![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary
গতকাল এক গোপন আড্ডাখানায় আমি প্রক্সি দিয়ে ঢুকে ঈগলের মত চোখ রাখছিলাম! হঠাত করে দেখি সামহোয়্যারইনের আনসল্ভড রহস্য গুলো একে এক উম্মোচিত হতে থাকলো!
আসুন দেখে নেই, সামহোয়্যারইনের সে সব মহাগুরুত্তপূর্ন নিক গুলোর পিছনে কে বা কারা রয়েছেন!!!!!!!!!!!!!!!!
প্রথমেই শুরু ব্লগার ঘুড্ডির পাইলটের অমূল্য বাণী দিয়ে! যেটার মূল্য পরিশোধের মত সামর্থ্য বিল গেটস এরও নাই!
এর মধ্যে এসে গেসেন সাঈদ মিরাজ! উনার আসল নিক আজও অনাবিষ্কৃত! উনার মন্তব্য পড়লেই বুঝা যায় উনি মিথ্যা কথা বলছেন ! পরে উনার মিথ্যবাদিতার আরো প্রমাণ সহ অনেক কুকর্মের নজির হাজির করবো
হঠাত করে তামীম নামের এক লোক ( আমি না কিন্ত! ) ধাম করে এক অমূল্য বানী ছাড়িয়া বসে
। যদিও কোন লাইক পায় নাই সে
! তার মানে বুঝতে হবে উনি অপাত্রে দান করেছেন
এই লোকটার কাজ কি শুধু বাণি প্রসব করা? মাথায় ঢুকলো না ! যদিও বেশ লাইক মানে ভাত পেয়েছেন
মেঘ রৌদ্দুর এবং তন্ময় ফেরদৌস দাবি করেন তারা ব্লগার হতে চান!
তাদের ব্লগে নিকে খুলে দেবার নামে ঘুষ দাবি করেন ঐ সাঈদ মিরাজ ! আমি বলেছিলাম না
? উনার কুকর্মের প্রমাণ আরো আসছে
কিন্ত মিরাজের উদ্দেশ্য বুঝতে না পেরে তার পাতানো জালে ধরা পরে মেঘ !
কিন্ত নোমান, কাসাফাদ্দৌজা নোমান এসে ভণ্ড দের হাটে হাড়ি ভেঙ্গে দেন তিনি এসে সবার মুখোস উম্মোচন করে দেন! প্রখ্যাত বা কুখ্যাত তিনটি নিকের পিছনের মানুষের পরিচয় জানতে পারি আমরা
এর মধ্যে মোশারফ নামের এক নতুন ব্লগার এসে সবাইকে দেখে মনে করেন মডু তাই তাদেরকে সেফ করে দেয়ার জন্য ধরলেন
কিন্ত পরে তিনি পার্সোনাল আলোচনায় বিজি হয়ে পরেন
নোমান নমির কথা শুনে মিরাজ ভয় পেয়ে যায় ফলে নিজেকে নিজেই থ্রেট দিতে থাকে
আপনারাই বলেন এই লোকটা মাল্টি ফাংশনাল না?
মেঘের প্রতিক্রিয়া
কিন্ত পরাজয়ে ডরে না বীর। আমার গোপন কথা যে ফাস করসে তারেও দেইখা লমু ভঙ্গিতে তন্ময় ফেরদৌস নোমান ভাইর গোপন কতা মসজিদের মাইকে আযান দিয়া কইয়া দিল
অবশেষে বুঝতে পারলাম কেন রাশেড স্যারের নিকের এত বানান ভুল হত
তবে মহাকবি মাইকেল মেহেদি নিকে থাকা স্বীকার করেন নোমান, কাসাফাদ্দৌজা নোমান
এই মূহুর্তে দেখুন সাঈদ মিরাজের ঘুষখোর, মিথাবাদিতার পাশাপাশি আরেকটি গুন ! সেটা হল লুলামী ! নিজে লুলরাজ হওয়ার বাসনা ব্যাক্ত করেছেন ঐ কমেন্টে
! সবার গুপন সব তথ্য ফাস করে দেব আজ!
এদিকে সাঈদ মিরাজ ভায়া আরেকটি নিক এবং হিটের লোভে মেঘের সাথে মিউচুয়াল আন্ডারস্টান্ডিঙ্গে যেতে চাচ্ছেন
কিন্ত একবার সিন্ডীকেটিং এর কারনে ধোলাই খেয়ে মেঘ রৌদ্দুর ভীত
মাঝখান থেকে এসে সান ড্যান্স কোবিতা শুনিয়ে গেল! কিন্ত আসলে এটি আদৌ কোন কবিতা হয়েছে কিনা এই ব্যাপারে এফবিআই ৩ ঘন্টার মিটিংকরেও বুঝতে পারলো না
এর মধ্যে নোমান ভাই একটি গুরুত্বপূর্ন কথা বললো। বাট তিনি বুঝতেও পারেন নাই ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই স্ক্রীন শট ব্লগে চলে যাবে
কিন্ত মেঘ কামটা কি ঠিক করলো? পুরাই সেলফিশ টাইপ
এক সাহসী ব্লগার! যিনি অকপটে সব স্বীকার করে নিয়েছেন! উনার মন্তব্যই অনেক রহস্যের সমাধান
কিন্ত এই স্ক্রীনশট ব্লগে গেলে মিরাজ কে ব্যানের পাশাপাশি শাহবাগে ঝুলানো হবে বলে থ্রেট দিলেন বর্তমান গডফাদার নোমান!
ফিফা নিক এবং আসিফ মহিউদ্দিন নিকের রহস্য! এবার উম্মোচিত! হাততালি দেন পিলিজ!
নাম না প্রকাশ করার অনুরোধের পরও ফিফার পিছনের তিনটি মানুষের নাম প্রকাশ করে দেন নোমান ভাই। এবং নিচে তামীমের স্বীকারোক্তি !
