নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

টাটার কাছে কত চেয়েছিল তারেক?

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৬


২০০৫ সাল, ৮ মে। বিএনপি-জামাত জোট ক্ষমতায়। জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান প্রচণ্ড ব্যস্ত। মিডিয়ার সব ক্যামেরা তাঁর দিকে। মাহমুদুর রহমান ঘোষণা দিলেন, টাটা বাংলাদেশে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এটা হবে, বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ। টাটা এখানে সার কারখানা করবে, ইস্পাত কারখানা করবে। বাংলাদেশ নির্ধারিত মূল্যে ২৫ বছরের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবে। টাটা প্রতিনিধি দলের সঙ্গে উচ্ছ্বসিত জ্বালানি উপদেষ্টা। টাটার প্রতিনিধিরাও উচ্ছ্বসিত। প্রাথমিক এই প্রস্তাব নিয়ে আলোচনা চলল। গ্যাসের মূল্য নিয়ে চলল দরকষাকষি। টাটা বিকল্প প্রস্তাব দিল। ৩ দশমিক ১০ মার্কিন ডলার প্রতি ঘনফুট গ্যাসের দাম নির্ধারিত হলো সার কারখানা প্রকল্পের জন্য। আর ২ দশমিক ৬০ ডলার স্টিল কারখানার জন্য। সংশোধিত প্রস্তাবে টাটা বাংলাদেশ সরকারকে ১০ শতাংশ মালিকানা দেবারও প্রস্তাব করল। আলোচনা চূড়ান্ত ধাপে পৌঁছাল। জ্বালানি উপদেষ্টা ঘোষণা করলেন অক্টোবরের মধ্যে তারা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবেন।

এর মধ্যে খবর এলো, তারেক রহমান টাটার উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে একান্তে বৈঠক করতে চান। টাটা খুশিই হলো। তারেকের ইচ্ছা বৈঠক করবেন ভারতে। টাটার তখন সর্বোচ্চ কর্তা রতন টাটা। রতন টাটা আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানালেন তারেক রহমানকে। তারেক রহমান আমন্ত্রণ পত্র ছুড়ে দিলেন। তিনি জানালেন তিনি একা যাবেন না, তাঁর সঙ্গে যাবেন গিয়াসউদ্দিন আল মামুন এবং সিলভার সেলিম। টাটার মধ্যস্থতাকারীদের চোখ চড়কগাছ। এরা কারা? ঢাকায় ভারতীয় দুতাবাসের দ্বারস্থ হলেন টাটা। ভারতীয় দূতাবাস জানাল, এরা তারেকের ব্যবসায়িক পার্টনার।

টাটা তিনজনকে নিমন্ত্রণ পাঠালেন। তিনজন গেলেন। টাটার সদর দপ্তরে। রতন টাটা তাঁদের অভ্যর্থনা জানালেন। টাটার সর্বশেষ প্রস্তাবের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হলো। কথাবার্তা চলল কিছুক্ষণ। তারেক একপর্যায়ে জানালেন, তিনি একান্তে রতন টাটার সঙ্গে কথা বলতে চান। একান্তে কথা বলার সময় তারেকের পাশ থেকে গিয়াসউদ্দিন আল মামুন সরাসরি প্রশ্ন করলেন আমাদের কমিশন কত? রতন টাটা প্রথমে বুঝতে পারলেন না। তাঁকে এবার আরও স্পষ্ট করা হলো। রতন টাটা মনে করলেন তরুণরা বোধহয় তাঁর সঙ্গে রসিকতা করছে। কিন্তু কিছুক্ষণ পর তাঁর ভুল ভাঙল।

রতন টাটা বললেন, এ ধরনের কমিশন দেওয়ার কোনো সিস্টেম টাটার নেই। তিনি বললেন, টাটার বিস্তৃতি বিশ্বব্যাপী। সর্বত্রই টাটা তার সুনাম নিয়ে কাজ করে। ঘুষ বা কমিশন টাটার রীতিবিরুদ্ধ।

তারেক নাছোড়বান্দা। বললেন, বাংলাদেশ সরকারকে ১০ শতাংশ মালিকানা দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে? রতন টাটা জানালেন এটি ইকুইটি পারটিসিপেশন। বিদেশি বিনিয়োগের জন্য এটা অপরিহার্য শর্ত। তারেক দাবি করলেন ওই ১০ শতাংশ গিয়াসউদ্দিন মামুনের ওয়ান লিমিটেডের নামে দিতে হবে।

