নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
রাজধানীর দুই বেসরকারি মেডিকেল কলেজের দুই অধ্যাপকের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
তারা হলেন- উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. ওমর আলী (বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ৫৮২০) ও শাহাবুদ্দিন মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস্ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কুররাতুল আইনুল ফরহাদ (বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ-২৩৯৪১)।
বিএমডিসি সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা সংক্রান্ত অভিযোগের সত্যতা মিলেছে। এ কারণে তিন মাসের জন্য ডা. ওমর আলীর এবং ছয় মাসের জন্য কুররাতুল আইনুল ফরহাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে।
বিএমডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ স্থগিতাদেশ গত ১৭ জুন থেকে কার্যকর হবে। এ সময় তারা চিকিৎসক হিসেবে কোনো প্রকার সেবা প্রদান করতে পারবেন না।
এছাড়া চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়েও তারা শিক্ষকতার দায়িত্ব পালন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৭ সকাল ১০:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাত্র তিন মাস আর ছয় মাস? আই ওয়াশ ছাড়া আর কিছু নয়।