নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিনোদন সাংবাদিকতার একাল সেকাল

তামাদি তারুণ্য

তামাদী তারুণ্য

আমি একজন বিনোদন সাংবাদিক। দেশের একটি স্বনামধন্য দৈনিকে কাজ করছি..

তামাদী তারুণ্য › বিস্তারিত পোস্টঃ

তামিম হাসানের হলুদ সাংবাদিকতা ও কিছু কথা

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

নিজের প্রথম প্রযোজিত ছবি দিয়ে দর্শকদের সাথে প্রতারণা করলেন শাকিব খান। ঈদে মুক্তি পাওয়া হিরো দ্যা সুপার স্টার, তেলেগু ছবি রেভেলের অনুকরণে তৈরি। এ নিয়ে একটি অনুসন্ধানি রিপোর্ট করেছেন চ্যানেজ ২৪ এর বিনােদন সাংবাদিক নাজমুল আলম রানা।



বিস্তারিত দেখুন এই লিংকে : Click This Link



আর আমাদের স্বঘোষিত জামাতের দালাল বিনোদন সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের তামিম হাসান সাকিবের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে হলুদ সাংবাদিকতার প্রমান দিয়েছেন। এর আগেো তামিমের বিরুদ্ধে টাকা নিয়ে নেগেটিভ কে পজেটিভ লেখার নিউজ অনেক দেখেছি আমরা।



তামিমের নিউজটি গত ৭ আগষ্ট বৃহ্পতিবার নয়াদিগন্তের আনন্দলোক পেজে ছাপা হয়েছে।



লিক: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=NTk3ODQ=&s=MjI=&c=NjQ=



লেখার হুবহু:



সফল প্রযোজক শাকিব খান

তামিম হাসান

প্রযোজক হিসেবে তার ছবি এবার ঈদেই প্রথম মুক্তি পেল। প্রথম ছবিই ব্যবসায়িকভাবে সফল। সফল প্রযোজক শাকিবের খবর জানাচ্ছেন তামিম হাসান

শাকিবের দিন বেশ খোশমেজাজে যাচ্ছে। ঈদে সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহ পাওয়া ছবির প্রযোজক ও অভিনেতা তিনি। ছবিটি দেশব্যাপী ভালো ব্যবসায়ও করছে। শাকিবের দিন খোশমেজাজে যাওয়ারই কথা।

এবারের ঈদে শাকিব ছিলেন মায়ের কাছেই। যদিও ছবি মুক্তির ডামাডোলে ভীষণ রকম ব্যস্ত থাকতে হয়েছে। তবুও শত ব্যস্ততার মাঝে ঈদের ছুটি কাটিয়েছেন মায়ের সাথেই।

ওদিকে ছেলের চলচ্চিত্র ক্যারিয়ার যতই সাফল্যমণ্ডিত হোক, ঘর তো শূন্য। শাকিবের মা তাই ঘরে বউ দেখার আবদার করেছেন এবার। শাকিব জানালেন, এবার ঈদে পুরোটা সময় দিয়েছেন মাকে। ভীষণ ব্যস্ত ছেলেকে কাছে পেয়ে মা নূরজাহান করে বসেছেন পুত্রবধূ দেখার আবদার।

মায়ের এমন আবদারে সুর মিলিয়েছেন শাকিবের একমাত্র বোন শবনম মুস্তারি মনি। শাকিব বলেন, ‘আম্মা কখনো কোনো কিছু চাননি আমাদের কাছে। কিন্তু এবার ঈদে তিনি আমাকে বেশ আবদারের সুরেই বললেন, বিয়ে করতে। মায়ের অনুরোধ অনেক দিন এড়িয়ে গেছি। কিন্তু এবার মনিও যোগ দিয়েছে তার সাথে। আমি বিয়ের ব্যাপারে কিছু না ভাবলেও ওরা বেশ উঠে পড়েই লেগে যাবে বলে মনে হচ্ছে।

চলচ্চিত্র ক্যারিয়ারে যে সাফল্য শাকিব পেয়েছেন, তা তার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। কিন্তু মায়ের প্রত্যাশা নিয়ে কী ভাবছেন তিনি?