এবার দেখেন সাঈদ মিরাজ নামে এই ভন্ড প্রখ্যাত নিক নোমান নমির দাবি করছে। আমার মনে হয় এই নিকের আড়ালে লোকটার নারীদের ভিতর জনপ্রিয়তা দেখে উনি এই দাবি করছেন
ব্লগার নোমান নমি এবং আমাকে মারার হুমকি দিলো বর্তমান যুগের পাতি নেতা কাসাফাদ্দৌজা! বিচার চাই কইলাম !
মিরাজের ২ টি নিক হাতে নাতে ধরে দেয়ার পর বিরানীহারাম নামক নতুন এক টার্মের উদ্ভাবন করলেন মিরাজ ভাই
কিন্ত মিরাজের কফিনে শেষ পেরেক ঠুকলো তামীম !
কিন্ত সবার শেষে একজন স্বীকার করলো আড়িল নিকটা খুলার কথা, আরেকজন বললো পাসোয়ার্ড পাবার কথা এবং তামীম বললো কিভাবে সে ঝাড়ি খাইসিল
রাত ২ টায় নেট কানেকশন চলে যাওয়ায় আর কোন গোপন কথা উদ্ধার সম্ভব হয় নাই। যদি হয়ে থাকে তাহলে তামিম্লিক্স আপনাদের নগদ জানাবে!
ডিস্ক্লেইমারঃ
ইহা একটি সম্পূর্ন বিনোদন ধর্মী ফান পোস্ট। যাদের নাম নেয়ে হয়েছে তাদের নাম মজা করার জন্যই নেয়ে হয়েছে। আশা করি মাইন্ড করবেন না। কারন আমরা জানি আপনাদের সেন্স অব হিউমার বেশ প্রবল
আর স্ক্রীন শট গুলোকে কেউ অন্য উদ্দেশ্যে ব্যবহার করলে খবর আছে!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
তামিম ইবনে আমান বলেছেন: আরে! উকিল সাহেব যে! অনেক ধন্যবাদ দুইটাকার জন্য।
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
অনিমেষ রহমান বলেছেন: আমার নিক নিয়ে ক্যাঁচাল দিলেন না কেনু?
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
তামিম ইবনে আমান বলেছেন: নেক্সট ক্যাচাল তাইলে আপ্নেরে নিয়া কর্তে হইব
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
লোনলিফাইটার বলেছেন: আমিও তো ছিলাম
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
তামিম ইবনে আমান বলেছেন: অল্প আইসা পার্সোনাল কামে বিজি হয়া গেসিলেন
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মেঘ রৌদ্দুরের নিক কি মেঘ রৌদ্দুর? লিঙ্ক দেন, চিনিনা।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
তামিম ইবনে আমান বলেছেন: সবাই সামুতে বেশ আগে থেকেই ব্লগায়
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
লোনলিফাইটার বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা @ধুসর ধ্রব তার নিক ।এখন মনে হয় মাল্টিতে চালায়
মেঘ ব্রো মাইন্ড কইরো না
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
তামিম ইবনে আমান বলেছেন: উনি আবার ডোন্ট মাইন্ড টাইপের মানুষ
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন:
সিরিয়াসলি ফিফা নিকের পিছনের মানুষকে চিনতে মঞ্চায়। আর জাকারিয়া স্যার আর মাইকেল মেহেদি আমার প্রিয় ব্লগার
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
তামিম ইবনে আমান বলেছেন:
উপরে সবাকেই চিনতে পারবেন
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
আবু সালেহ বলেছেন: এতদিন জানতাম বাণী চিরন্তন .........কিন্তু এখন বানীর বাহার দেখে মনে হচ্ছে বানী যেন স্বরনে থাকে তার জন্য প্রচারে নামতে হবে.....
যেমন...
"স্বরনে থাকিস,শয়নে নয়...বানী হয়ে মনে থাকিস...ভূলে নয়...."
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
তামিম ইবনে আমান বলেছেন: এখানে সব বানী দাতা। কেউ গ্রহীতা নহে
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: সেইরাম হইছে
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: ছাগু
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
সালমাহ্যাপী বলেছেন: ওওওও রাত বিরাতে এই সব হচ্ছে তাইলে না???????????????
তলে তলে এত কাহিনী !!
কে আপনারে এইগুলান ফাঁস করার জণ্য ঘুষ দিসে কন??
ইয়ে মানে কি ঘুষ দিসে যদি এট্টু কইতেন !!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
তামিম ইবনে আমান বলেছেন: আমারে একজন কইসে, "তামিম, তুই পোস্ট দে। দেখবি সালমা হ্যাপী কমেন্ট দিবে" তাই লিক্স করলাম আর কি :প
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পরিশ্রমী পোস্ট!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
তামিম ইবনে আমান বলেছেন: তা তো অবশ্যই! ভালো আছেন>
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
আশিক মাসুম বলেছেন: হায় হায়
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: হায় হায়! কি হলো?
১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
আশিক মাসুম বলেছেন: ওরে তোরা কে কোথায় আছিস আমারে ধর, আমই কোন দুনিয়ায় আছি???
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: কি হইল ভাইজান! মজা পাইলেন নাকি?
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ওরে ক্যাচাল মনে হয় এবার লাগলো রে!!!!!! আমি সাইড আউট খাড়ায়া খাড়ায়া খালি দেখমু।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: উহু! ক্যাচাল হবে না। সবাই ভাই বেরাদার আপ্নেও তো
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
প্রিয়তমেষূ বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: কি দেখলেন চোখ বড় বড় করে?
১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
ঘুড্ডির পাইলট বলেছেন: আমি যে কয়ডা লাইক পাইছি হেই কয়ডা টেকা দিয়া দেন উপ্রে উকিল সাহেবের টেকাডা বাদে ।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: কারে দিবেন?