রতন টাটা ঝানু ব্যবসায়ী, বুঝলেন এরা বাংলাদেশের ক্যানসার। বুঝতে চাইলেন এদের দুর্নীতির গভীরতা কতটুকু। চেয়ার থেকে উঠে কফি নিলেন। কফিতে চুমুক দিয়েই অন্য খেলায় মেতে উঠলেন রতন টাটা। জানতে চাইলেন, তোমাদের ডিমান্ড কী, অ্যাট এ গো তোমরা কত চাও? মামুন বললেন ২০০ কোটি ডলার এখন আর নির্বাচনের সময় ১০০ কোটি ডলার। রতন টাটা জানতে চাইলেন কীভাবে নেবে? মামুন জানাল, আমাদের বিদেশে অ্যাকাউন্ট আছে, সেখানে। রতন টাটার মাথায় তখন খুন চেপেছে, তিনি জানতে চাইলেন কোন দেশে? মামুন বললেন ‘ দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া’। রতন টাটা সবগুলো ব্যাংক ডিটেইলস চাইলেন। মামুন, তার ব্রিফকেস থেকে কাগজ বের করলেন। রতন টাটা কাগজটা নিয়ে জানালেন, সি ইউ সুন’। বৈঠক থেকে বেরিয়ে যাবার সময় তারেক বলল প্রথম টুকু ক্লিয়ার হবার পরই এমওইউ সাইন হবে। রতন টাটা করমর্দনের হাত বাড়িয়ে বললেন ‘অফ কোর্স’।

তিনজনকে বিদায় দিয়ে, বৈঠকের কনফিডেনসিয়াল রিপোর্ট তৈরি করলেন রতন টাটা। ভারত সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হলো গোপন নোট। আর এই নোট যেদিন দিল্লিতে পাঠানো হলো, সেদিনই টাটা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাংলাদেশ প্রকল্প বাতিল ঘোষণা করল। রতন টাটার এই নোট শেষ পর্যন্ত ড. মনমোহন সিং পর্যন্ত গিয়েছিল।
সূত্র

মন্তব্য ৪৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ!
বিযয়টা সম্পূর্ণ জানতাম না
আজ বুঝলাম।

৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৭

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:৫৩

এম আর তালুকদার বলেছেন: হায়রে অভাগা দেশ তুমি ভাল কিছু না পেলেও কিছু রাজনীতি ব৽বসায়ী পেয়েছো...

৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৭

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

৩| ৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৬

নতুন বিচারক বলেছেন: এখানে দেখছি সবাই টাকার কেনা গোলাম।

৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৭

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

৪| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩৩

জগতারন বলেছেন:

এ বিষয়ে কিছু জানতাম এত বিস্তারিত জানতাম না।
ধন্যবাদ তালপাতারসেপাই এমন একটি পোষ্ট দেয়ার জন্য।

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৭

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

৫| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩৬

তালপাতারপাখাই বলেছেন: জানতে ভালো লাগে ।

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৭

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

৬| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৪

টারজান০০০০৭ বলেছেন: এখনকার বিনিয়োগ গুলোতে কাহাকে কত পার্সেন্ট দিতেছে ?

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪০

তালপাতারসেপাই বলেছেন: ০০৭ এর কাজ আমাকে দিয়ে হবে?

৭| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯

মুন্না৩৮ বলেছেন: যাই দিয়ে থাকুক ফ্রিতেতো আর ট্রান্সপোর্ট, নৌবন্দর সমুদ্রবন্দর ব্যবহার করতে দেয়নি!

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪১

তালপাতারসেপাই বলেছেন: "মুন্না৩৮ বলেছেন: যাই দিয়ে থাকুক" মানে কি?

৮| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪

প্রোলার্ড বলেছেন: মাহমুদুর রহমান ঘোষণা দিলেন, টাটা বাংলাদেশে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

০ ১ বিলিয়ন = ১০০ কোটি , ৩ বিলিয়ন = ৩০০ কোটি।

মামুন বললেন ২০০ কোটি ডলার এখন আর নির্বাচনের সময় ১০০ কোটি ডলার।

০ মানে ৩০০ কোটি ডলারের সবকিছুই তারেক মামুনের পেটে ?

