![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary
ডুয়েল হতে পারে আপনার শত্রু আপনাকে চ্যালেঞ্জ করলে, অথবা আপনার প্রেমের প্রতিযোগি আপনাকে চ্যালেঞ্জ করলে অথবা নিজেকে নারীদের সামনে সম্মানিত করার জন্য আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে চ্যালেঞ্জ করলে।
ডুয়েল ছিল এমন এক খেলা যেখানে কারও চ্যালেঞ্জ না গ্রহন করা ছিল অসম্মানের । চরম অসম্মানের। যে খেলায় মৃত্যুকে হাতের মুঠোয় রাখতে হয়! ! !
ডুয়েলঃ দুইজন মানুষ সমান অস্ত্রশস্ত্র নিয়ে সমান কিছু রুল ফলো করে ফাইটিং করাকে ডুয়েল বলে। এবং এই মারামারি অবশ্যই আয়োজিত এবং দুই পক্ষের সমান সম্মতি থাকতে হবে।
ডুয়েল যতটা না আক্রমনের বা প্রতিহিংসার খেলা, তার থেকে বেশি ছিল সম্মানের। মানুষ সম্মান রক্ষার্থে ডুয়েল খেলতো। এবং এই ডুয়েল হয়ে যায় পুরুষদের একচ্ছত্র সম্পত্তি ( মেয়েদের এত সাহস আছে নাকি ) অবশ্য ডুয়েল ইউরোপে শুরু হলেও ইউরোপেই নিষিদ্ধ হয়ে যায় ১৭ শতকের শুরুর দিকে।
ডুয়েলের ইতিহাস অনেক পুরানো। ১২১৫ তেও ডুয়েলের কথা শুনা যায়।
প্রথম দিকে ডুয়েল নিয়মিত খেলা হত আধুনিক ইয়োরুপের শুরুর দিকে। এবং তা আধুনিক ইউরোপের সময়কাল (১৯ শতক থেকে ২০ শতকের প্রথমদিক) পর্যন্ত চলতে থাকে। এই ডুয়েল খেলতেন মিলিটারি অফিসাররা পর্যন্ত।
১৭ শতক এবং ১৮ শতকের মাঝামাঝি পর্যন্ত ডুয়েল খেলা হত তরবারি দিয়ে। এবং এই তরবারির স্পেশাল কয়েকটা মোডেল ছিল। ১৮ শতকের শেষ দিক হতে সম্পুর্ন ১৯ শতক ডুয়েল খেলা জনপ্রিয় ছিল পিস্তল দিয়ে। ডুয়েলিং পিস্তলের স্পেশাল সেট ( এক জোড়া) সাধারণত তখন কার দিনের ধনী অথচ সাহসীদের সাথে সবসময় থাকতো।
শোনা যায় ডুয়েল মূলত ইতালি থেকেই শুরু। code duello, বা "code of duelling" ডুয়েলের উপর লেখা প্রথম বই যা প্রকাশিত হয় বা দেখা যায় ইতালির রেনেসাঁ যুগে। প্রথম সুন্দর ভাবে সাজানো ডুয়েলিং কোড প্রকাশিত হয় রেনেসাঁ যুগেই, ফ্রান্সে। ১৭৭৭ সালে আয়ারল্যান্ড ও একটি কোড ডুয়েলো প্রকাশ করে যেটাকে মূলত আমেরিকান ডুয়েলিং কালচার ফলো করে থাকে।
ডুয়েলে অংশগ্রহণকারী প্রতিটা লোকই তার একজন বিশ্বস্ত সহকারী নিয়োগ দিতে পারে। যাকে ডুয়েলীয় ভাষায় “সেকন্ড” বলা হয়। এই সেকন্ড এর ভ্যারাইটিজ কাজ আছে। সেকন্ডের কাজের মধ্যে অন্যতম হল, এই ডুয়েল ফেয়ার কিনা, অস্ত্র সমান কিনা, এবং অস্ত্র গুলো চেক করা। ডুয়েলের ফলাফলও এই সেকন্ড রা দিয়ে থাকে। তবে ওয়েপন একই হতে হবে বা সাক্ষী বা সেকন্ড থাকতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।
যেখানে ডুয়েল খেলা হবে সে জায়গাকে বলা হয় ফিল্ড অব অনার। এই ফিল্ড অব অনার সাধারণ এমন জায়গা হয় যেখানে কেউ ডুয়েলের মধ্যে ঝামেলা পাকাতে পারবে না। এর জন্য প্রত্যেকটি দেশে কিছু জনপ্রিয় জায়গা ছিল। ফিল্ড অব অনার খেলোয়াড়রাই চয়েজ করতেন।
ডুয়েলের ফলাফল অনেক ভাবে নির্ধারন করা হয়।