মুচকি হেসে জানালেন, ‘আশা করছি ওখানেও সফলতার সাথে কাজটা সারতে পারব। তবে এখনই নয়। আরো কিছু দিন পর। আমার বিয়ে করার আগে আরো কিছু কাজ করার আছে। সেগুলো আগে শেষ করতে চাই। আপাতত আমার এ নিয়ে মাথাব্যথা নেই।’

ক্যারিয়ারের সফলতম সময় পেরিয়ে এসেছেন। তবে জীবনের সেরা ঈদটা ক্যারিয়ারের সফলতম সময়ে কাটাননি। শাকিব জানালেন সে কথাই। ‘তখন ২০০০ সাল। আমি সবেমাত্র চলচ্চিত্রে এসেছি। সিনেমা করে যা টাকা পেতাম, সবই মায়ের কাছে জমিয়ে রাখতাম। সেই জমানো টাকা দিয়ে পরিবারের সবাইকে ঈদের উপহার দিয়েছিলাম। বাবা-মা দু’জনের চোখে সেদিন পানি দেখেছিলাম। বোনটা খুব খুশি হয়েছিল। ঈদে আমার দেয়া পোশাকগুলো পরে সবাই যখন হাসিমুখে দাঁড়ায়, তখন সেই মুহূর্তটা আমার কাছে শ্রেষ্ঠ।’ জীবনের সেরা ঈদ নিয়ে বলতে গিয়ে এমন করেই জানালেন শাকিব।

তবে এবারের ঈদটি শাকিবের জন্য ‘অন্যরকম’ ছিল। নিজের প্রযোজনার প্রথম সিনেমা হিরো দ্য সুপারস্টার মুক্তি পেয়েছে এবারের ঈদে। তাই বেশ টেনশনে ছিলেন তিনি। বললেন সে কথা, ‘অন্য ঈদে আমি শুধু নায়ক ছিলাম, এবার ঈদে আমি প্রযোজকও বটে। হিরো দ্য সুপারস্টার ছবিটি কোথায় কেমন চলেছে, তার খোঁজখবর নিতে হয়েছে দিনভর। আমি নিজেও বেশ ক’টি হল ঘুরে এসেছি। সেখানে দর্শকের প্রচুর সাড়া পেয়েছি। হলগুলো জানিয়েছে, সিনেমাটি দারুণ চলছে। এখন সামনের সপ্তাহের দিকে তাকিয়ে আছি।’

হিসাব-নিকাশ শেষে অবসরটুকু শাকিব তার পরিবারের জন্যই বরাদ্দ করে রেখেছিলেন। মা, বোন আর একমাত্র ভাগ্নের সাথে কেটেছে ঈদের দিনটি। এ ছাড়া চলচ্চিত্রাঙ্গনের সহশিল্পীদের আপ্যায়নের দায়িত্বও শাকিব নিজেই পালন করেছেন বলে জানান। শাকিব জানালেন, ব্যবসায়িক সাফল্য পেলে শিগগিরই বিদেশেও মুক্তি পাবে হিরো দ্য সুপারস্টার।

সামনে আরো কিছু ভালো চলচ্চিত্র প্রযোজনা করতে চান বলে জানালেন শাকিব। তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের ছবির বাজেট বেড়েছে। মানুষ প্রেক্ষাগৃহেও যাওয়া শুরু করেছে। এ অবস্থায় কিছু ভালো ছবি নির্মাণের চিন্তা রয়েছে আমার। সামনের দিনগুলোতে সেটাই করার চেষ্টা করব।’

ওই সব ছবিতেও তিনিই হিরো থাকবেন কি না জানতে চাইলে শাকিব বলেন, ‘সব ছবিতেই যে আমি হিরো হিসেবে কাজ করব, ব্যাপারটা তেমন নয়।

চরিত্রের প্রয়োজন মতো কাস্ট হবে। তা ছাড়া নতুন কিছু ছেলেমেয়েও তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তাদের জন্যও সুযোগ রাখতে চাই।’

প্রযোজক হিসেবে যে সফলতার পথচলা শুরু হলো শাকিব খানের, সেটা অব্যবহত থাকবে বলে আশা করেন তিনি। তার মতে, ছবি নির্মাণের আগে সঠিক পরিকল্পনা করলে ব্যবসায়িক ঝুঁকির সম্ভাবনা থাকে না। ভবিষ্যতে এ কথা মাথায় রেখেই প্রযোজনার কাজটি চালিয়ে যেতে চান শাকিব।

এর প্রতিকার চাই!!



এই ব্যাপারটি আমি নয়া দিগন্ত কতৃপক্ষকে বলেছি। আপনাপারাও জানান না হলে দেশটি হলুদ সাংবাদকতায় ভরে যাবে। আর আমরা প্রকৃত মেধবীদের চিনতে পারবো না।

নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন : ০১৭১২ ০৩২৫১২

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১২

ইমতিয়াজ ১৩ বলেছেন: লিংক টা কাজ করে না, আমার অফিসে Facebook ব্লক করা তাই বিস্তারিত বুঝতে পারলাম না।


হলুদ সাংবাদিকতা , সাংবাদকিতার ই একটা অংশ , তার পরেও একে ঘৃণা করি।

২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৬

সুমাইয়া রহমান বলেছেন: এসব ভন্ড সাংবাদিকদের বিচার চাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.