![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বিনোদন সাংবাদিক। দেশের একটি স্বনামধন্য দৈনিকে কাজ করছি..
অনেকেই রেডিও আমার-এর প্রতি বৃহস্পতিবার লাভগুরু শুনেন? অনুষ্ঠানটিতে যারা আসেন তারা তাদের ভালবাসার অভিজ্ঞতার কথা জানান। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জামাতের পত্রিকার সাংবাদিক তামিম হাসান। তিনি নয়া দিগন্তের বিনোদন সাংবাদিক। এছাড়াও অনেক পরিচয়ে পরিচিত তিনি।
'লাভগুরু' সম্বন্ধে দেশের তরুণ-তরুণীদের নিকট অজানা কিছু নেই। প্রতি বৃহস্পতিবার মানেই ভালোবাসার আড্ডা আর সাথে আছেন লাভগুরু। জনপ্রিয়তার কারণে ভালোবাসা ও লাভগুরু অনেকটাই সমার্থক শব্দে রূপান্তরিত হয়েছে। লাভগুরু, যিনি ভালোবাসার নানা তত্ত্ব ও তথ্য নিয়ে হাজির হন শ্রোতাদের মাঝে। ভালোবাসার নানা সমস্যাগুলো যিনি চিহ্নিত করেন নিজের উপলব্ধি দিয়ে। রেডিও আমার ৮৮.৪ এফএম-এর জনপ্রিয় অনুষ্ঠান 'আমার ভালোবাসা' এগিয়ে গেছে সাধারণ মানুষের অসাধারণ ভালোবাসার গল্পগুলো নিয়ে।
আগে লাভগুরু শুনতাম এখন এই জানোয়ারটার উপস্থাপনা শুনতে আর ভালো লাগে না। এত ভালো একটি অনুষ্ঠান তামিমকে দেওয়া মানে হয় কোন উদাসিনতা না হয় কোন জামাতি সুবিধা নিচ্ছে রেডিও আমার কতৃপক্ষ।
রেডিও আমার কতৃপক্ষ ব্যবস্থা নিলে খুশি হবো..
২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫
সুমাইয়া রহমান বলেছেন: তামিমের ফাসি চাই না। তবে লাভগুরু থেকে বাদ দেয়া হোক!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৪
সুমাইয়া রহমান বলেছেন: তামিমের ফাসি চাই না। তবে লাভগুরু থেকে বাদ দেয়া হোক!!!