১) ফার্স্ট ব্লাডঃ এই ক্ষেত্রে ডুয়েলে কেউ আহত হলেই খেলা শেষ। যদি আহত খুব অল্প পরিমানেও হয়।
২) যতক্ষন পর্যন্ত একজন এমন ভাবে আহত না হয় যে সে আর খেলায় অংশগ্রহন করতে পারবে না
৩) আমৃত্যু । যতক্ষন পর্যন্ত একজন প্রতিযোগী মারা না যায়।
৪) পিস্তল ডুয়েলের ক্ষেত্রে, প্রথম ফায়ারে যদি কেউ আহত না হয়
এবং চ্যালেঞ্জকারী যদি বলে সে সন্তষ্ট তাহলে খেলা সমাপ্তি ঘোষনা হয়। যদি চ্যালেঞ্জকারী জানায় সে অসন্তষ্ট তাহলে আবার খেলা হয়।
পিস্তল ডুয়েলে কোন ফাঁপা গুলি বা প্রাক্টিস করা কড়াকড়ি ভাবে নিষিদ্ধ! আইরিশ ডুয়েলিঙ কোডে।
আর যদি এক প্রতিপক্ষ এমন ভাবে আহত হয় যে সে আর ডুয়েলে অংশ নিতে পারবে না তাহলে তার যে সেকন্ড আছে সে ডুয়েলে অংশ নিবে আহত ব্যক্তির বদল। এটি সাধারণত তরবারি ডুয়েলে ঘটে থাকে।
পিস্তল ডুয়েলের ক্ষেত্রে দুইজন প্রতিপক্ষের হাতে অস্ত্র দেয়ার পরে তারা আগেই নির্ধারিত নির্দিষ্ট জায়গায় দাঁড়াবেন । ওদের মধ্যকার দূরত্ব মাপেন সেকন্ডরা। এবং মাঝেমধ্যে দুইজনের মাঝখানে একটি ছুরি গেঁথে দেয়া হয়। গুলি করা শুরু হয় সেকন্ড এর হ্যান্ডকারচিফ ফালানোর পরে। এটিতে ফাঁকি দেয়ার চান্স কম থাকে।
আর ও একটি সিস্টেম আছে যেখানে চ্যালেঞ্জকারী আগে গুলি করার সুযোগ পায়।
সবসময় যে ডুয়েল জীবন মৃত্যু নিয়ে ঘটে তা না। অনেক সময় ডুয়েলে আনকমন জিনিস থাকে। যেমন ১৮০৮ এ ফ্রান্সে ২ জন ডুয়েল খেলেছিল একজন আরেকজনের হাতে থাকা বেলুন ফুটানোর জন্য।
ডুয়েলের প্রকারভেদঃ
১) আমেরিকান ডুয়েল
২) এন্টিকুয়েইটি
৩) এশিয়ান ডুয়েল
৪) অস্ট্রেলিয়ান ডুয়েল
৫) ব্রিটিশ এন্ড আইরিশ ডুয়েল
৬) কানাডিয়ান ডুয়েল
৭) ফ্রেন্স ডুয়েল
৮) জার্মান ডুয়েল
৯) ইতালিয়ান ডুয়েল
১০) নিউজিল্যান্ড ডুয়েল
১১) পর্তুগীজ ডুয়েল
১২) রাশিয়ান ডুয়েল
১৩) স্প্যানিশ ডুয়েল
১৪) সাউথ আমেরিকান ডুয়েল
১৫) সুইডিশ ডুয়েল
১৬) সুইস ডুয়েল
১৭) প্রপোজড ডুয়েল
ডুয়েল ধীরে ধীরে সম্পুর্ন পৃথিবীতেই ছড়িয়ে যায়। জাপানে তাদের স্টাইলে কারাতে ফারাতে দিয়ে খেলতো।
বর্তমানে ডুয়েল সব দেশেই নিষিদ্ধ। যদিও আমেরিকার বুনো পশ্চিমে ডুয়েল এখনো খেলা হয়ে থাকে। কানাডায় ডুয়েল প্রথম থেকেই নিষিদ্ধ ছিল। কাউকে ডুয়েল খেলার আমন্ত্রন জানানও আইনত দন্ডনীয়।
ডুয়েল পিস্তলস
ডুয়েল অনেক মুভিতেও দেখানো হয়েছে। দ্যা বিগ কান্ট্রি অথবা জেমস বণ্ডের দ্যা ম্যান উইথ দ্যা গোল্ডেন গান।
বিখ্যাত রাশিয়ান লেখক আলেক্সান্ডার পুশকিন ছিলেন অনেক বিখ্যাত ডুয়েল প্লেয়ার। উনি প্রায় ২৯ টির মত ডুয়েল খেলেছিলেন। এক আর্মি অফিসারের সাথে খেলার সময় তিনি মারা যান।
তথ্যঃ উইকিপিডীয়া
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
তামিম ইবনে আমান বলেছেন: চলেন ব্লগেই খেলি
তবে ডুয়েল নিয়ে বেশ কিছু গেইম আছে। অনলাইনে ও খেলতে পারবেন!
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
