নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

জন ডিলিঙ্গারঃ ইতিহাসের কুখ্যাত এক ব্যাংক ডাকাত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

১৯০৩ সালের জুনের ২২ তারিখে জন হার্বার্ট ডিলিঙ্গার আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় থেকেই ডিলিঙ্গার ছিল আইন ভঙ্গকারী এবং চুরিবিদ্যায় পারদর্শী। তিনি একটি মেশিন শপে কাজ করার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দেন। যদিও তিনি চাকুরীতে কঠোর পরিশ্রম করতেন , সারারাত ধরে পার্টি করা ছিল তাঁর স্বভাব।



ছোটবেলায় ( ৪ বছর বয়সে) মা মারা যাওয়ায় ডিলিঙ্গার ছিলেন বোহেমিয়ান স্বভাবের।





জন ডীলিঙ্গার





ডিলিঙ্গারের বাবা মনে করতেন ইন্ডিয়ানাপলিস শহর ডিলিঙ্গারকে নষ্ট করে দিচ্ছে, তাই তিনি তাঁর পরিবার নিয়ে মুরসভিলে চলে আসেন ১৯২০ সালে। ডিলিঙ্গারের বন্য স্বভাব নতুন শহরে আসার পর আরো বৃদ্ধি পায়। ১৯২২ এ গাড়ি চুরির দায়ে ডিলিঙ্গার গ্রেফতার হন। জেল থেকে মুক্তির পর ৩য় শ্রেণীর কর্মচারি হিসেবে ডিলিঙ্গার ইউনাইটেড স্টেটস নেভি তে যোগ দেন এবং কয়েক মাস পরে ডিলিঙ্গার নেভী থেকে ডিসঅনারেবলি ডীসচার্জড হয়। ১৯২৪ সালে বেরিল কে বিয়ে করার পর ডিলিঙ্গার সেটেলড হওয়ার চেস্টা করেন। কিন্ত তিনি সফল হন নি। ১৯২৯ এ তাঁর ডিভোর্স হয়।



ডিলিঙ্গার চাকরি খোজার চেস্টা করে ব্যার্থ হয়। এর পর তাঁর ফ্রেন্ড এড কে নিয়ে ডাকাতির প্ল্যান করে। ৫০ ডলার চুরি করতে সমর্থ হয়। কিন্ত ২ জনই ধরা খেয়ে যায়। এড মুক্তি পায়। কিন্ত ডিলিঙ্গারের বাবা ডিলিঙ্গারের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ডিলিঙ্গারের ১০ থেকে ২০ বছরের সাজা হয়।



জেলে থাকাকালীন সময়ে ডিলিঙ্গারের মুখের এ কথা বেশ বিখ্যাত হয়ে যায়। "I will be the meanest bastard you ever saw when I get out of here.”



১৯৩৩ এর মে মাসে জন ডিলিঙ্গার প্যারোলে মুক্তি পায়। এরপর থেকেই তাঁর ব্যাঙ্ক ডাকাতি জীবন শুরু হয়।

১৯৩৩-৩৪ সাল ছিল ডিলিঙ্গারের স্বর্ণযুগ। তখন কার সময়ের কুখ্যাত অপরাধি, বেবী ফেইস নিলসন, বা প্রিটি বয় ফ্লয়েড কেও অতিক্রম করেছিলেন ডিলিঙ্গার।





ডিলিঙ্গারের ওয়ান্টেড পোস্টার



ডিলিঙ্গার এবং তাঁর সহযোগীরা প্রায় ২ ডজন ব্যাংক এবং ৪ টি পুলিশ স্টেশন লুট করে। ১ বছর পুলিশি ধাওয়ার উপরে থাকার পরে আহত অবস্থায় ডিলিঙ্গার শিকাগো তে ফিরে আসে।

এর পর বিখ্যাত এফ বি আই অফিসার মেল্ভিন পারভিসের নেতৃত্বে স্যামুয়েল পি কাউলি একটি থিয়েটার এর সামনে জন ডিলিঙ্গার কে হত্যা করতে সক্ষম হয়। ডিলিঙ্গার পালাতে চেয়েছিল কিন্ত সফল হয় নি।