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
আদিম পুরুষ বলেছেন: অনেক কষ্ট করে পোস্ট সাজিয়েছেন। মজা পেলাম। পোস্টে প্লাস।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ আদিম পুরুষ ভাই
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
ঘুড্ডির পাইলট বলেছেন: @ মাসুম আহমদ ১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন:
সিরিয়াসলি ফিফা নিকের পিছনের মানুষকে চিনতে মঞ্চায়। আর জাকারিয়া স্যার আর মাইকেল মেহেদি আমার প্রিয় ব্লগার
কেন আমারে দেখেন নাই
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
তামিম ইবনে আমান বলেছেন:
আপ্নে তাইলে মাইকেল মেহেদি নিকের পিছনের আরেক লুক?
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
প্রিন্স হেক্টর বলেছেন: নাহ এই পোষ্ট এর প্রাপ্য দুই টাকা না, উকিল সাহেব ফতুর হৈতে পারে বাট আমি তো প্রিন্স।
১০০ ট্রিলিয়ন ডলার* দিলাম
* জিম্বু ডলার
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
তামিম ইবনে আমান বলেছেন: তাও জিম্বাবুইয়ান ডলার! ধুর! দূরে গিয়া মরো
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
আশিক মাসুম বলেছেন: কে যানি কখন কয় আমার নিক ও তার মাল্টি।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
তামিম ইবনে আমান বলেছেন: তাইলে তো এপিক হইতে হইব
২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
আশিক মাসুম বলেছেন: হ , হাসাই।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
তামিম ইবনে আমান বলেছেন: আমি মিসা কতা কই না। তামিম্লিক্স!
২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
আমিনুর রহমান বলেছেন: ফাটাফাটি পোষ্ট। গোপন কতা সব ফাস কইরা দিলা
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
তামিম ইবনে আমান বলেছেন:
আমি আবার কতা গোপন রাখিনা সাদা মনের মানুষ তো
২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
তন্দ্রা বিলাস বলেছেন: জটিল রহস্য !!!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
তামিম ইবনে আমান বলেছেন: আসলেই
২৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
প্রিন্স হেক্টর বলেছেন: আমারই ভুল, বান্দরের গলায় মুক্তার মালা
নেন ইউ এস ডলার দিলাম
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
তামিম ইবনে আমান বলেছেন: ১০০০০ এর ইউএস ডলার নাইক্কা! চোরা পিরিন্স!
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: লেখক বলেছেন:
আপ্নে তাইলে মাইকেল মেহেদি নিকের পিছনের আরেক লুক?
কিযে বলেন না এতো সময় আছে নাকি ফিফা নিকটাকেই তো নিয়মিত মেইনটেইন ......
দেখেছেন সময় নেই তাই লিক্তে পারি নাই
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে আসলেই অনেক বিজি লোক। তা মিনিটে আপ্নের ইনকাম কত?
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
পুংটা বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
তামিম ইবনে আমান বলেছেন: পুংটার মুখ বন্ধ কেন?
২৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
কোডব্লকার বলেছেন: গ্যালারীতে বসলাম
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
তামিম ইবনে আমান বলেছেন: ফিল্ডে কেউ নাইক্কা! খালি ফিল্ড
২৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
এ যুগের শ্রীকান্ত বলেছেন: ডট ডট হইয়া গেলাম
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
তামিম ইবনে আমান বলেছেন:
কি হইলেন? আবার বলেন তো?
২৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
আর স্ক্রীন শট গুলোকে কেউ অন্য উদ্দেশ্যে ব্যবহার করলে খবর আছে!
কি কি খবর হবে ঐগুলা জানতে ইস্সুক তামীম ভাই ||
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: সেটা না হয় পরেই দেখা যাক
পোস্টের ব্যাপারে কিছু কইলে কইতারেন
২৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
প্রিন্স হেক্টর বলেছেন: কমলাবানু, তুমারে ঘুসি দিমু
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
তামিম ইবনে আমান বলেছেন: আমি গান্ধী বাদী! মুখ আগায়া দিলাম, ঘুসি মারো
৩০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
নোমান নমি বলেছেন: এই পোষ্টের প্রতিটি স্ক্রিনশর্ট পোষ্টদাতার মাথা থেকে নিঃসৃত। বাস্তবের সাথে উহার কোন প্রকার সম্পর্ক নাই।
তবে আমি যে ফিফা নিক চালাইছি এটা কখনই স্বীকার করবো না। আজও স্বীকার করবো না। আমি কি বোকা নাকি যে স্বীকার করবো?
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
তামিম ইবনে আমান বলেছেন: ফিফা নিকের পাসোয়ার্ড যে আমি আপনাকে দিয়েছিলাম একথা কাউকে বইলেন না, ঠিকাসে ভাই
৩১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
রেজোওয়ানা বলেছেন: সর্বনাশ!
তলে তলে এই অবস্থা!
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
তামিম ইবনে আমান বলেছেন: আসলেই। এর বিচার কখন হবে মডারেটর মহোদয়া?
৩২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
নোবিতা রিফু বলেছেন: সামান্য এক কনভারসেশনকে টাইনা একখান পূর্ণাঙ্গ পোস্ট বানাইয়া আপনে যে নৈপুণ্য দেখাইছেন, তার জন্য সেলুট!
এই লন আমার পক্ষ থেকে সামান্য পুরুস্কুর... একশ ট্রিলিয়ন ডলার...
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
তামিম ইবনে আমান বলেছেন: কমেন্টে পাইয়া তো ফুর্তিই লাগতাসে! কিন্ত তাই বলে জিম্বাবুইয়ান ডলার
৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
নোমান নমি বলেছেন: ইয়ে পুষ্ট রিপুর্টেড!
তামিম ইবনে আমানের চিরতরে ব্যান চাই।
পুষ্ট স্টিকি না করলে ফিফা থেকে আর কক্ষনো পুষ্ট দিমু না।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
তামিম ইবনে আমান বলেছেন: অনেক দিন ফিফা থেকে আমরা পুস্টাই না। চলেন পুস্টানি দিয়ে আসি।
বাই দ্যা ওয়ে, আপনার আপি আক্তার নিকটা থেকে কি আর কোন দিন পুস্ট দিবেন না?
৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
নিয়েল ( হিমু ) বলেছেন: মোবাইল দিয়া একটা ফডুও দেখতার্লাম না রে
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
তামিম ইবনে আমান বলেছেন: তুমি তো লাইভ কমেন্ট দেখসোই
৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
নোবিতা রিফু বলেছেন: আরে! আগে তো খেয়াল করি নাই... মোট দেখি দুইশ ট্রিলিয়ন কালেকশন হইয়া গেছে...
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: লাগবে না আপনার জিম্বাবুইয়ান ডলার! দিলে দেন আমেরিকান ডলার
৩৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
অদ্বিতীয়া আমি বলেছেন:
তামিম্লিক্স- গোপন কথাটি রবে না গোপনে
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
তামিম ইবনে আমান বলেছেন: সব গুপন কতা কইয়া দিমু
৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
লিন্কিন পার্ক বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
তামিম ইবনে আমান বলেছেন: আস্তে হাসেন! পইড়া যাইবেন
৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
সিলেটি জামান বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
তামিম ইবনে আমান বলেছেন: কথা বলেন! এইতো সময়
৩৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
ইমরাজ কবির মুন বলেছেন:
পোস্ট তো মারাত্মক হৈসে ম/
Syed Miraj এর মেয়ে ভক্তরা জড়ায়ে ধরা কমেন্টে আমার হয়ে ১টা লাইক দিয়েন। সাথে অ্যাড কৈরেন- ওনার বদলে প্রক্সি হিসাবে মেয়েরা আমি ইমরাজকেও জড়ায়ে ধরতে পারবে। আমি এক্কদমই রাগ করবো না ||
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: আমিও কাউকে না করবো না
৪০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
প্রিন্স হেক্টর বলেছেন: নোবিতা রিফু, আমার টাকা চুরি কইরা ফুটানি?
ফাডায়ালামু
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: নোবিতা রিফু তাইলে তুমার ট্যাকা কপি মারসে! আইজ খাইসি তারে
৪১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
পুংটা বলেছেন: আম পাতা নড়ে চড়ে... চিকন মিয়া'রে মনে পড়ে।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: চিকন মিয়া মাইনাস পুরষ্কারের কথা মনে পড়ে গেলো
৪২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন:
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ কুনোব্যাঙ ভাই। আছেন কিরাম?
৪৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে একটু বলবেন কি তামিম ইবনে আমান আবার কে উনার কি কুন নিক আছে সামুতে ?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
তামিম ইবনে আমান বলেছেন: তামিম ইবনে আমান আমি। নোমান ভাইর মত মারার চিন্তা ভাবনা করতাসেন নাকি
৪৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
নোবিতা রিফু বলেছেন: তোমার আমেরিকান ডলার লাগবে আগে কইবা না! এই লও...
আর এই ব্যাগ লইয়া যাও, পরে ভাংতি কৈরা চিপস খাইও...
আর এই খুচরা কয়েক হাজার ডলার প্রিন্স হেক্টরের ট্রাক্টর কেনার জন্য... জিম্বাবুয়েতে কাজে লাগবে...
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
তামিম ইবনে আমান বলেছেন: টেকা দেয়ার জন্য টেংকু।
প্রিন্স হেক্টরের ট্রাক্টর
৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২
বিবেকের দংশনে জাস্টিন বিবার এবং সাঁইবাবার গ্যাংনাম আচার বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
তামিম ইবনে আমান বলেছেন:
৪৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
বিবেকের দংশনে জাস্টিন বিবার এবং সাঁইবাবার গ্যাংনাম আচার বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
তামিম ইবনে আমান বলেছেন: হেহেহেহে
৪৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
নোমান নমি বলেছেন: তামিম আমি অপি আক্তারের ভকত। পিলিজ একটা অটোগ্রাফ দিবেন?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
তামিম ইবনে আমান বলেছেন: আমি তো আপ্নের কাছে খাতা নিয়া গেসিলাম
৪৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ৪৫ নং কমেন্ট এর মতো এতো বড় নিক জেনারেল/সেপ দেখি নাই আগে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
তামিম ইবনে আমান বলেছেন: আমি দেখসি। সাঃউঃজা তারপর বিশাল হিস্টরি
৪৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
বনলতা মুনিয়া বলেছেন: ও খোদা কি দেখলাম..............!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
তামিম ইবনে আমান বলেছেন:
কি কি দেখলেন? একটু যদি খুলে বলতেন
৫০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
প্রিন্স হেক্টর বলেছেন: এই বাড়ি কমলাবানু তুমারে দিলাম। এই বাড়ির বারান্দায় রিফুরে ঘুমাবের দিও
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
তামিম ইবনে আমান বলেছেন: আমি ঘরে। রিফু বারান্দায়। প্রিন্স হেক্টর উঠানে ট্রাক্টর চালাবে
৫১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
নোবিতা রিফু বলেছেন: হ্যা তামিম, আমার রুমে তুমি আপাতত অন্য কাউকে থাকতে দিতে পারো... আমি আপাতত বারান্দায় থেকে পাশের সবুজ মাঠে হেক্টরের ট্রাক্টর চালানো দেখব...
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
তামিম ইবনে আমান বলেছেন: আমিও ট্রাক্টর চালানো দেখতে চাই
৫২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: একটা কথা বলি অপি আক্তার নিকটা কিন্তু আমি চালাই। ঐদিন আমিই আমার পোস্টে "অপি আক্তার" মাল্টি থেকে কমেন্ট করেছিলাম।
প্রমাণ>>>>>>>>
বিশ্বাস না হলে পোস্টটাই দেখেন, ২১ নং কমেন্ট
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
তামিম ইবনে আমান বলেছেন: ভাই, আমারে মাত্র ১ ঘন্টার জন্য আইডিটা ধার দেন । পিলিজ লাগে। আমি আপনার দেশী মানুষ!
৫৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
রীতিমত লিয়া বলেছেন: কি লিখলেন, না লিখলেন কিছু বুঝলাম না। মোবাইল দিয়া একটা ফটোও দেখা যায় না গো ভাইজান
:'(
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
তামিম ইবনে আমান বলেছেন: এককাম করেন আপুজান! মোবাইলে পিসি ভার্সনে নিয়া দেখেন! না দেখলে মজা মিস!