শের শায়রী বলেছেন: এহ ভাই দিলেন তো আমার পছন্দের একটা ব্যাপার নিয়ে পোষ্ট। নো ডুয়েল। অভিনন্দন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
তামিম ইবনে আমান বলেছেন: ওকে! নো ডুয়েল! কিসের অভিনন্দন?
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ডুয়েল ব্যাপারটা এক্কদম ফুল অফ অ্যাটিটিউড
নাইস পোস্ট ||
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাই
ডুয়েল লাইক করি! অনেক!
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
আপেক্ষিক বলেছেন: ভালো লাগলো... +
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ আপেক্ষিক!
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
সানড্যান্স বলেছেন: দারুন জিনিস,সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন থেকে প্রথম শুনেছিলাম ডুয়েলের ব্যাপারটা,দারুন পোস্ট!!
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
তামিম ইবনে আমান বলেছেন: ধইন্যা পাতা লন ১ কিলো।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
যুবায়ের বলেছেন: চমৎকার পোষ্ট পিলাচ+++
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই । ৩ বার প্লাস দেয়ার জন্য
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
শামীম আরা সনি বলেছেন: অসাধারন পোস্ট++
কিন্তু মেয়েদের সাহস নাই একথা আবার কে বলছে
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
তামিম ইবনে আমান বলেছেন: সে কারনেই তারা ডুয়েল খেলতে পারে না।
গ্ল্যাডিয়েটর, রোমান গ্ল্যাডিয়েটরদের কথা জানেন? সেখানেও মেয়ে নেই
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
বাংলার হাসান বলেছেন: চমৎকার তথ্য বহুল পোষ্ট।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
বাংলার হাসান বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
তামিম ইবনে আমান বলেছেন: আপনার চিন্তা ভাবনা আমার ভালো লাগে
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
তোমোদাচি বলেছেন: ্পোষ্ট পড়েই ডরাইছি, দরকার নেই ডুয়েল খেলে সম্মানের পরিক্ষা দেওয়ার।
ভাগ্যিস এখন ডুয়েল নেই!!
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
তামিম ইবনে আমান বলেছেন: ডুয়েল এখনো খেলা যায় । গোপনে!
আর প্রেমিকার কাছে সম্মান রাখা তখন ছিল অনেক বড় ব্যাপার
তার উপর ডুয়েল খেলে মেয়েদের মন পাওয়া যেত
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট
ভাললাগা +
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু !
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার পোষ্ট!!..
পোষ্টে ভালোলাগা ...
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ঢেকি ভাই
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
নোবিতা রিফু বলেছেন: ব্যাফুক গবেশুনা পুস্ট! পিলাচ...
আমাগো পুশকিন ভাইরে ডুয়েল খেলতে নামাইয়া দেওয়া হউক...
