নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
এমন এক কঠিন সময়ে আমরা, কোনটা আসল কোনটা নকল– সেটাও বোঝা যায় না; এই যেমন ফরহাদ মজহার। কী টেনশান কী টেনশান! একদল বলছে: নিয়ে গেছে, তাঁকে গুম করা হয়েছে। আরেকদল বলছে: নাটক।
আমরা মাঝখানে চ্যাপটা হয়ে ভাবছি আসলে কোনটা গো?
যাক এ যাত্রায় গুজব ও পানি ঘোলায় কম কামিয়াব যারা তারাই জয়ী হয়েছে। এ কথা বললাম কেন? এ দেশের ইতিহাস যারা জানেন তারা চোখ বুঝলেই দেখবেন বিএনপি ধর্মান্ধ আর পঁচাত্তরের খুনিরা কেমন গুজব ছড়াত। সেসব গুজবে কত সর্বনাশ হল, তবু জাতির হুঁশ ফেরে না। অন্যদিকে আওয়ামী লীগ ও প্রগতিবাদীরা যত রাগ করতে জানেন, কৌশলে ততটাই বোকা।
এবার ফরহাদ মজহারের নাটক কেমন জানি একপেশে আর দুর্বল। এই লোক আজ থেকে নয়, দীর্ঘসময় ধরে স্ববিরোধী আচরণ আর কাজকর্মে ব্যস্ত। একসময় তাঁকে সবাই মার্ক্সবাদী মনে করতেন। তখনই আমার সন্দেহ ঘনীভূত হচ্ছিল। তাঁর কলাম তখন দেশের প্রগতিশীল কাগজ নামে পরিচিত পত্রিকার পাতায় পাতায়। দিনমান সব দোষ আমেরিকা সাম্রাজ্যবাদের ওপর চাপিয়ে দিনশেষে ছুটতেন আমেরিকায়। দেখুন কী ভণ্ডামি! যতদূর জানি, তাঁর ছেলে বা মেয়ে এখনও ওখানে। দোষের কিছু নেই; আমরাও বাইরে থাকি।
কিন্তু ‘দুশমন’ বলে ঘোষিত দেশে সন্তান না পাঠিবে মিত্র মনে করা হিজবুত তাহেরির দেশে তাদের পাঠালেন না কেন? ঠিক বামদের মতো! কথায় কথায় সোভিয়েত-চীন বন্দনা, সন্তান থাকে আমেরিকা, কানাডা বা প্রশান্তপাড়ের কোনো দেশে।
‘ফরহাদ মজহার হইতে সাবধান’ নামে ‘সংবাদ’-এ কলাম লিখে বিরাগভাজন হলেও জানতাম একসময় বাংলার ভুয়া বামের মুখোশ খুলবেই। অতঃপর দেশের পরিবেশ শাসনভার বদলালে বাম পরিণত হলেন ঘোর রামে। জানা গেল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন উগ্রবাদের সঙ্গেও যোগ আছে তাঁর। এক পায়ে নূপুর বেঁধে হরিনাম সংকীর্তন করা ফরহাদ মজহার হয়ে গেলেন মৌলবাদী।
এই কারণে আমি সব সময় বলি: জামাতিরাই ভালো। তারা তাদের আদর্শ আর নিষ্ঠায় অবিচল। তারা বিধর্মীদের নিয়ে রাজনীতি করে, মারামারি বা নাটক করে না। এসব বাম, বিএনপি আর দালালেরাই যত নষ্টের গোড়া। ফরহাদ মজহার এবার যে ‘ধরা’টা খেলেন তারপর আমরা কী বলব?
কোন মানুষ অপহৃত হওয়ার জন্য ফোনকল পেয়ে বাইরে যায়? সাতসকালে আপনি ব্যাগ গুছিয়ে পিন চার্জার নিয়ে কোথায় যাচ্ছিলেন জনাব? টিকেট কাটলেন তা-ও গফুরের নামে। এদিকে যারা নাটের গুরু তারা রাত পোহাবার আগেই বিবৃতি নিয়ে হাজির। জনাব রিজভিকে প্রায়ই দেখি গম্ভীর মুখে কী সব বলেন। বিএনপির নেতারা পাহাড়ের ঘটনার দশদিন পর রিআ্যাক্ট করেন, দেশের কোনো সুখ-দুঃখে থাকেন না।
ফরহাদ মজহার আড়াল হতেই ঝাঁপিয়ে পড়লেন কেন? এই যে অতি উৎসাহ এতেই কিন্তু অবিশ্বাসের জন্ম। শেষতক আবারও ‘ধরা’ খেলেন বিএনপির নেতারা। কারণ, ফরহাদ মজহারকে বোঝা দায়।
আমার ধারণা, তিনি উভয় দিক ম্যানেজ করেছেন। যাদের জন্য গায়েব হওয়ার কথা তাদের জন্য গায়েবের নাটক আর ফিরলে যাদের লাভ তাদের জন্য ধরা খাওয়া! মারহাবা!
তবে একটা কথা, এমন ‘গায়েব’ বা ‘গুম’ বা ‘অন্তর্ধান’ আমরা দেখতে চাই না। দেশে সহজ স্বাভাবিক ও সুন্দর জীবন কাটানো মানুষের অধিকার। এই নাটকের রহস্য উন্মোচনের দায় সরকারের। এ যাবৎ যা আলামত তাতে নাটকের পর্দা উঠলে তারাই লাভবান হবেন, আর তা না হলে মানুষের মনে গুজব আর সন্দেহ দানা বাঁধবে।
আর একটা কথা সত্য: বাম পচলে তার ধারেকাছে যেতে নেই। আম পচলেও কাজে লাগে, বাম পচলে জাতির সর্বনাশ ছাড়া আর কোনো কাজে লাগে না! একদা কবি, লেখক, বামপন্থি নামে পরিচিত ফরহাদ মজহারের জীবন ও নাটক থেকে শিক্ষা নিয়ে যারা সটকে পড়বেন তারাই ভালো থাকবেন।
র্যাবকে ধন্যবাদ নাটকের দৃশ্য বাড়তে না দেওয়ার জন্য। জীবনের এই প্রান্তে, শেষ বয়সে এমন নাটকে অংশ নেওয়া কুশীলবেরা আমাদের সুশীল? আর যদি এই ঘটনায় বিন্দুমাত্র সত্যতা থাকে তাহলেও আমরা হতাশা হওয়া ছাড়া কী করতে পারি?
সুত্র
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪
গরল বলেছেন: এ ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারই দায়ী। বনানীতে একসাথে চার নিরীহ যুবককে ধরে নিয়ে যার তার মধ্যে একজন আমার বন্ধুর মামাত ভাই। কোন কারণ ছাড়াই চার মাসেরও বেশী দিন আটক রেখে ছেড়ে দেয়। এক ডাক্তারকে পুলিশ এসকর্ট দিয়ে সাদা মাইক্রোবাস এ তুলে নিয়ে চার মাস পর ছেড়ে দেয়। অনেকে আবার ফিরেও আসে নাই। এটা এখন অহড়হ ঘহটছে, তাই মানুষ বিশ্বাসও করছে। এটার সুযোগ নিয়ে কেউ যদি নাটক বা কাহিনী তৈরী করে তার দায় সরকারের। এখন সরকার যতই বলুক এটা সাজান বা সরকারে কোন ইন্ধন নেই, মানুষ তা বিশ্বাস করবে না।