৩.১ ডলার এ তারা গ্যাস পেতে যাচ্ছিল বাংলাদেশের কাছ থেকে । মায়ানমার ৪.৮৫ এর কমে দেবে না বলেছিল । কলিকাতাও সম্ভবত ৪ ডলারের নিচে যেতে চাইছিল না । ব্যবসায়ী তো , যেখানে কমে পাবে সেখানেই ছুটবে।

মাহমুদুর রহমান ব্যাপারটা নিয়ে বেশ শোরগোল করেছিলেন । ফলে টাটাকে টাটা নিতে হয়েছিল । এখন কাহিনী ফাঁদতেছে তারেক-মামুনকে নিয়ে । তারেককে হাসিনার আমলেই কোন এক আদালত খালাস করে রায় দিয়েছিল।

বাংলাদেশের ফ্যাসিলিটিজ ব্যবহার করে বাংলাদেশের গ্যাস দিয়ে জিনিস বানাবে তাতে বাংলাদেশ পাবে মাত্র ১০% !!! বাংলাদেশের মত এরকম আত্মঘাতী ও আত্ম মর্যাদাহীন চুক্তি দুনিয়ায় আর কেউ করে কি না সন্দেহ । পুঁচকে মায়ানমার আর নিজেদেরই আরেকটি প্রদেশ না করে দিল !

ভারত বাংলাদেশের সাথে কি স্টাইলে ব্যবসা করে , দ্বিপাক্ষিক চুক্তি করে সেটা একটা দুধের শিশুও বোঝে । ইলিশ নিয়ে আপনাকে তারা ফেন্সিডিল দেবে - এটাই হচ্ছে তাদের ব্যবসায়ের ধরন বাংলাদেশের সাথে।

মাহমুদুর রহমান একেবারে জায়গা মত হাত দিয়েছিলেন । আওয়ামী সরকারের উপদেষ্টা তৌফিক ই ইলাহী নিয়ে একটা কাবযাবেও তাকে ফাঁসানো যায় নি ।

এখন তো সেই তারেক মামুনও নেই , সেই হাওয়া ভবনও নেই - এখন তো আওয়ামী লীগের মত স্বচ্ছ সরকার আছে । যারা আমাদেরকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছে । সেখানে টাটা সামিল হচ্ছে না কেন গত ৮/৯ বছরে?

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫

তালপাতারসেপাই বলেছেন: আপনার প্রেমিকা অন্যের বাহুল্গনা হলে আপনি তার সাথে সম্পর্ক রাখবেন?

৯| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫

আমি চির-দুরন্ত বলেছেন: ভালো। ইতিহাস জানলুম।
কিন্তু পোস্টখানা আলুচিত পাতায় লটকাইয়া গিল :P :P

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

১০| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: ভুল সময়ে ভুল মানুষের কাছে টাকা চেয়েছিলেন তারেক। ভারত টাকা ঠিকই দিয়েছিল এবং সেটা আওয়ামী লীগকে। ইকোনমিস্টের রিপোর্টে "ভারতের ব্যাগভর্তি টাকায় আওয়ামী লীগের নির্বাচন" সংক্রান্ত খবরগুলো তখন বেশ চমক তৈরী করেছিল।

হায়রে অভাগিনী দেশ!!

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

তালপাতারসেপাই বলেছেন: তাই?

১১| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১০

গার্থ বলেছেন: চোরা তারেক।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

তালপাতারসেপাই বলেছেন: হা হা হা

১২| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: পড়লাম, অনেককিছু জানলাম, শুধু একটা জিনিস বুঝলাম না। এত অল্প সময়ে পোষ্টটা ৭৫৬৬ বার পঠিত হইলো কেমনে?

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮

তালপাতারসেপাই বলেছেন: কারন আপনার মত অনেকে পরেছেন, কমেন্ট ও করেছেন!

১৩| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪০

পদ্মপুকুর বলেছেন: বুঝতে পারলেওতা আর ভাই আপ্নে আর ভূয়া মফিজ থাকতেন না @ভূয়া মফিজ :P

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮

তালপাতারসেপাই বলেছেন: হা হা হা ধন্যবাদ!

১৪| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫

ধুতরার ফুল বলেছেন: তারেক থেকে জয়, হাসিনা থেকে খালেদা সবাই চোর। খালি এরশাদ কাক্কু সৎ মানুষ :-P :-P

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৯

তালপাতারসেপাই বলেছেন: হা হা হা

১৫| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

রায়হান চৌঃ বলেছেন: বাহ্হ..... চোরের গুনগান তো শুনালেন :), একে বারে মুগ্ধ ভাই :)
এবার দুধে ধোয়া তুলসি দের এক বার পরিচয় করিয়ে দিন ভাই, তা না হলে তো প্রানে সয়না :(

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৯

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

১৬| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

দূর পাহাড়ে বলেছেন: লেখক তারেকের সঙ্গেই ছিলেন। পরে তারেক রহমান লেখককে বলেছিলেন, তোর তথ্য প্রবাহের উৎস হতে পারে ঘটনাটি। লিখে দিস।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫০

তালপাতারসেপাই বলেছেন: হা হা হা !