৫৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
ঘুড্ডির পাইলট বলেছেন: @ জনৈক গণ্ডমূর্খ
কমেন্টা তো আমি করছিলাম ভুল বলেন কেনু ?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
তামিম ইবনে আমান বলেছেন: দেখি। মারামারি লাগেন। যে জিতে অপি আক্তার তার। আই মিন অপি আক্তার নিকটা তার
৫৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
মাহী ফ্লোরা বলেছেন: দেখেছো আমিও এরকমই ধারনা করেছিলাম!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: কি রকম? আমি পোস্ট দিব সেটা জানতেন নাকি?
৫৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
বনলতা মুনিয়া বলেছেন: সবই দেখলাম। মিছামিছি নিক, মার্কিন ডলার, বাসা বাড়ি....
কুনু কিছুরই তো অভাব নাই..............
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: আমার এই পুস্ট রে ভণ্ডামি পুস্ট বলতে পারেন
৫৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
একজন আরমান বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: শুধু হাসলেন। কিছু কইলেন না
৫৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
প্রিন্স হেক্টর বলেছেন:
ট্রাক্টর চলবে, তবে মাঠে না, কারও দাড়ির উপ্রে
সোনার ট্রাক্টরখান রিফুরে দিলাম, বেচারা এত ট্রাক্টর ট্রাক্টর কর্তেছে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
তামিম ইবনে আমান বলেছেন: সোনালি কালারের প্লাস্টিকের ট্রাক্টর
৫৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ওরে দিছিরে দিছি সামুতে আইজ আগুন লাগাইয়া দিছি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
তামিম ইবনে আমান বলেছেন:
ভাই, পিলিজ লাগে। যদি আইডিটা একটু ধার দিতেন! পিলিজ পিলিজ পিলিজ পিলিজ
৬০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাইসব,,,,,, ঘুড্ডির পাইলট একটা ভুয়া। দেখেন উনি নিজেই কিন্তু ঐ পোস্টের ১২ নং কমেন্টে মন্তব্য করেছিলেন।
আমি উনারে বিস্কুটও খাইতে দিছিলাম। উনি বিস্কুট খাইতে গিয়া ভুলে উনার কম্পু গিল্লা ফালাইছিল। তাই এখন হুদাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইতাছে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
তামিম ইবনে আমান বলেছেন: পাইলট কি কট খায়া গেলনি?
৬১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
রিমন রনবীর বলেছেন:
বড় কইরা দেখতে এইখানে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
তামিম ইবনে আমান বলেছেন: লিঙ্কু ঠিক করেন না ক্যা
৬২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আইচ্ছা ঠিকাছে।
opiakther লিখে password এর জায়গায় sobairebekubbanaichi মারেন। দেখেন কি ফরফরা হইয়া একাউন্ট খুইল্লা যাইবো।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: আসলেই তো। খারান কাইল আপ্নের পোস্টে ঐ নিক থেইকা কমেন্টামু। তয় আমি কিন্ত পাসোয়ার্ড চেঞ্জ কৈরা ফেলাইসি
৬৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
প্রিন্স হেক্টর বলেছেন: ১১১ নং কমেন্টে বিটলামির কারন কি?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
তামিম ইবনে আমান বলেছেন: আমিও বুঝলাম না।
৬৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
রিমন রনবীর বলেছেন: এইখানে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
তামিম ইবনে আমান বলেছেন: আমার ব্রাউজার গেসে মনে হয়। এইডাওতো কাম করে না
৬৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫
একজন আরমান বলেছেন:
সবাই তো অনেক কিছু কইয়া ফালাইছে।
আমি তো হাসতে হাসতেই শেষ।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
তামিম ইবনে আমান বলেছেন: ঐ মিয়া ! চাকরি পাইসেন, মিষ্টি কই?
৬৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬
রিমন রনবীর বলেছেন: ধুরো ডাইরেক্ট ড্রপবক্সের লিংক কামে দেয় না কেন !! তাইলে এইখানে দেখেন
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
তামিম ইবনে আমান বলেছেন: ঢুকতে পার্সি অবশেষে!
৬৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
প্রিন্স হেক্টর বলেছেন: ১১৪তেও বিটলামি?
#(
#(
#(
#(
#(
#(
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
তামিম ইবনে আমান বলেছেন: ইন্দুর রে কও বিটলামি বন করতে !
৬৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
তন্ময় ফেরদৌস বলেছেন: নোমান নমি বলেছেন: এই পোষ্টের প্রতিটি স্ক্রিনশর্ট পোষ্টদাতার মাথা থেকে নিঃসৃত। বাস্তবের সাথে উহার কোন প্রকার সম্পর্ক নাই।
তবে আমি যে ফিফা নিক চালাইছি এটা কখনই স্বীকার করবো না। আজও স্বীকার করবো না। আমি কি বোকা নাকি যে স্বীকার করবো?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নেও নোমান ভাইর লগে সহমত!
৬৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তামিম ভাই আপ্নারে অনেক বিশ্বাস কইরা পাসওয়ার্ডটা দিছি। তাই বইল্লা আফনে এভাবে আমার পেডে লাথ্থি দিলেন
ও অপিরে এখন আমি কই যামু রে!!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
তামিম ইবনে আমান বলেছেন: অপিরে বলেন মেইল দিয়া পাসোয়ার্ড রিকভার করতে
৭০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
প্রিন্স হেক্টর বলেছেন: আমার মাল্টি সমূহ:
১) এস আর জনি
২) ঘুড্ডির পাইলট
৩) আমিনুর রহমান
৪) শিপু ভাই
৫) একজন আরমান
৬) চেয়ারম্যান০০৭
৭) এ্যাপোলো৯০
৮) কাল্পনিক_ভালোবাসা
৯) জানা
১০) অন্যমনস্ক শরৎ
১১) আরিল
১২) রেজোয়ানা
১৩) লক্ষী পেচা
১৪) মাহমুদুল হাসান কায়রো।
১৫) তামিম ইবনে আমান
কিছু নিক বিক্রয় হবে:
১) নোটিশবোর্ড
২) এক্সট্রা.... স্বর্ণা
৩) হিমু (নিয়েল)
৪) নোবিতা রিফু
৫) লোনলি ফাইটার
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
তামিম ইবনে আমান বলেছেন: পার নিক কত টেকা? আমি তুমার প্রত্যেক্টা পোস্টে গিয়া প্লাস দিমু আর কমু স্টিকি করা হউক। এখন কও কয়ডা নিক দিবা ?