ডিলিঙ্গার তাঁর জীবদ্দশায় প্রায় ৩০০,০০০ ডলার ডাকাতি করেন।



ডিলিঙ্গারের জীবনি নিয়ে অনেকগুলো বই, সিনেমা তৈরি হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল , জনি ডেপ এবং ক্রিশ্চিয়ান বেল অভিনীত পাব্লিক এনেমিস মুভিটি যা ২০০৯ সালে মুক্তি পায়।

এই মুভিতে জন ডিলিঙ্গারের চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ এবং এফ বি আই অফিসার মেল্ভিন পারভিস চরিত্রে অভিনয় করেছেন অস্কারপ্রাপ্ত্য অভিনেতা ক্রিশ্চিয়ান বেল।



মন্তব্য ১০৬ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পুত্তুম পিলাচ++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

তামিম ইবনে আমান বলেছেন: ধইন্যা পাতা ভাই

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

যুবায়ের বলেছেন: ২য় ভালোলাগা ++
অহন পইড়া লই...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

আমিনুর রহমান বলেছেন: ২য় ভালো লাগা। রিভিউ চমৎকার হয়েছে।

গন্ডমুর্খডা কি না পইরা পিলাচ মারচে :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

তামিম ইবনে আমান বলেছেন:
আপনি ফেইল দেখা যাচ্ছে ;)

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন: যুবায়ের ভাই এইডা কি হইল B:-) B:-) B:-)


আমি ২য়টা দিয়েছি :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

তামিম ইবনে আমান বলেছেন: হায় হায়! যুবায়ের ভাই করলো কিতা

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

যুবায়ের বলেছেন: চমৎকার লিখেছেন ভাই....

ডিলিঙাগারের কথা কি আর কমু!! কয়েকবার সুযোগ পাইয়াও ভালা অয় নাইক্ক্য... কথায় আছেনা-
”কয়লা ধুইলে ময়লা যায়না”..

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

তামিম ইবনে আমান বলেছেন:
আমার কাছে ভালোই লাগে :)

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

রীতিমত লিয়া বলেছেন: ভাবছিলাম খুব ভাল ও ভদ্র ছেলেটা একসময় ডাকাত হয়ে গেল এ ধরণের গল্প শুনব কিন্তু এ তো পরথম থেকেই বদ আছিল। পিলাচ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

তামিম ইবনে আমান বলেছেন: ছুডবেলা তেকেই বদ

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এক্কেরে ভালা হইছে!!! যুবায়ের ভাইরে পাইলে এখনি ডাইলমুড়ি খাওয়াই দিতাম। আমিনুর ভাইয়ের ভাব দেইখ্যা হাসি পাইতাছে।

২য় ভালো লাগা। রিভিউ চমৎকার হয়েছে।

গন্ডমুর্খডা কি না পইরা পিলাচ মারচে :P


ওরে হাসি যে আর থামে না B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

তামিম ইবনে আমান বলেছেন: দেশী আমি আপ্নের লগে আছি

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: লেখা দারুন হইসে, আমার পিসিতে মুভিটা আসে, কিন্তু দেখিনাই। কাল পত্থম চান্সেই দেইখা নিমু। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

তামিম ইবনে আমান বলেছেন: সুন্দর লাগচে আমার কাচে

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

স্বপনবাজ বলেছেন: ৫ তম প্লাস্ !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

মাথা খারপ মানুষ বলেছেন: পাব্লিক এনেমিস প্রিয় মুভি :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

তামিম ইবনে আমান বলেছেন: আমারও

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

মাক্স বলেছেন: বরাবরের মতই ব্যাতিক্রমী পোস্ট। ভালোলাগা জানিয়ে গেলাম!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

আমিনুর রহমান বলেছেন: ওরে হাসি যে আর থামে না B-)) B-)) B-)) B-)) B-)) B-))


ওরে গন্ডমূর্খ হাসিস না দাতে তো পোকা :P :P :P

এই নেও

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: ইন্ডিয়ান জিনিস :

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

নস্টালজিক বলেছেন: পাবলিক এনিমি দেখসি! জানতাম না এটা জন ডিলিঙ্গার এর ঘটনা নিয়ে মুভি!


