নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি পাকিস্তানের চেয়ে বেশি এমন একটি ইতিবাচক তথ্য তুলে ধরেছে লন্ডনের অর্থনীতিভিত্তিক পত্রিকা ইকোনমিস্ট। বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানকে ক্রমান্বয়ে পেছনে ফেলছে এটি এখন একটি বাস্তবতার নাম।
ইকোনমিস্ট সে সত্যটি সামনে এনেছে নতুন অবয়বে। স্মরণ করিয়ে দিয়েছে স্বাধীনতার সময় বাংলাদেশের জিডিপি ছিল পাকিস্তানের চেয়ে অনেক কম। কিন্তু কালক্রমে তা বিপরীত অবস্থান গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত লন্ডনের ইকোনমিস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাজারের বিনিময় হার হিসাবে ডলারের মূল্যমানে ৩০ জুন সমাপ্ত গত অর্থবছরের হিসাব অনুযায়ী এখন বাংলাদেশের জিডিপি ১৫৩৮ মার্কিন ডলার। আর একই সময়ে পাকিস্তানের জিডিপি ১৪৭০ মার্কিন ডলার। অর্থাৎ দুই দেশের জিডিপির পার্থক্য ৬৮ ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ সাড়ে পাঁচ হাজার টাকার চেয়েও বেশি। ইকোনমিস্ট বলেছে, বাংলাদেশে গত ১০ বছরে বার্ষিক প্রবৃদ্ধির গড় ছিল ছয় শতাংশ। আর শেষ দুই বছরে তা বৃদ্ধি পেয়ে সাত শতাংশে পৌঁছেছে। ১৯৭১ সালে এ দেশের জন্মলগ্নে জিডিপিতে শিল্পায়নের অবদান ছিল মাত্র ছয় থেকে সাত শতাংশ। এখন বাংলাদেশের জিডিপিতে শিল্পায়নের অবদান ২৯ শতাংশ। একটা সময় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সংকট দেখা দিলেও এখন দেশটি ভালো অবস্থান তৈরি করেছে। উল্লেখ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণেও বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। পাকিস্তান গত ২৫ আগস্ট যে সর্বশেষ শুমারির প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়, দেশটির জনসংখ্যা ২০ কোটি ৭৮ লাখের মতো, যা আগের শুমারির চেয়ে ৯০ লাখ বেশি। জনসংখ্যায় পাকিস্তান এখন পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল পাকিস্তানের চেয়ে অনেক বেশি। জন্মশাসনের কারণে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৭ কোটিতে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এ সংখ্যা পাকিস্তানের জনসংখ্যার চেয়ে প্রায় চার কোটি কম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের শিকার হয়। লাখ লাখ ঘরবাড়ি ধ্বংস হয়। যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ে। বলা যায় ধ্বংসস্তূপের মধ্য থেকে এগোতে হয়েছে বাংলাদেশকে। এ ক্ষেত্রে বাংলাদেশ রূপকথার ফিনিক্স পাখির মতো সক্ষমতা দেখিয়েছে। ভস্মের মধ্য থেকে উড়াল দেওয়ার কৃতিত্বের অধিকারী বাংলাদেশের মানুষ। যে বাংলাদেশকে অবজ্ঞা করা হতো তলাবিহীন ঝুড়ি সে বাংলাদেশের পরিচয় এখন অপার সম্ভাবনার দেশ হিসেবে। বাংলাদেশের এ উত্থান সম্ভব হয়েছে এ দেশের পরিশ্রমী মানুষের কারণে। এ দেশের কৃষক শ্রমিক ও কর্মজীবীদের দেশপ্রেমের কাছে হার মেনেছে সব সীমাবদ্ধতা।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পাকিস্তানের বিচার ব্যবস্থার সংগে তুলনা করলে সবাই একসংগে হুক্কাহুয়া ডেকে উঠলেন এবার আবারো সেই ফাকিস্তানের সংগে তুলনা! বিচারের বাণী নিভৃতে কাঁদে!!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
কলাবাগান১ বলেছেন: জিডিপি পার পারসন হল $১৫৩৮
https://www.economist.com/news/asia/21728658-market-exchanges-rates-least-bangladeshs-gdp-person-now-higher-pakistans
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
কলাবাগান১ বলেছেন: রাজাকার দের গায়ে লাগে পাকিস্হান এর খারাপ অবস্হা দেখলে
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
ব্লগ মাস্টার বলেছেন: আপনার লেখা আর পঠন সবসময় গাজাখুড়ি হয়।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
নীল আকাশ ২০১৬ বলেছেন:
আমি তো দেখি বাংলাদেশের জিডিপি পাকিস্তানের চেয়ে কম। ক্যামনে কি?
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১
কলাবাগান১ বলেছেন: জিডিপি না... পার কেপিটা ইনকাম $১৫৩৮