৭১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
অচিন.... বলেছেন: আমি কিন্তু দূর্যোধন নিকটাতে মাঝে মাঝে লগ ইন করি। এই মানে যখন চিনেমা টিনেমা দেখে রিভিউ দেই আর কি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
তামিম ইবনে আমান বলেছেন: প্লিজ, ঐ নিকটা থেইকা একখান কমেন্ট কৈরা যান না গো ভাই
৭২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
রিমন রনবীর বলেছেন: আপনের পোস্টের কমেন্টগুলা পুরাডা বিনুদন।সময় নিয়া সব পড়তে হইব
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
তামিম ইবনে আমান বলেছেন: সবকিছু ছ্যাকা দিলেও ব্লগ দিব না। হান্ড্রেড পার্সেন্ট বিনোদন সে দিবেই দিবে
৭৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
প্রিন্স হেক্টর বলেছেন: ১--> ২০,০০০/=
২--> কমেন্ট এর সমপরিমান টাকা
৩--> ১৫,০০০/=
৪--> থুতনিতে যে কয়টা দাড়ি আছে তত টাকা
৫--> ১৭,০০০/=
এক দাম, নো বারগেইন। ওয়ারেন্টি নাইক্ক্যা।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে লিখিত দিলে আমি পে করুম। রাজি? আমি ফিফা নিক বেচুম। মূল্য ফিফার প্রাপ্ত হিটের সমপরিমাণ
৭৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
বনলতা মুনিয়া বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
তামিম ইবনে আমান বলেছেন: চোখ টিপি টা তো বেশ স্মার্ট
৭৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
একজন আরমান বলেছেন:
না রে ভাই। কল দেয় নাই তো ওরা।
পাইলে তো খাওয়ামু কইলাম।
প্রিন্স হেক্টর কইলাম আমার মাল্টি।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
তামিম ইবনে আমান বলেছেন: আমার থেইকা দোয়া নিয়া গেলে অইদিনই ওকে কৈরা দিত
৭৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
প্রিন্স হেক্টর বলেছেন: একজন আরমান বলেছেন: প্রিন্স হেক্টর কইলাম আমার মাল্টি।
কইলেই হইলো?
একজন আরমান আমার মাল্টি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২
তামিম ইবনে আমান বলেছেন: একজন আরমানরে আমি আগে থেইকা মাল্টি বইলা সন্দ করতাম! এখন দেখি ঠিক!
৭৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭
অচিন.... বলেছেন: আচ্ছা পরে সময় পাইলে একটা কমেন্ট কইরা যামু নে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
তামিম ইবনে আমান বলেছেন: দেখা যাইব। লজ্জায় কি পিছন ফিরে আছেন? আপনার চাঁদমুখ দেখতে মুঞ্চাইতাসে
৭৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
প্রিন্স হেক্টর বলেছেন: নিয়মিত লিখলে তিনি যতদিন ব্লগিং করেছেন, ততদিনে আমার হিটও কম হবে না
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
তামিম ইবনে আমান বলেছেন: এখানে টেকার কতা চলতাসে। হিট না। সাইডে থাকো
৭৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরমান ভাই কি চাকরি পাইছে নি? ক্যান জানি খাওন দাওনের গন্ধ পাইতাছি? আমি কিন্তু আছি কৈলাম।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: চাকরি পাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স
৮০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
একজন আরমান বলেছেন:
ভুল হয়া গেছে। এখন কি হপে?
ওই মিয়া একজন আরমান মাল্টি না। আমি তো আপনার লগে দেখা করছি। কিন্তু প্রিন্স হেক্টর আমার মাল্টি। আপনে প্রিন্স হেক্টররে দেখছেন? দেখেন নাই। কারণ ওইডা তো আমারই মাল্টি।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
তামিম ইবনে আমান বলেছেন: এখন কি করুম! দুইজনের লগেই তো দেখা হইছে! কার মাল্টি কেডা আল্লায় জানে।
খোদা দড়ি ফালাও বায়া উডি যাই
৮১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
প্রিন্স হেক্টর বলেছেন: লেখক বলেছেন: এখানে টেকার কতা চলতাসে। হিট না। সাইডে থাকো
ফিফার হিটের সমান টাকা দাবী করলেন ক্যান ফিফা মনে হয় এস.ই.ও করে
একজন আরমান বলেছেন:
ওই মিয়া একজন আরমান মাল্টি না। আমি তো আপনার লগে দেখা করছি। কিন্তু প্রিন্স হেক্টর আমার মাল্টি। আপনে প্রিন্স হেক্টররে দেখছেন? দেখেন নাই। কারণ ওইডা তো আমারই মাল্টি
@ আরমান ভ্রাতা, তাম্মু আমারে দেখছে। আমি ব্লগ ডেতে গেছিলাম। কমলাবানু দিয়া ফটুক্ও তুলছি।
কট
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
তামিম ইবনে আমান বলেছেন:
আমার কাছে কার কয়টা ফডু আছে গুইনা দেখি। যার বেশি সে আসল যার কম সে মাল্টি
ফিফার এসিও করা লাগে না। সেটা অটো হয়ে যায়। সামুর করা আছে।
৮২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ইয়া দেশি কইতেতো ভুইল্যা গেছিলাম একজন আরমান মিয়া আমার পোস্টে আপ্নার আর আমার ইজ্জত পুরা ধুলায় মিশায়া দিছে।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: যাইতাসি। নোয়াখাইল্লা আর্মি রেডি করুম ?
