহলের ইন্ধন ও টাকায় নিজ কল্যাণের উদ্দেশ্যে কল্যাণ পার্টি গঠন করে ক্যান্টনমেন্ট আসন থেকে ইলেকশন করে মাত্র ৬০ ভোট পান। আপনি যে কুচক্রী ও রাজাকারের এজেন্ট তা ভোটের মাধ্যমে জনতা জানিয়ে ছিল।
কয়লা ধুলে ময়লা যায় না। রাজাকার আজীবনই রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবনই মুক্তিযোদ্ধা তার চেতনায় থাকে মুক্তিযুদ্ধ। স্বার্থের কারণে তারা রঙ পালটান না, রাজাকারের সাথে আতাত ও করেনা। আপনার মত জামাতের পোষা এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি বলে জাতি তার ভুল শোধরানোর সুযোগ পেয়েছে।
আপনার বীরপ্রতীক খেতাব ফিরিয়ে দিন, সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমই।
আপনি হলেন বাংলাদেশের রাজাকার সমর্থিত ১নং আসল ভেজাইলা মুক্তিযোদ্ধা।


নাইলে কোন মুক্তিযোদ্ধা শিবিরের কাছ থেকে সম্মাননা নেন? আসল মুক্তিযোদ্ধারা কি শিবিরের সাথে থাকে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

চাদের জোসনা বলেছেন: আহারে!‍! ব্যাটা মুক্তিযোদ্ধা হয়েও আম্লিগ করে না , আবার দাবী করে মুক্তিযোদ্ধা'? ছাইাপাশ ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

বাকপ্রবাস বলেছেন: রাজাকারেরা যুদ্ধও করে সেইটাও জানলাম, আবার সেই রাজাকারকে বীর প্রতিক সম্মানে ভূষিত করা হয় সেইটাও জানলাম। কবে সেই খেতাব ফিরিয়ে নেয়া হবে সেই অপেক্ষায় থাকলাম। যেহেতু সে রাজাকার নিজ থেকে ফিরিয়ে দেবেনা, ছিনিয়ে আনতে হবে। দায়িত্বটা ছাত্রলীগকে দেয়া যেতে পারে।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

মঞ্জু রানী সরকার বলেছেন: থলের বিড়াল বেড়িয়ে গেণ

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

হাসান নাঈম বলেছেন: শিবির থেকে সংবর্ধনা নিলে মুক্তিযোদ্ধা থাকা যায় না - কিন্তু রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দিলেও কোন সমস্যা হয় না যদি সে ওয়ামী লীগের সাথে থাকে - তাই তো?

আপনারা এত ঘুরিয়ে পেচিয়ে না বলে সরাসরি বলে দিলেইতো পারেন - আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না। তাহলেইতো ল্যাঠা চুকে যায়। সংসদতো পুরটাই আপনাদের - প্রয়োজনে সংবিধান বদলিয়ে লিখে দিন 'আওয়ামী লীগের প্রতি বিশ্বস্ত না থাকিলে কাউকে মুক্তিযোদ্ধা বলা যাবে না'।

এখানে শুধু শুধু মিথ্যা কাহীনি বানিয়ে লাভ কি? ওনার বীর প্রতীক উপাধীটাও কি আপনার নেত্রী '৯৬ সালে দিয়েছিলেন??

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

শাহবাগ​-মতিঝিল বলেছেন: শিবির থেকে সংবর্ধনা নিলে মুক্তিযোদ্ধা থাকা যায় না - কিন্তু রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দিলেও কোন সমস্যা হয় না যদি সে ওয়ামী লীগের সাথে থাকে - তাই তো?

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

মিথুন আহমেদ বলেছেন: সকল খেতাবধারী, অখেতাবধারী বীর মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের চেতনার দন্ড সমুন্নত রাখতে হলে অবশ্যই দাদাবাবুদের পদচুম্বন করে আগামি বছরের ভিতর আম্লীগে যোগদান করিতে হইবে এবং মুক্তিযুদ্ধের চেতনা চেতনা চেতনা চেতনা বলে মুখে ফেনা তুলে এই দলের গুণকীর্তণ করিতে হইবে । নচেৎ আপনার কপালে রাজাকারের তিলক পরিয়ে দেওয়া হইবে। ও আর একটা কথা চেতনাটা কি "মুক্তিযুদ্ধ" নাকি "ইন্দো-পাক" যুদ্ধ জিজ্ঞাসা করে নিবেন ? কারণ কয়দিন ধরে দেখতে পাচ্ছি আমাদের "মুক্তিযুদ্ধ" কে "ইন্দো-পাক" যুদ্ধ বলার পরও চেতনাধারিদের কোন বিকার নাই।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

ভোরের সূর্য বলেছেন: আসল মুক্তিযোদ্ধারা কি শিবিরের সাথে থাকে?

ঠিক বলেছেন। আমারও এটাই প্রশ্ন আপনার কাছে যে মুক্তিযুদ্ধের একমাত্র দল এবং মুক্তিযোদ্ধাদের একমাত্র দল কিভাবে জামায়ত শিবিরের কে১৯৯০ সালের এরশাদ হটাও আন্দোলন করে? শুধু তাই না ১৯৯৬ সালের অসহযোগ আন্দলনের সময়েও কিভাবে জামায়াত কে নিয়ে আওয়ামীলীগ গণ আন্দোলন করে? দয়া করে এই প্রশ্নের জবাব দিলে খুব বাধিত হব।
খুজলে এরকম ছবি অনেক পাওয়া যাবে।একটিই দিলাম।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

রং-নাম্বার বলেছেন: যে আওয়ামীলীগ কাদের সিদ্দিকীকে রাজাকার বলতে পারে...আর শেখ মুজিব হত্যার পর ট্যাংকের উপর নাচানাচী করা ইনুকে মন্ত্রী করতে পারে...।তাদের এমন মন্তব্যে অবাক হবার কিছু নাই... সরকারের গেজেট প্রকাশ করা উচিৎ যারা আওয়ামীলীগ করেনা কিন্তু মুক্তিযোদ্বা খেতাব প্রাপ্ত..হয় আওয়ামীলীগে যোগ দাও না হলে মুক্তিযোদ্বা সনদ ফেরত দিতে হবে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.