![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বিনোদন সাংবাদিক। দেশের একটি স্বনামধন্য দৈনিকে কাজ করছি..
সম্প্রতি বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এর (সিজেএফবি) বার্ষিক সভায় ইনকিলাবের সিনিয়র রিপোর্টার এনাম সরকারকে সভাপতি এবং ইত্তেফাকের ফিচার ইনচার্জ মোর্শেদ নাসের টিটোকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২০১৩-১৪ দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অনুরূপ আইচ (যুগান্তর), তামিম হাসান (নয়া দিগন্ত) এবং এসএস রানা (কালের কণ্ঠ)।.সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম অপু (দৈনিক প্রথম আলো), জনি হক (সমকাল), মঈনুল হক রোজ (বিনোদন বিচিত্রা)। এছাড়া নির্বাহী সদস্য নাসির আহমেদ (দৈনিক সমকাল), ওবায়দুল গনি চন্দন (মানবকণ্ঠ), রাশিদুল মজিদ মামুন (মেন্স ওয়ার্ল্ড), কামরুজ্জামান মাসুম, (এটিএন বাংলা) রাজীব আহমেদ (চ্যানেল আই), রুদ্র মাহফুজ (পাক্ষিক বিনোদন), শেখ আরিফ বুলবন (নিউ নেশন), নাহিদ হোসেন (চ্যানেল টুয়েন্টি ফোর), আলী আফতাব (বাংলাদেশ প্রতিদিন) ও এফআই দীপু (যুগান্তর)।
অবাক করার ব্যাপার হলো এই সংগঠনে নির্বাচনের পরবর্তনে সিলেকশন হয়। অধীকাংশ সাংবাদিকের মতে এটি একদল মতলববাজ সাংবাদিকদের সংগঠন।
এই সংগঠনের উপদেষ্টা জামাত দিগন্ত (নয়া দিগন্ত) এর সাংবাদিক তামিম হাসান লাক্স তারকা ফারিয়াকে বিভিন্ন ভাবে অপদস্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিনোদন সাংবাদিকরা। এছাড়াও তামিম হাসানের সাথে অনেক মডেলের অবৈধ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
জামাতের ভাব ধরে জানোয়ার গিরি করছে তামিম হাসান।
থুথু মারি এসব সংগঠনের চামচাদের...
©somewhere in net ltd.