৮৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
অচিন.... বলেছেন: আমি মুখ ফিরে চাইলে আমার রুপের ঝলকে সামু জ্বইলা যাইবো :!>
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: ছেলেদের রূপ থাকে না। থাকে গুণ
৮৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
সানড্যান্স বলেছেন: পোস্ট তো না টাকার গরম দেখাইতেছে সবাই!!
তামিম ভাই,ভালা হয়া যান,ভালা হইতে পয়সা লাগেনা
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: ভাই, গুগল মামু থাকতে টাকার গরম দেখাইতে পয়সা লাগে না
ভালা হইতে ১০ টেকা লাগে। কিন্ত পামু কই?
৮৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
প্রিন্স হেক্টর বলেছেন: ১৩৩ নং কমেন্টে সুপ্পার লাইইইইক
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: আমিও একটা লাইক দিলাম। বেশি না। মাত্র একটা। হুহ! মাত্র একটা।
৮৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার নিক বেইচ্যা দিমু,কাস্টোমার পাইলে জানাইয়ো
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: আমি কিনুম। কত পয়সা?
৮৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
সুদীপ্ত কর বলেছেন: উফফ..
এত্তডি স্ক্রীণশট?
এত ধৈর্য কেমনে পান?
দুইটা পড়ার পর একটু নীচে চোখ বুলাইয়া ধৈর্যহারা হয়ে গেসি
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
তামিম ইবনে আমান বলেছেন: এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার
৮৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫০
অচিন.... বলেছেন: আমিও ১৩৩নাম্বার কমেন্টে সুপ্পার লাইক দিলাম।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
তামিম ইবনে আমান বলেছেন: আমিও সুপার লাইক দিলাম
৮৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
নোবিতা রিফু বলেছেন: মানুষ ট্রাক্টরের টাকা জোগাড় করতে কত কস্ট করে, এত সাধের নিকগুলো পর্যন্ত এখন বেচা লাগতাছে...
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
তামিম ইবনে আমান বলেছেন: অভাবে পড়লে যা হয় আর কি
৯০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
আমার কাছে কার কয়টা ফডু আছে গুইনা দেখি। যার বেশি সে আসল যার কম সে মাল্টি
তাইলে তো আমি জিতুম।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
তামিম ইবনে আমান বলেছেন: এখন কি খাওয়াবেন? ৩ টা খাওন জমা পড়সে
৯১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬
বইয়ের পোকা বলেছেন: ভাই ফ্রিতে যদি আমারে কেউ একখান নিক ধার দিতেন, তয় ভালা হইত। কয়দিন পর ফেরত দিয়া দিব, কথা দিলাম।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
তামিম ইবনে আমান বলেছেন: নিকের ফ্যক্টরির মালিক দের জিজ্ঞেস করে দেখতে পারেন প্রিন্স হেক্টর রে জিগান
৯২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
s r jony বলেছেন: আমিনুর রহমান বলেছেন: ফাটাফাটি পোষ্ট। গোপন কতা সব ফাস কইরা দিলা
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
তামিম ইবনে আমান বলেছেন:
৯৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: ব্যাপক বিনোদন !!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
তামিম ইবনে আমান বলেছেন: ব্যাপুক
৯৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
হাছুইন্যা বলেছেন: সবগুলাকে ব্যান করা হোক
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: সহমত! সহমত! সাথে মাল্টির ফ্যাক্টরি হাছুইন্যা ভাইকেও
৯৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
মাক্স বলেছেন: তামিম নামক লোকটার(আপনে না কিন্তু) পেরেক ঠুকানো ঠিক হয় নাই। আরো বিনুদোনের দরকার ছিল
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: ভাইজান, কিউবি হিংসা কৈরা নেট বন্ধ কৈরা দিসিলো । নাইলে আজকা খবর কৈরা ফেলতাম
৯৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
গ্রাম্যবালিকা বলেছেন: আমি হাঁটে হাঁড়ি না , পুরা হাঁট ভেংগে দেওয়া কথা বলি, তামিম ইবনে আমান নাকি "গ্রাম্যবালিকা" নামে একটা নারী আইডি চালান!
গোপন সুত্রে জানলাম, শায়মা, রেজোওয়ানা, শামীম আরা সনি সহ আরো বেশ কিছু নারী আইডি তামিম ইবনে আমানের মাল্টি!
কি মজা করতে পারেন আপনারা! স্ক্রিন শটগুলো সেইরকম!! খুব মজা পেয়েছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: ছাইয়া নিকের ফ্যক্টরি নাকি তামিমের কাছে?
বাই দ্যা ওয়ে, এই তামিম টা কে?
৯৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
ইন্তাজ ভাই বলেছেন:
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
তামিম ইবনে আমান বলেছেন:
৯৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
কালো ঘোড়ার আরোহী বলেছেন: পোস্ট, কমেন্ট... সবগুলাই জটিল। ব্যাপক মজা পাইলাম।
আমার মাল্টি যেন কোনগুলা? দাঁড়ান, লিস্টি বাইর করি!!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নের মাল্টি নিক সব হাজির করার দাবি জানানও হলো
৯৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
সালমাহ্যাপী বলেছেন: উরি মাআআআআ আপনের তো দেখি ম্যালা ট্যাকা উঠসে !!!!
এত ট্যাকা দিয়া করবেন কি !!! জলদি জলদি এই দিকে কিছু পাস করেন।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: সব জিম্বাবুইয়ান ডলার
আপ্নের ঠিকানা দিন
১০০| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
অনীনদিতা বলেছেন: অচিন.... বলেছেন: আমি মুখ ফিরে চাইলে আমার রুপের ঝলকে সামু জ্বইলা যাইবো :`
এই কমেন্টসে ১০০ টা লাইক
ভালোই জমছে
আমারো একটা মাল্টি নেওয়ার সখ জাগছে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
তামিম ইবনে আমান বলেছেন: আপনিই নাকি মাল্টি
১০১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মামুন রশিদ বলেছেন: আমি কার মাল্টি রে
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
তামিম ইবনে আমান বলেছেন: আপনাকে তো চেনা চেনা লাগছে
১০২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
জাহিদ হাসান বলেছেন: হাসব না কাঁদব ?