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
তামিম ইবনে আমান বলেছেন: পুশকিন ভাইকে নামিয়ে দেয়া হোক
কই উনি
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
লোনলিফাইটার বলেছেন: নাইস টপিক+++
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: ফাইটিং টপিক
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
শামীম আরা সনি বলেছেন:
সাহসিকতার পরিচয় কি শুধু কুস্তাকুস্তিতে নাকি
তাই যদি হয় তাহলে ঝাতির বিবেকের কাছে প্রশ্ন ছেলেরা তো বাড়ির ভিতরে তিনবেলা ঘুষি খেয়ে চুপ করে থাকে, ঘরে কিল খেয়ে বাইরে গিয়ে ভাব নিয়ে লাভ কি
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
তামিম ইবনে আমান বলেছেন: ঝাতির কাছে প্রশ্ন আমার ও । কিন্ত ঝাতি কই?
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
যুবায়ের বলেছেন: ভাই পিলাচতো এখখানাই দিছি তয় হেইডার নাম্বার ওইলো তিন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
তামিম ইবনে আমান বলেছেন: সেইজন্যই কইলাম আছেন কিরাম?
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
নেক্সাস বলেছেন: আমি তানিমের সাথে ডুয়েল খেলবো
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
তামিম ইবনে আমান বলেছেন: আমি তামিম। তানিম কেডা?
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সুন্দর পোস্ট
ভাললাগা +
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ দেশি
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
যুবায়ের বলেছেন: একখানা কাটুর্ন ছবি দেখিয়াছিলাম নন্টে ফন্টের ডুয়েল লড়াই!!
ব্যপক মজা পাইছিলাম কার্টুনখানা দেখিয়া!!..
আপনার পোষ্টের শিরোনাম ডুয়েল লড়াই দেখিয়া ঢুকলাম। অনেক কিছু জানা হলো। নিয়মিত এইরাম পোষ্ট চাই।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
তামিম ইবনে আমান বলেছেন: ইনশাল্লাহ ভাই। অনেকদিন পর লিখলাম
২০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
দ্য ইমোশনাল বলেছেন: চমৎকার পোস্ট! প্লাস লন!
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ইমোশনাল@
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
ইমরাজ কবির মুন বলেছেন:
পারলে অনলাইনে খেলার ২-১টা লিঙ্ক দিয়েন তো।
আপনি তো দেখলাম প্রেম করার জন্য তিড়িং-বিড়িং করতেসেন, ডুয়েল ফিল্ডে নেমে পড়েন তো দিকি ||
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
তামিম ইবনে আমান বলেছেন: আমার লগে ডুয়েল খেলবো কেডায় । সাহস আছে নি ডুয়েল খেলার লোকও নাই , প্রেম ও নাই
এটা খেলতে পারেন। এডিক্টিভ বেশঃ http://www.officegamespot.com/gunblood.htm
২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
মাক্স বলেছেন: ডুয়েল খেলতে মুন্চায়
ফেবুতে একটা গেম রিকুয়েস্ট পাডামু নাকি??
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: ফেবু কি জিনিস ভাই
২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
একজন আরমান বলেছেন:
বাহ !
অনেক কিছু জানিতে পারিলাম।
আপনের লগে ডুয়েল খেলবার মুঞ্চায়!
খেলবেন নাকি ৩০০ ফিটে? ঘুপারে রেফারি বানামুনে। কি কন?
+++
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
তামিম ইবনে আমান বলেছেন: উখে! আইসেন!
কি দিয়া খেলবেন? গুলতি?
২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
একজন আরমান বলেছেন:
না। না।
অন্য জিনিস। আপনে আন্দাজ করেন। দুইজনরে দুইডা দেওয়া হইবে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
তামিম ইবনে আমান বলেছেন: আন্দাজ করতে পারতাসি না
আমার ব্লগে ৩২০০ তম মন্তব্য করলেন। আসেন চা খাওয়ামু অনেক দিন আপ্নের খোমা দেখি না। আপ্নেরে দেখা নাকি এখন ভাগ্যের ব্যাপার
২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
নিয়েল ( হিমু ) বলেছেন: আহারে এই ডুয়েল এখন নিষিদ্ধ ইশ
বেলুন ফুটানিও যদি ডুয়েল তালিকায় পরে তাইলে এই ডুয়েল আম্রা প্রতিদিন খেলি
কেমনে ? জানতে চাও ?
