নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

ভোট হবে, মানুষ পোড়ানোর অপরাধের বিচারও যেন হয়

২৪ শে মে, ২০১৭ ভোর ৬:৫৪



২০১৯ সালের শুরুতে বা ২০১৮ সালের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। বিএনপিও প্রস্তুতি নিচ্ছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আজ বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এমনকি তারা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ভিশন ২০৩০ বাস্তবায়ন করবে বলেও দাবি করেছেন তিনি। অবশ্য মওদুদ আহমদের এই বক্তব্যের আগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ এর মাধ্যমে মূলত: নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায়ও দলটির নির্বাচনী আমেজের বিষয় ফুটে উঠেছে। জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে তাদের ৯০০ জন প্রার্থী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব বিষয় পর্যবেক্ষণ করলে বুঝা যায়, ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে দলটি যে ভুল করেছিল, সেই একই ভুল তারা দ্বিতীয়বার করতে চায় না। তাদের এমন বোধদয়ের ফলে নির্বাচনমুখী হওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, সংসদীয় গণতন্ত্র চর্চার দেশে কার্যকর সংসদ গড়ে তোলা ব্যতীত রাজনৈতিক দলগুলোর অন্য কোন পথ নেই। আর কার্যকর সংসদ গড়ার ক্ষেত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে বিএনপি দেশব্যাপী তৃণমূলে যোগাযোগ বাড়ানোসহ যেসব নির্বাচনমুখী কার্যক্রম শুরু করেছে তা প্রশংসনীয়। কোন দাবি থাকলে নির্বাচন বর্জন না করে তারা সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে পারে। এক্ষেত্রে বর্তমান সরকারেরও এগিয়ে আসার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের সংঘটিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি কখনোই কাম্য নয়। তাই নির্বাচনের জায়গায় নির্বাচনকে রেখে ওইসব ঘটনার উপযুক্ত বিচারও করতে হবে। মানুষকে পুড়িয়ে মারার মতো অপরাধ শুধু যেন বক্তৃতা-বিবৃতির বিষয় না হয়, উপযুক্ত বিচারও যেন হয়।
সুত্র

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ সকাল ৭:১৯

জগতারন বলেছেন:
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের সংঘটিত ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি কখনোই কাম্য নয়।
তাই নির্বাচনের জায়গায় নির্বাচনকে রেখে ওইসব ঘটনার উপযুক্ত বিচারও করতে হবে।
মানুষকে পুড়িয়ে মারার মতো অপরাধ শুধু যেন বক্তৃতা-বিবৃতির বিষয় না হয়, উপযুক্ত বিচারও যেন হয়।

সহমত!

২| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৪৬

টি ইউ রিয়াদ বলেছেন:

৩| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৫৫

সরল অংক বলেছেন: লগি বৈঠার বিচার হয়েছিলো, ভায়া ??? আর মানুষ পোড়ানোর কাহিনী সবাই জানে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.