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
তামিম ইবনে আমান বলেছেন: নাচেন
১০৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
হুমায়ুন তোরাব বলেছেন: uri Sala..
ktw taka nisen vai jan free advertisement krte..
khahini ki ??
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
তামিম ইবনে আমান বলেছেন: এডভার্টাইজ কই করলাম?
১০৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
শিপু ভাই বলেছেন:
এপিক পোস্ট!!!
মিস্কইরাফালাইছি!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
তামিম ইবনে আমান বলেছেন: হ। অফ্লাইনে থাক মিস্কর্বেনই! অনলাইন থাকতে হপে
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
তামিম ইবনে আমান বলেছেন: উপরে শব্দটা থাকলে হবে। লে আসে নাই কেন বুঝতাসিনা
১০৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
বইয়ের পোকা বলেছেন: তামিম সাহেব, আপনে দেখি আমার তেজগাও কলেজের ছুডু ভাই। আহা!!! কলেজ জীবন বড়্ই মিস করি।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে কেম্নে জানলেন?
১০৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
বইয়ের পোকা বলেছেন: আমিতো ব্ইয়ের পোকা। আপনার বই কাটতে গিয়া দেখে ফেলছি যে আপনি তেজগাও কলেজে ছিলেন। এখনো কি ছাএদের কে জোর করে মিছিলে নিয়া যায়।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: এখন মুটামুটি ভালা অবস্থা। হাছা কৈরা কনতো আপ্নে কেডা?
১০৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
তামিম ইবনে আমান বলেছেন:
১০৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
আমি ইহতিব বলেছেন: ব্যাপক গবেষনা ও ব্যাপক বিনোদন।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
তামিম ইবনে আমান বলেছেন:
ব্যাপুক
১০৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
কবি মনির বলেছেন: বাল্পুস্ট
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ
১১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
কবি মনির বলেছেন:
আপনি তো লেখেন ভালো। বাল্পুস্ট দিলেন কেন?
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
তামিম ইবনে আমান বলেছেন: আপনার গোবরে ভরা ব্রেইনে ঢুকবে না কেন দিলাম
১১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
আমিনুর রহমান বলেছেন: কিরে আবাল মনির এইহানেও লেদাইতে আইছো !!! গুড়া কৃমি আছে বুঝি ।।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
তামিম ইবনে আমান বলেছেন:
ভালোই নাম দিসেন। আবাল মনির।
১১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অন্যমনস্ক শরৎ কয়েকদিন আমি চালিয়েছিলাম
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
তামিম ইবনে আমান বলেছেন: আপনাকে চিনতে পেরেছি
১১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
মেহেদী হাসান মানিক বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
তামিম ইবনে আমান বলেছেন:
কই ছিলেন এতদিন?
১১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
মেহেদী হাসান মানিক বলেছেন: তামিম ইবনে আমান
কিন্তু আমার নিক
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
তামিম ইবনে আমান বলেছেন: সহমত
১১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দেশি কি খবর??? যুদ্ধের পর আর কোনো খোঁজ নেই কেন????
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
তামিম ইবনে আমান বলেছেন: বিজয়ী হয়ে দেশে এসে সংসার কে সময় দিচ্ছি
১১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
নিশ্চুপ শরিফ বলেছেন: চেঞ্জ করে দিলাম। আপনি না বল্লেও এখনি করতাম কারন এটা ভালো দেখায় না।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
তামিম ইবনে আমান বলেছেন: আমিতো দুষ্টামি কৈরা কইসিলাম
১১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
বাঁশ বাগান বলেছেন: কি পোষ্ট এইটা !!
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
তামিম ইবনে আমান বলেছেন: বাল্পুস্ট
১১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
যুবায়ের বলেছেন: আপ্নেতো উইকিলিকসের মত কাম কইরালাইচেন
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
তামিম ইবনে আমান বলেছেন: ইডা হইবো তামিম্লিক্স !
১১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
মেহেদী হাসান মানিক বলেছেন: বাড়িত আচিলাম গো ভাই
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
তামিম ইবনে আমান বলেছেন:
১২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
ইখতামিন বলেছেন: উইকিলিকস্
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
তামিম ইবনে আমান বলেছেন:
১২১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
গোলাপ ভাই বলেছেন: রাত ২ টায় নেট কানেকশন চলে যাওয়ায় আর কোন গোপন কথা উদ্ধার সম্ভব হয় নাই। যদি হয়ে থাকে তাহলে তামিম্লিক্স আপনাদের নগদ জানাবে!
আপডেট কি কিছু আচেনি তামিম্লিক্স এ
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
তামিম ইবনে আমান বলেছেন: চেনা চেনা লাগচে আপনাকে?
১২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
অনন্ত আরেফিন বলেছেন: এত নিক দিয়া কি হপে?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
তামিম ইবনে আমান বলেছেন: সেটা তো আমারও কোসচেন
১২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: he he he
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
তামিম ইবনে আমান বলেছেন: হে হে হে
১২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
বুলেট বিহীন পিস্তল বলেছেন: :> কি খবর বাহে ?
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
তামিম ইবনে আমান বলেছেন: আপনার নিক দেখে ডরালুম
১২৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১০
এন এফ এস বলেছেন: কেউ আমারে মারিস না হাসতে হাসতে নিজেই মইরা যাইতাছি =P~
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
তামিম ইবনে আমান বলেছেন: কি অবস্থা ভাই?
১২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
এন এফ এস বলেছেন: অবস্থা যে কুন জায়গায় অবস্থান করতাছে এই সময় তাই বুঝতাছিনা
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: chill man
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
উকিল সাহেব বলেছেন: অনেক কষ্ট করছেন। এই নেন দুই টাকা।