প্রতিদিন টান টান উত্তেজনায় ঠান্ডায় কাপতে কাপতে দোকানে গিয়া বসি পাঁচ, ছয় জন । চায়ের অর্ডার দেই । আর চা আসলেই শুরু হয় আমাদের নিজেদের চা বাচানোর ডুয়েল খেলা
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
তামিম ইবনে আমান বলেছেন: ৫-৬ জনে ডুয়েল হয় না। ডুয়েল ২ জনের খেলা। ভালো কইরা শিইক্ষা আসো, পিচ্চি পোলা
২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: যেই খেলা এখন নিষিদ্ধ সেইটার আবার ভুল শুদ্ধ কি
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
তামিম ইবনে আমান বলেছেন: আগেই কইসি এইডা অনেক সম্মানের খেলা
২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
রিমন রনবীর বলেছেন: পোস্ট তো পড়লাম, কিন্তু আমার কারো সাথে ডুয়েলে যাওয়ার আগ্রহ নাই।
অবশ্য কোন মেয়ে ডুয়েলে যেতে চাইলে সমস্যা নাই
পেলাচ
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
তামিম ইবনে আমান বলেছেন: ডুয়েল হাতাহাতির খেলা না
লাভ নাইক্কা!
আমার স্টাটাসে তো সুশিল সাজেন! এখন মুখোস উম্মোচিত
২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
একজন আরমান বলেছেন:
ইয়ে মানে। কইতে শরম লাগতাছে। :!> :!> :#> :#>
আপ্নাগোর ভার্সিটির সামনে যেইগুলান পাওন যায় আমি সেই গুলানের কথা কইছিলাম আর কি !
আইজকা না ভাইজান। আমি এখন ক্যান্টনমেন্ট আছি। কাইলকা আমুনে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
তামিম ইবনে আমান বলেছেন: ভালাই তো
আমাগো ভার্সিটির সামনে বাশ গাছ আছে
২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
রীতিমত লিয়া বলেছেন: একটা ইংলিশ মুভি দেখেছিলাম নাম 'Arena' ওটাও মনে হয় আধুনিক ডুয়েলকে রিপ্রেজেন্ট করে। অনেক ভাল পোস্ট। তথ্যগুলো চমত্কার।
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে তো মুভিলাভার্জ এ ফাডাইয়া ফেলাইতাসেন! সামুতেও কিছু দেন!
৩০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ডুয়েল হাতাহাতির খেলা না :-&
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: খুব মজা নাকি ?
৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আমাকে হাতাহাতি খেলায় নেয়নাই, দুধভাত করসে।
আপ্নি খেলসেন নাকি?
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
তামিম ইবনে আমান বলেছেন: নারে ভাই। আমরা ডুয়েল প্লেয়ার । পিচ্চিদের খেলা খেলি না
৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
ইমরাজ কবির মুন বলেছেন:
পিচ্চিদের খেলা অ্যাঁ? আমি আরেকবার পিচ্চি হতে চাই
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
তামিম ইবনে আমান বলেছেন: কত শখ! কোন বুড়োকে পিচ্চি বানানো যাবে না
৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
রীতিমত লিয়া বলেছেন: ভাল লাগা দিলাম
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
তামিম ইবনে আমান বলেছেন: মেনি মেনি ধন্যবাদ লিয়াপু
৩৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
নীল কষ্ট বলেছেন: comment 21 এ মজা পাইলাম
ঘটনা সত্যি নাকি?
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
তামিম ইবনে আমান বলেছেন: ভাই, আপ্নের নাম নীল কষ্ট! আমার কষ্টটাও বুঝবেন তাহলে
৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ বুনোমানুষ !
৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
ওবায়েদুল আকবর বলেছেন: বেলুন ফুটানো যদি ডুয়েল হয় তাহইলে কত লুডু, ক্যারাম, ব্যাডমিন্টনে কত ফাটাফাটি ডুয়েল খেললাম।বাংলাদেশের ডুয়েলের মার্কেটিং আমরাই করিনা। আফসোস!!!!!!!
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: চলেন মার্কেটিং শুরু করি। সাথে আছেন?