কঠিন ব্যাংক ডাকাত!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: :)

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

প্রিন্স হেক্টর বলেছেন: ধুর্বাল! স্লো নেট। কাছিম গতি।

৮ম + /:)



অটঃ কমলাবানুর খবর কি B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ট্রাক্টর, স্যরি হেক্টর

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

অণুজীব বলেছেন: ++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ অণুজীব

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

প্রিন্স হেক্টর বলেছেন: আরেকটা কথা ৫০ ডলার চুরি কইরা ২০ বছরের জেল??? :|| :||

কেমনে কি? B:-) B:-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

তামিম ইবনে আমান বলেছেন: ডাকাতি ছিল। ধরা পড়েছে মন্ত্রীর হাতে। তাঁর উপর তার বাবা তার বিরুদ্ধে ছিল

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

বাংলার হাসান বলেছেন: চমৎকার লিখেছে , তথ্য বহুল লৈখা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

সানড্যান্স বলেছেন: প্লাআআআআআআআআআআআআআআআআআস!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

htusar বলেছেন: ভাল লেখা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

তামিম ইবনে আমান বলেছেন: :)

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

শিশির ভেজা বিষের শিশি বলেছেন: একটা পিপাসা মেটানো ইনফরমেটিভ পোস্ট।

সংগতিপূর্ণ এমন আরও পোস্টের জন্য উৎসাহ প্রদান করছি।

আশা করছি এরকম আরও পোস্ট পাবো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

তামিম ইবনে আমান বলেছেন: বিষের শিশি কে ধন্যবাদ

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন:
দাড়ুন পোষ্ট । কালকে পেন ড্রাইভ দিয়া নেওয়া যাইবো ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

তামিম ইবনে আমান বলেছেন:
হ। নিয়া যাইয়েন

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

ঘুড্ডির-পাইলট বলেছেন:
পাইলটরে মুভি ডা দিলে আমারেও দিয়েন ।



বলেন তো আমি কে ?


;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

তামিম ইবনে আমান বলেছেন: আপনি কেডা? মাল্টি নাকি

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর পোস্ট,মুভিটা দেখেছিলাম ,ভালো লেগেছে।+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

একজন আরমান বলেছেন:
চমৎকার তথ্যবহুল পোস্ট। :)

ডিলিঙ্গারের কাছে টেরনিং নেওন লাগতো। /:) /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ একজন আরমান

২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮

একজন আরমান বলেছেন:
একটা কথা জিজ্ঞেস করার ছিল।
আপনার ব্লগের উপরে লেখা দেখলাম-
"আমি তাকেই ভালোবাসি যে আমাকে ভালোবাসে"
আমি তো আপ্নারে ভালা পাই, আপনে কি আম্রে ভালা পান?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

তামিম ইবনে আমান বলেছেন: আমি কি কইসি আমি আপ্নেরে খ্রাপ পাই। চোরের মনে পুলিশ পুলিশ ;)

২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

একজন আরমান বলেছেন:
আরে ভাই খালি জিগাইলাম আর কি।
আপনের এই খোমাডাই সুন্দার দেখায়। এইডাই আবার লাগাইয়েন। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

তামিম ইবনে আমান বলেছেন: ;)

২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৯

সুখ নাইরে পাগল বলেছেন:
ভাল লাগল
পাবলিক এনিমিস দেখার পরেই ওর সম্পর্কে জানার একটা প্রবল ইচ্ছা হইছিল। ভাবছিলাম ওর সম্পর্কে বই গুলা পড়ব। কিন্তু পড়া আর হয়নি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ।
সুখ নাইরে পাগল ;)

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২১

কালোপরী বলেছেন: অনেক কিছু জানলাম



++++++++++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ কালোপরী।

২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
আমি বেটার প্রথম ছবিটা দেখে ভাবতেসিলাম, একে নিয়ে কোন মুভি বানালে ডেপ কে দিয়ে রোলটা প্লে করালে পারফেক্ট হবে। এরপর পোস্টের আরেকটু সামনে আগাতেই বুঝতে পারসি পাবলিক এনিমিস এনার উপর বেইস করেই বানানো হৈসে B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

তামিম ইবনে আমান বলেছেন: ডেপ আসলেই বস। গতকাল রাতে তার মুভি, এডোয়ার্ড সিসরহ্যান্ড নামাইলাম । আজ রাতে দেখবো

৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

রাতুল_শাহ বলেছেন: অনেক সুন্দর পোষ্ট ভাই ।

সিনেমাটা অস্থির লাগছে আমার কাছে। বেশ কয়েকবার দেখছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

