নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

২৮ বছর পর শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩



দীর্ঘ ২৮ বছর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টার রায় আজ। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের অস্থায়ী এজলাসে এ রায় ঘোষণা হবে। গত ১৬ অক্টোবর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ তারিখ নির্ধারণ করেন।

১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থানকালে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সে সময় হামলাকারীরা বঙ্গবন্ধুর ঘাতক কর্নেল ফারুক ও রশীদের নামেও স্লোগান দেয় বলে জানা গেছে।

ঘটনার পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

মামলার আসামিরা হলো গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, ফ্রিডম সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গাজী ইমাম হোসেন, খন্দকার আমিরুল ইসলাম কাজল, মিজানুর রহমান, হুমায়ন কবির, শাজাহান বালু, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রশীদ, জাফর আহম্মদ ও এইচ কবির।

আসামিদের মধ্যে প্রথম চারজন কারাগারে, শেষের তিনজন পলাতক এবং অপর আসামিরা জামিনে রয়েছে।
সুত্র

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো সংবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.