৩৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
দেবদাস. বলেছেন: +++++++++++
ভাল লিখেছেন ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ
৩৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
লিন্কিন পার্ক বলেছেন:
বাংলাদেশে ডুয়েল খেলা চালু করা দরকার । রুলস হবে যে প্রথমে যার বিচি ফাটাইতে পারে সেই জিতবে
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
তামিম ইবনে আমান বলেছেন: প্রথম খেলা হবে লিন্কিন পার্ক আর মেশিনম্যানের মইধ্যে
৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাংলাদেশে পলিটিক্যাল কুকুর টাইপের মাস্তান গুলার হ্যাডম আছে নাকি ডুয়েল খেলবে?
লেখা ভালো হইছে, প্লাস
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ। অসামাজিক।
৪০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
চুক্কা বাঙ্গী বলেছেন: ডুয়েল নিয়ে কয়েকদিন আগে ফাটাফাটি একটা মুভি দেখলাম Stanley Kubrick এর। মুভির নাম Barry Lyndon দেখা না থাকলে দেখতে পারেন। এক কথায় অসাধারন। আইএমডিবিতে মুভির রেটিং দেখলাম রেটিং ৮.১, আপনার পোস্টের রেটিংও ৮.১ দিলাম।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
তামিম ইবনে আমান বলেছেন: রেটিং এর জন্য অনেক ধন্যবাদ। বাঙ্গী কি আপ্নের প্রিয় ফল? আমি দেক্তারিনা
৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মিজানুর রহমান মিলন বলেছেন: পোষ্টে ++ ডুয়েল সম্পর্কে জানা ছিল না ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
তামিম ইবনে আমান বলেছেন: ধইন্যা পাতা লন মিলন ভাই
৪২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
তামিম ভাই বহুদিন পর পোষ্ট পেলাম আর আপনি কি আমার কথা ভুলে গেলেন , চলেন দুজন মিলে ডুয়েল খেলি ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
তামিম ইবনে আমান বলেছেন: আসেন ডুয়েল খেলি। কই খেলবেন?পিস্তল আপ্নে দিবেন ঠিকাসে?
৪৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
মিজানুর রহমান মিলন বলেছেন: ডুয়েল শুধু পুরুষরাই খেলতো কারন এটা ছিল পুরুষদের সজ্ঝানের । মেয়েরা ডুয়েল খেলতোনা কারন তাদের সাহস আছে নাকি
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
তামিম ইবনে আমান বলেছেন: সাহস থাকলে আইসো
৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
প্রিন্স হেক্টর বলেছেন: কইষ্যা মাইনাচ
আমগো টম এন্ড জেরী এত্ত ডুয়েল খেলে, সেই কথা একবারও নাই
তলোয়ার নিয়া রেডি আছি, আসেন হয়ে যাক
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: আমি পিস্তল ডুয়েল লাইকাই। কি বলেন ?
৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
প্রিয়তমেষূ বলেছেন: দারুন লিখছোরে ভাই
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ
৪৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
প্রিয়তমেষূ বলেছেন: অসাধারন ++++
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
তামিম ইবনে আমান বলেছেন:
আপ্নে চা কোনদিন খাবেন?
৪৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
অণুজীব বলেছেন: এই খেলা খেলি নাই।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: আমিও খেলি নাই
৪৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ওরে বাপ্রে নাম শুনেই ডরাইছি।
(দৌড়াইয়া ভাগনের ইমু হইবে)
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: আরে মিয়া! পোস্ট না পইড়া কই যান? খাড়ান খাড়ান!
৪৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
প্রিন্স হেক্টর বলেছেন: তলোয়ার নিয়া আসেন, প্রিন্স হেক্টর পিস্তলে ক্যান যাবে?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
তামিম ইবনে আমান বলেছেন: পিস্তল ডুয়েল বেশি বিখ্যাত! ঝামেলাও কম! বুঝলা মনু?
