নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন দ্য নটোরিয়াস ওয়ান! শুভ জন্মদিন তাজউদ্দিন আহমেদ!

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১:১৯


১৯৭২ সাল, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারার সাথে মিটিং এ বসেছেন তাজউদ্দীন আহমেদ। প্রাথমিক আলোচনার পর বিস্তারিত আলোচনার জন্য ম্যাকনামারা, তাজউদ্দীন আহমদ এবং সিরাজুদ্দিন সাহেব যখন বসলেন, তখন ম্যাকনামারা জানতে চাইলেন বাংলাদেশের জন্য কোথায় কী ধরনের সাহায্য দরকার।
তাজউদ্দীন আহমদ বললেন, 'আমাদের যা দরকার তা আপনি দিতে পারবেন কি-না আমার সন্দেহ আছে।'
ম্যাকনামারা বললেন, 'মিস্টার মিনিস্টার, আপনি বলুন, আমরা চেষ্টা করব দিতে।'
তখন তাজউদ্দীন আহমদ বললেন, 'মিস্টার ম্যাকনামারা, আমার গরু এবং দড়ি দরকার। যুদ্ধের সময় গরু সব হারিয়ে গেছে। এখানে-ওখানে চলে গেছে, মরে গেছে। পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিয়েছে, চাষিরা এদিক-সেদিক পালিয়ে গেছে, তখন গরু হারিয়ে গেছে। এখন যুদ্ধ শেষ, চাষি ফিরেছে কিন্তু গরু নাই, তাই চাষ করবে কীভাবে? কাজেই আমাদের অগ্রাধিকার চাহিদা হলো গরু।'
ম্যাকনামারার চোখ-মুখ লাল হয়ে যাচ্ছে।
তাজউদ্দীন আহমদ বললেন, 'আর আমাদের সমস্ত দড়ি তো পাকিস্তানিরা নষ্ট করে ফেলেছে, এখন গরু পেলে গরু বাঁধতে দড়ি প্রয়োজন। গরু এবং দড়ি প্রয়োজন খুব তাড়াতাড়ি, না হলে সামনে জমিতে চাষ হবে না।'
অস্বস্তিকর এই মিটিং শেষে যখন তাজউদ্দীন আহমেদ কে জিজ্ঞেস করা হল, আপনি কেন এরকম করলেন।
উনি বললেন, 'কেন, গরু ছাড়া কি চাষ হয়?'
মহা চটেছিলেন তিনি, বললেন, 'এই লোকটি তো আমেরিকার ডিফেন্স সেক্রেটারি ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিতে চেয়েছে আমেরিকা। আমাদেরকে স্যাবোটাজ করেছে। শেষ পর্যন্ত সপ্তম নৌবহর পাঠিয়েছে আমাদেরকে ধ্বংস করে দিতে। আর তার কাছে সাহায্য চাবো আমি?'
শুভ জন্মদিন দ্য নটোরিয়াস ওয়ান।
শুভ জন্মদিন তাজউদ্দিন আহমেদ

মন্তব্য ৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ২:২০

বজ্রকুমার বলেছেন: সালাম রইল এই মহান মানবের প্রতি এবং রইল জন্মদিনের শুভেচ্ছা।

২| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭

প্রোলার্ড বলেছেন: উনি নাকি ২৫.০৩.১৯৭১ এ বঙ্গবন্ধু পাকিস্তানীদের হাতে গ্রেফতার হবার আগে বারংবার রিকোয়েস্ট করছিলেন উনাকে স্বাধীনতা ঘোষণা দেবার জন্য ? উত্তরে উনাকে বলা হয়েছিল যে - ২৭ তারিখ হরতাল দেওয়া আছে , নাকে তেল দিয়ে ঘুমাও?

তাজুদ্দিন সাহেবের কোন এক মেয়ে নাকি এসব কাহিনী নিয়ে বই ছাপিয়েছে?

৩| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৩

চিটাগং এক্সপ্রেস বলেছেন: শুভ জন্মদিন বঙ্গতাজ। মুক্তিযুদ্ধের সময় সকল দেশি বিদেশি চক্রান্তকে নস্যাৎ করে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়ার জন্য বিনম্র শ্রদ্ধা।

৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

এইচ আর খান বলেছেন: স্বাধীনতার সবচাইতে বড় স্বপ্নদ্রষ্টা এবং তার মতো এতো মেধাবী ও দেশপ্রেমী নেতা এই দেশে খুবই কম আছে। সময়ের পরিক্রমায় হয়তো তিনি কিছুটা আলোচনার বাইরে তবুও বঙ্গতাজের ইতিহাস এবং তার কর্মযজ্ঞের কথা যারা জানেন তাদের কাছে এবং এই দেশের বেশীরভাগ মানুষের হ্রদয়ে তিনি বেচে থাকবেন আজীবণ।

৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:০১

সনেট কবি বলেছেন: দেশের সেরা সন্তানদের মনে রাখা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.