![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বিনোদন সাংবাদিক। দেশের একটি স্বনামধন্য দৈনিকে কাজ করছি..
অফিস শেষে আড্ডা, এ যেন নিয়মিত রুটিন হয়ে দাড়িয়েছে। সেই আড্ডায় গীতিকার, সুরকার, পরিচালক, সাংবাদিক, মাঝে মাঝে অভিনেতা অভিনেত্রীরাও থাকেন। সেই আড্ডার নেই কোন নিয়ম নীতি নেই সেন্সর বোর্ডও। গতকালের আড্ডায় একটি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন সাংবাদিক আক্ষেপ করে এক অভিনয় শিল্পীর উদ্দেশ্যে বললেন ‘ভাই কী নিউজ করবো আপনাদের? কষ্ট করে নিউজ করি আমরা আর আপনারা নিউজ প্রকাশ হওয়ার পর’ ধন্যবাদ দেন আরেক জন কে। আমি একটু গুরুত্ব দিলাম কথাটার মাঝে। ঐ সাংবাদিক বন্ধু কে বললাম একটু ঝেড়ে কাশেন তো ভাই!! ও বললো আরে ভাই বইলেন না ‘ এক অভিনেত্রীর নিউজ ছাপাইছি, ছাপা হওনের একদিন পর একটা তথ্য জানার জন্য ফোন দিছি তাকে, তথ্য নেওয়া শেষে বললাম তোমার নিউজ তো গত কালকে ছাপা হয়েছিলো দেখছিলা? ঐ মেয়ে বলে হ্যা ভাইয়া আমাকে --------------ভাইয়া (একজন আলোচিত সমালোচিত বিনোদন সাংবাদিক) জানিয়ে দিয়েছে, কাপ থেকে চা মাত্র মুখে নিয়েছি, অমনি ফুস করে সব চা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে শিল্পকলার প্রবীন এক ভাই বললেন এই এই হলো বিনোদন সাংবাদিকদের চরিত্র। আমি কাউন্টার দিয়ে বললাম আপনী একজনের জন্য সবাইকে বলতে পারেন না। ঝগড়া চললো অনেকক্ষন।।
পাশে বসা একটি পত্রিকার চীপ রিপোর্টার বন্ধুবর বলেই ওঠলো ও হচ্ছে নিউজ ফেরিওয়ালা ওকে নিয়ে এত্ত আলোচনার কিচ্ছুনাই । 70% সাংবাদিক ওর নিউজ ওর প্রতি দয়া করে ছাপায় হয়, যাতে ও খেয়ে পরে বেচে থাকতে পারে। আর 30% নিউজের অভাবে ছাপায়।।
©somewhere in net ltd.