![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বিনোদন সাংবাদিক। দেশের একটি স্বনামধন্য দৈনিকে কাজ করছি..
জলবায়ুগত কারনেই হৃদয়তন্ত্রীর ব্যাপার স্যাপার গুলো নিয়ে আমাদের আদিখ্যাতা চূড়ান্ত রকমের। বড়লোকের মেয়ের সাথে রিকশাওয়ালার ছেলের প্রেম- পুওর রোমান্টিসিজমটা তাই এখন রিকশাওয়ালাদেরকেই টেনে হলে ঢুকাতে পেরেছে, আর রাজিব প্রভা রয়ে গেছে কম্পিউটারের হার্ডডিস্কে।
প্রেম নিয়ে যা কিছু বাতচিত হয় তার সবগুলোর উৎসই ব্যক্তি অভিজ্ঞতা। রোমান্টিক লাভ আর প্লেটোনিক লাভের নব সব সংজ্ঞা প্রনয়ন করে কালচারল ডারউনিজমকে বেশ ঝাকাঝাকি করেও শান্তি হচ্ছে না। কিছুদিন হলো বাংলা রেডিওতে এই ধরনের কিছু প্রোগ্রাম চালু করেছে। এর মধ্যে একটা হলো রেডিও আমার [এফএম ৮৮.০] এর আমার ভালোবাসা। এই প্রোগ্রামটা নাকি এ বছর প্রোগ্রাম অভ দি ইয়্যার না বেস্ট প্রোগ্রাম কি যেন হয়েছে।
আর এই প্রোগ্রামের উপস্থাপক নয়া দিগন্তের সাংবাদিক তামিম হাসান। যে হজ্ব করে হাফপ্যান্ট পরে বেবি নাজনীনকে সাথে নিয়ে ঘুরে বেরায় সমুদ্রের পারে।
©somewhere in net ltd.