৫০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: vai meyerao kintu (Ludu) duel khele...r oikhane j poriman fight hoi ta pistolbazi thaikaw kom na
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
তামিম ইবনে আমান বলেছেন:
অইটাতে আমিও কম না
৫১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: vai meyerao kintu (Ludu) duel khele...r oikhane j poriman fight hoi ta pistolbazi thaikaw kom na
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
তামিম ইবনে আমান বলেছেন:
লুডু খেলায় আমি কিন্ত বস
ধন্যবাদ।
৫২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
তারান্নুম বলেছেন: সপ্তম ইন্দ্রিয় বলেছেন: vai meyerao kintu (Ludu) duel khele...r oikhane j poriman fight hoi ta pistolbazi thaikaw kom na..মন্তব্যে ++
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
তামিম ইবনে আমান বলেছেন:
আপ্নে কি লুডু খেলেন? আমি কিন্ত লুডু এক্সপারর্ট
৫৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
ঘুড্ডির পাইলট বলেছেন:
ডুয়েল ফাইট এর অনেক দৃশ্য ওয়েস্টার্ন মুভিতে দেখেছি।
তবে এতো তথ্য আমার জানা ছিলো না।
আর আমিও ডুয়েল খেলছি অনেক বার তবে সেখানে
পিস্তলের বদলে রস গোল্লা ছিলো এবং বড়াবর আমি জয়ী হতাম ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
তামিম ইবনে আমান বলেছেন: ক্যাম্নে খেলতেন যদি সিস্টেম টা কইতেন
৫৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
নক্ষত্রচারী বলেছেন: চমৎকার পোষ্ট !
ফাইট, শো ডাউন, স্পোর্টস থেকে শুরু করে দ্বৈত সঙ্গীতেও এই টার্ম ঢুকে গেছে আজকাল ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
তামিম ইবনে আমান বলেছেন: আরে মিয়া! মোবাইল সিমের ক্ষেত্রেও ঢুইকা গেসে
৫৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
ঘুড্ডির পাইলট বলেছেন:
পোষ্টে একটা কথা জিগাইতে ভুইলা গেছি। ডুয়েলে জয়ী ব্যাক্তির কি পরে কোন আইনানুগ ঝামেলা থাকে ?
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
তামিম ইবনে আমান বলেছেন:
যখন বৈধ ছিল তখন ঝামেলা ছিল না। কিন্ত অবৈধ হবার পরে ডুয়েল খেললেই শাস্তি এবং জয়ী ব্যক্তি খুনের আসামী। কিছু কিছু দেশে অবশ্য!
৫৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
নিরপেক্ষ মানুষ বলেছেন: জীবনেও নাম হুনি নাই।তথ্যবহুল পোস্ট বলে প্রিয়তে নিচ্ছি।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
তামিম ইবনে আমান বলেছেন: এইডা কি কইলেন! জীবনেও নাম শুনেন নাই
৫৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
মাহী ফ্লোরা বলেছেন: জুল ভার্নের চাঁদে অভিযান বই এ প্রথম ডুয়েল সম্পর্কে পড়েছিলাম।
এখন অনেক কিছু জানলাম।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
তামিম ইবনে আমান বলেছেন: আপনি জেনেছেন জেনে অনেক ভালো লাগলো মাহী আপু!
৫৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
আল ইফরান বলেছেন: অনেক নতুন কিছু জানলাম।
আর এই জন্যই যতবারই ব্লগে আসি, মনে হয় আপনাদের মত ব্লগারদের এই ধরনের পোস্টের জন্যই ব্লগে আসাটা সার্থক হয়।
অনেক ভালো থাকবেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
তামিম ইবনে আমান বলেছেন: আপনার কমেন্ট পেয়ে সত্যিই ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাই।
৫৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
মামুন রশিদ বলেছেন: ভয়ংকর ব্যাপার ! :-& :-&
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
তামিম ইবনে আমান বলেছেন: আসেন ডুয়েল খেলি!
৬০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
হাছুইন্যা বলেছেন: এখন মানুষের আর সেই সাহস নেই। ছবিতেই ডুয়েল দেখে শান্তি। ওয়েস্টার্ন বই এবং মুভি দেখে যে সময় নষ্ট করছি তার হিসাব দিলে আম্মা ঝাটা নিয়ে দৌড়াবে
পোস্টে প্লাস।
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ হাছুইন্যা ভাই
৬১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: খুবই ইন্টারেষ্টিং একটা খেলার সম্পর্কে জানা হল --
খুব ভাল লাগলো
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই
৬২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
দ্যা ডার্ক নাইট বলেছেন: +++++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
তামিম ইবনে আমান বলেছেন:
ধন্যবাদ ডার্ক নাইট
৬৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
শায়মা বলেছেন: বুঝেছি তুমিও ডুয়েল লড়তে চাচ্ছো.......