তামিম ইবনে আমান বলেছেন: সিনেমায় ডেপ কে বেশ স্মার্ট লাগে

৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী ভাই

৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: নাম শুনে চেনা চেনা লাগছিল পরে বুঝলাম "পাবলিক এনিমি" ম্যুভিটি দেখেছি।

পোস্টে প্লাস।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায়

৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

অথৈ সাগর বলেছেন:
লেখা ভাল লাগল । পাব্লিক এনেমিস মুভিটি দেখেছি মুলত জনি ডেপ এর জন্য । কিন্তু ছবি দেখে জন ডীলিঙ্গারর ভক্ত হয়ে গেছি । :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

তামিম ইবনে আমান বলেছেন: আমিও

৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

নিরপেক্ষ মানুষ বলেছেন: পিলাচ।এইসব ব্যাডারও দরকার আছে।নইলে আমাগো মতন ভালা মানুষের দাম থাকবে না

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

তামিম ইবনে আমান বলেছেন: আমি ব্যাংক ডাকাত হত চাইসিলাম

৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

শের শায়রী বলেছেন: আপ্নার লেখায় যেন জীবন্ত হয়ে ওঠে অতীত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

অনীনদিতা বলেছেন: অনেক সুন্দর পোষ্ট :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ অনীনদিতা।

৩৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

হাছুইন্যা বলেছেন: পিলাস :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ হাছুইন্যা ভাই

৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার ভিন্নধর্মী রিভিউ। +++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো

৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মামুন রশিদ বলেছেন: জনি ডেপ থেকেও আসল ডিলিঙ্গারকে বেশি হ্যান্ডসাম মনে হইলো ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

তামিম ইবনে আমান বলেছেন: ডেপ রে ভালা পাই

৪০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
সিসরহ্যান্ড দেখা হৈসে? আমার ভালৈ লাগসিলো তবে মনে হৈসে যে আরেকটু স্ট্রং হৈতে পারতো ||

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

তামিম ইবনে আমান বলেছেন: দেখলাম আজ। কেমন যেন ম্যান্দামারা লাগছে। ১০ এ সাড়ে সাত দিব আমি।

৪১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

পরিবেশ বন্ধু বলেছেন: কুখ্যাত বিখ্যাত

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: হুম

৪২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++++++

শেয়ার করার জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ

৪৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

আমি তুমি আমরা বলেছেন: পাওলিক এনিমি'স দেখা। ভাল লেগেছিল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

তামিম ইবনে আমান বলেছেন: ভালো লাগতেই হবে ;)

৪৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল লাগছে ৩০ নাম্বার +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ

৪৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

শামীম আরা সনি বলেছেন: ব্যাংক ডাকাতি ভালা পাই B-)) :-P :-B :P =p~ !:#P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

তামিম ইবনে আমান বলেছেন: :)

৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩

তামিম ইবনে আমান বলেছেন: গণদাবি একটাই

৪৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭

তামিম ইবনে আমান বলেছেন: সেরকম লাগলো

৪৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

একজন আরমান বলেছেন:
আপনে মিয়া আজাইরাই রাগ করেন । /:)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

তামিম ইবনে আমান বলেছেন: আমি আজাইরা লোক

৪৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: একজন ডাকাত ডাকাতি করে এতো ফেমাস হতে পারে জানা ছিলো না !

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

তামিম ইবনে আমান বলেছেন: আপনিও ট্রাই করবেন? ;)

৫০| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৬

এম হুসাইন বলেছেন: জন ডীলিঙ্গার হইবার মুঞ্ছায়--- :P :) :) :)

পোস্টে +

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো

৫১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

লক্ষ্মীপেঁচা বলেছেন: জন ডীলিঙ্গার চেহারাতো সেরাম ... পেরেমে পইরা গেলাম :!> :!> :!> :!>

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নারে দেখলে জন ডিলিঙ্গারও ;)

৫২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

শায়েরী বলেছেন: ৩০০,০০০ ডলার!!

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: মাত্র :P

৫৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৪৬

ব্যান্ড পার্টি বলেছেন: পাব্লিক এনিমিস ভাল্লাগেনাই :/

২২ শে জুন, ২০১৩ রাত ১:৫০

তামিম ইবনে আমান বলেছেন: :) কার যে কি কখন কেনো ভালো লাগবে বলা মুস্কিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.