১৭| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

জাহিদ হাসান বলেছেন: দূর পাহাড়ে বলেছেন: লেখক তারেকের সঙ্গেই ছিলেন। পরে তারেক রহমান লেখককে বলেছিলেন, তোর তথ্য প্রবাহের উৎস হতে পারে ঘটনাটি। লিখে দিস। =p~ =p~ =p~
কিছু কিছু ব্লগার পারেও বটে। দূর পাহাড়ের কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ হয়ে গেলাম।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

তালপাতারসেপাই বলেছেন: হা হা হা!

১৮| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

তোমার জন্য মিনতি বলেছেন: রাষ্ট্রের নামে ১০%-ও তার বন্ধুর কোম্পানির নামে করে দেয়ার কথা বলেছিল!! এই নাকি দেশের নেতা হবে হা হা হা

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

তালপাতারসেপাই বলেছেন: হা হা হা ধন্যবাদ!

১৯| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

তপোবণ বলেছেন: এই পোস্টটা দেওয়া হয়েছে নিজেদের দুর্নীতি গুলো ঢাকা দেয়ার জন্য। এই মিথ্যাবাদির সকল পোস্ট যেমন মিথ্যা তেমনি এর পঠন সংখ্যাও মিথ্যা।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫২

তালপাতারসেপাই বলেছেন: প্রমান দিন

২০| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২০

তানভির জুমার বলেছেন: নিজের মনের মাধুরী মিশিয়ে সুন্দর একখান গল্প বলেছেন।

টাটা বাংলাদেশে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

০ ১ বিলিয়ন = ১০০ কোটি , ৩ বিলিয়ন = ৩০০ কোটি।

মামুন বললেন ২০০ কোটি ডলার এখন আর নির্বাচনের সময় ১০০ কোটি ডলার।

০ মানে ৩০০ কোটি ডলারের সবকিছুই তারেক মামুনের পেটে ?

লেখক তারেকের সঙ্গেই ছিলেন। পরে তারেক রহমান লেখককে বলেছিলেন, তোর তথ্য প্রবাহের উৎস হতে পারে ঘটনাটি। লিখে দিস। =p~ =p~ =p~ এইটা চরম হইছে।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৩

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!!

২১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৪

কাউয়ার জাত বলেছেন: মহোদয় আমি একজন বেকার যুবক। দারা-পরিবার নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করিতেছি। আমিও আপনার লাইনে ক্যারিয়ার গড়িতে চাই। সেই মোতাবেক সরকার বাহাদুরের পক্ষ থেকে আমার জন্য কি কি সুবিধার ব্যবস্থা করিয়া দিতে পারিবেন জানাইলে চির কৃতজ্ঞ থাকিব।
ইতি
কাউয়ার জাত।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৪

তালপাতারসেপাই বলেছেন: কাউয়া শুমারি চলছে। নাম ঢুকিয়ে দিতে পারেন। হা হা হা ধন্যবাদ!

২২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ২:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি ভাই কত পেলেন এই লেখাটির জন্য ।
তারেক বুঝি তখন কম দিয়েছিল সেটা দিয়ে পোষায় নাই তাই এখন লেখে পোষাইয়া
নিতেছেন । ভালো লেখে চলুন ।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭

তালপাতারসেপাই বলেছেন: টাকা পৌঁছে দিলে আপনাকে ৫০% দেয়ার কথা মনে আছে। দ্রুত পৌঁছে দিন আমাকে। হা হা হা ধন্যবাদ!

২৩| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: এ সপ্তাহের সেরা হিট পোস্ট ।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৫

তালপাতারসেপাই বলেছেন: ধন্যবাদ!

২৪| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৫

লেখা পাগলা বলেছেন: সরকার বাদী কথা । যতদুর মনে হচ্ছে আপনি সরকারি চামচা ।

২৫| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: "লেখক বলেছেন: তাই?"

মনে হচ্ছে আপনি বিশ্বাস করছেন না! বিষয়টা কি? অসমর্থিত সূত্র থেকে আসা রিপোর্ট এত হাইলাইট করছেন, অন্যদিকে ইকোনোমিস্টের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করছেন?

২৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ভাই আর কত ফালতো লেখা কপি পেস্ট করবেন। নিজের বিবেককে একবার জিজ্ঞেস করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.