কিন্তু কারণ কি???
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
তামিম ইবনে আমান বলেছেন: এটা কি আর খুলে বলতে হয়
৬৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানতে পেরে ভাল লাগল। আশা করি আপনি ভাল আছেন।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
তামিম ইবনে আমান বলেছেন: আপনাকে জানাতে পেরে ভালো লাগলো। আল্লাহ্র রহমতে ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।
৬৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
আশিক মাসুম বলেছেন: হুম ডুয়েল.....
ধন্যবাদ সেয়ারের জন্য।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: যেভাবে বললেন, মনে হল আগে খেলতেন?
৬৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯
নিশাচর ভবঘুরে বলেছেন: দারুন পোষ্ট ব্রো +++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো
৬৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪
জাকারিয়া মুবিন বলেছেন: তথ্যবহুল পোস্ট হলেও সহজপাঠ্য, এই ব্যাপারটাই সবচে ভাল লেগেছে।
লিখতে থাকুন। ভাল থাকুন।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই
৬৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
চন্দ্রা৯২ বলেছেন: লিওনার্দো ডি ক্যাপ্রিও আমার প্রিয় নায়ক । তার একটা মুভিতে ডুয়েল দেখেছিলাম । এটাকে যে ডুয়েল বলে সেটা জানা ছিলো না।
++++++++
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: লিও রে আমার ও ভালো লাগে। অনেক ধন্যবাদ চন্দ্রাপু
৬৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
বাংলার-লাঠিয়াল বলেছেন: .
জানেন ডুয়েল নিয়ে আমারও লেখার ইচ্ছে ছিলো । অফিসের কাজের চাপে সময় হয়ে ওঠে না। শুধু মাত্র আপনার লেখাটা অফ লাইনে পড়ছিলাম আর লগইন হয়ে গেলাম।
+ দিলাম।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: আপনিও দিয়ে ফেলেন একটা পোস্ট! অনেক ধন্যবাদ লাঠিয়াল
৭০| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
নজরুলের লাঠি বলেছেন: অসাধারন তথ্য সমৃদ্ধ একটি লেখা ।
প্লাচ দিলাম।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ লাঠি
৭১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন পোষ্ট তামিম। ডূয়েল নিয়ে জানতাম, তবে এত ডিটেইলস জানতাম না
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই
৭২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
অচিন.... বলেছেন: সেক্সপিয়রের বইয়ে প্রথম ডুয়েলের নাম শুনি।
পোস্টে প্লাস
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
তামিম ইবনে আমান বলেছেন:
ধন্যবাদ অচিন~!
৭৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার লাগলো। অনুবাদ সাহিত্য গুলোতে প্রায়সময় ডুয়েলের উল্লেখ পেতাম, কিন্তু এতোটা বিস্তারিত জানতাম না। ডুয়েল নিয়ে সত্যজিৎ রায়ের একটা চমৎকার গল্প আছে "তারিণী খুড়োর কীর্তিকলাপ" বইয়ে "লখনৌর ডুয়েল" নামে, এটা আমার খুব প্রিয়।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
তামিম ইবনে আমান বলেছেন: অনেক সুন্দর কমেন্ট। ধন্যবাদ।
৭৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
শিপু ভাই বলেছেন:
++++++++++++++++++++++++++++++++++
প্রিয়তে!!!
বেলুন ফুটানো ডুয়েল লড়ার ইচ্ছা আছে!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ শিপু ভাই।
৭৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
শিপু ভাই বলেছেন:
অঃটঃ সোলেমানের বাপ ছাগুটা আমার কমেন্ট মুইছা ব্লক করছে!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
তামিম ইবনে আমান বলেছেন: আমার কমেন্ট মুছার অপেক্ষায় আছি
৭৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
আরজু পনি বলেছেন:
কতো অজানারে!!!.......... ওয়েস্টার্ন ম্যুভিতে আগে বেশ দেখতাম।
পোস্টে ভালো লাগা রইল।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ আরজুপনি
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
সেলিব্রেটি ব্লগার বলেছেন: বাংলাদেশি কোন ডুয়েল নাই?
না থাকলে চলেন শুরু করে দেই